Saturday, March 24, 2012

ইন্টারনেটে আয়ের জন্য microworkers

ইন্টারনেটে আয়ের জন্য মাইক্রোওয়ার্কার্স এর প্রস্তাব অত্যন্ত লোভনীয়। তাদের সাইটের কাজকে বলা হয় মাইক্রো জব। অন্যকথা খুব সহজ কাজ যা করার জন্য অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মত খুব দক্ষতা প্রয়োজন হয় না। বিনামুল্যে সদস্য হওয়া যায়, ১ ডলার দিয়ে সদস্য হওয়া যায়। যারা এফিলিয়েশন ব্যবহার করবেন তাদের জন্য আরো আকর্ষনীয় প্রস্তাব, প্রতি রেফারেলের জন্য পাবেন ১ ডলার।
ইন্টারনেটে আয়ের অন্যান্য আয়ের সাইটের মত এখানেও প্রধান প্রশ্ন, আসলে কি তারা টাকা দেয় ?যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতা কি বলে।
প্রথমেই তাদের টাকা দেয়ার পদ্ধতি উল্লখ করা প্রয়োজন। তাদের টাকা দেয়ার পদ্ধতি হিসেবে উল্লেখ করা আছে পেপল, এলার্ট-পে ইত্যাদি। বাস্তবে এরসাথে তাদের দেয়া একটি পিন কোড ব্যবহার করতে হয়। এই কোড পাঠানো হয় ডাকযোগে করে। স্বাভাবিকভাবেই তাতে সময় লাগে অনেক বেশি।
তারা জানিয়ে দিয়েছে একাউন্টে টাকা জমা হলে সেটা উঠানোর জন্য উইথড্র কমান্ড দিতে হবে। এর ৩০ দিনের মধ্যে সেই টাকা পাওয়া যাবে। বর্তমান যুগে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ৩০ দিন অনেক বেশি সময়।
এখানে কাজ করে আয় করেছেন এমন ব্যক্তি রয়েছেন। তাদের বক্তব্য, এখান থেকে আয় করা আসলে কঠিন। এধরনের মন্তব্য করা ব্যক্তির সংখ্যা খুবই কম। অধিকাংশের অভিজ্ঞতা, তারা টাকা দেয় না। ইন্টারনেটের ভাষায় স্ক্যাম।
বাংলাদেশ থেকে এই সাইট ব্যবহারকারীর অভিজ্ঞতা হচ্ছে তাদের টাকা দেয়ার পদ্ধতি কিছুটা জটিল এবং সময়সাপেক্ষ হলেও টাকা পাওয়া যায়। তাদের কাজ সহজ বলে যে কেউ করতে পারেন।
কাজেই যারা প্রতিযোগিতামুলক ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতে সমস্যাবোধ করেন তারা এখানে শুরু করতে পারেন। তাদের ঠিকানা : microworkers.com /

4 comments:

  1. microworkers.com er bikolpo site ache ki?

    ReplyDelete
    Replies
    1. সহজ আয়ের দৃষ্টিতে MyBrowserCash, Clixsense এর মত সাইটকে বিকল্প ভাবতে পারেন। এধরনের সাইটে পিটিসি ছাড়াও নানাধরনের অফার/টাস্ক থেকে আয় করা যায়। ক্রমেই এধরনের সাইট আরো উন্নত হবে।
      আর যদি ফ্রিল্যান্সিং কাজে আগ্রহি হন তাহলে ফ্রিল্যান্সার, স্ক্রিপ্টল্যান্স, গুরু ইত্যাদি সাইট ব্যবহার করতে পারেন। নিয়মিঁতভাবে এধরনের সাইটের ভালমন্দ বিষয়ে লেখা হয়।

      Delete
  2. কবির ভাই আপনার অন্য্ সব লেখার স্টাইল থেকে এই লেখার স্টাইল কেমন যেন অন্যরকম লাগছে । যাই হোক এই পোস্টে দেয়া তথ্যে মনে হয ভুল আছে । কারণ এই সাইটে রেফারেল এর কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই । আবার আপনি বলেছেন এখানে ইমেইল এর মাধ্যমে কোড পাঠানো হয । কিন্তু আসলে সেটা পাঠানো হয ডাকযোগে । তবে আমার বোঝায ভূল থাকতে পারে সেজন্য্ আমি খমাপ্রার্থি । আমি এই সাইটের কাজ করি মোবাইল থেকে যা অন্য্ সাইটের বেলায সম্ভব হয্না । কিন্তু ৮ ডলার আয করার পর আপনি হতাশার বাণী শুনালেন । আচ্ছা যদি এরকম কোন সাইট থাকে যা মোবাইল থেকে ব্যবহার করা যায দযা করে একটু জানাবেন ।

    ReplyDelete
    Replies
    1. অনলাইনে পাওয়া রিভিউ এবং মতামত থেকে এই লেখা তৈরী। অধিকাংশ ব্যবহারকারী এদের ওপর অনস্তুষ্ট, সেকারনে আরো খোজ নেয়ার আগ্রহ ছিল না। মেইল/ইমেইল এর ভুল সেকারনে হতে পারে।
      সুবিধেজনক সাইটের খোজ পেলে অবশ্যই তার পরিচয় তুলে ধরা হবে।

      Delete