Pages

Sunday, April 8, 2012

Bloggerএর নতুন ইন্টারফেস

বছরখানেক আগে একবার ব্লগারের ইন্টারফেসে পরিবর্তন একে নতুনভাবে সাজানো হয়েছিল। কয়েকদিন আগে আরো একবার পরিবর্তণ আনা হয়েছে ইন্টারফেসে।
কোনটি ভাল কোনটি মন্দ বিবেচনার দায়িত্ব ব্যবহারকারীর। অনেকেই পুরনো ইন্টারফেস ব্যবহারে স্বাচ্ছন্দবোধ করেন। বিশেষ করে ইন্টারনেটের গতি কম হলে।  তারপরও, পছন্দ হোক বা না হোক, একসময় পরিবর্তণ মেনে নিতে হবে।
নতুন ভার্শনে বেশকিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। তাদের ভাষায়, যা প্রয়োজন তা সহজে খুজে বের করা এবং সহজে পোষ্ট লেখা।
পোষ্ট লেখার বিষয়টি আগে দেখা যাক। লেখার যায়গা অনেক বাড়ানো হয়েছে। বড় পোষ্ট লেখার সময় পুরোটাই একবারে দেখা যাবে। লেবেল সহ অন্যান্য বিষয়গুলিকে ডানদিকে সরানো হয়েছে যার ওপর মাউস আনলে একটিভ হয়। ফলে পাশের দিকে যায়গা বেড়েছে অনেকখানি। আগের বিষয়গুলি কিছুটা উন্নত করা হলেও উল্লেখ করার মত নতুন কিছু চোখে পড়েনি।
ড্যাসবোর্ডের মুল পরিবর্তন ব্লগের পরিসংখ্যান দেখার ব্যবস্থায়। আগের থেকে বিস্তারিত তথ্য দেখার ব্যবস্থা আনা হয়েছে। ওভারভিউ, পোষ্ট, পেজ, ষ্ট্যাট, কমেন্ট টেম্পলেট, সেটিং ইত্যাদি বিষয়গুলিকে একটিমাত্র ড্রপডাউন মেনুর অধীনে আনা হয়েছে।  ফলে ড্যাসবোর্ডেই সরাসরি বেশকিছু তথ্য জানার ব্যবস্থা সম্ভব হয়েছে। সাইটে মোট ভিজিটর, মোট পোষ্টসংখ্যা, শেষ আপডেটের তারিখ, ফলোয়ার ইত্যাদি তথ্য ড্যাসবোর্ডের মুল পেজেই দেখা যাবে। কোন পোষ্ট কতবার ভিজিট করার হয়েছে, কতগুলি কমেন্ট রয়েছে সেটাও জানা যাবে পোষ্টের লিষ্টে।
আশ্চর্যজনকভাবে ড্যাসবোর্ডের মুল পেজে নতুন ব্লগ তৈরীর বাটন থাকলেও সেখানে একক্লিকে নতুন পোষ্ট তৈরীর ব্যবস্থা নেই। সাধারনভাবে সেটাই বেশি গুরুত্বপুর্ন হওয়ার কথা।
যে পরিবর্তনগুলি আনা হয়েছে তার একটি পরিবর্তনমুলক ভিডিও রয়েছে ড্যাসবোর্ডে। ভিডিও দেখার উপযোগি ইন্টারনেট থাকলে দেখে নিতে পারেন।
গুগল ব্লগারের উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাই আশার কথা। ব্লগার একমাত্র ব্লগিং ব্যবস্থা যেখানে কোনধরনের সীমাবদ্ধতা ছাড়াই বিনামুল্যের ব্লগে আয় করা যায়।

1 comment: