Friday, March 23, 2012

পার্টটাইম ফ্রিল্যান্সিং এর ভাল-মন্দ

ক্রমেই আরো বেশি মানুষ ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন। কেউ এদিকেই কর্মসংস্থানের পথ দেখছেন, কেউ বতর্মান কাজ থেকে এদিকে আসার কথা ভাবছেন, কেউ অন্য কাজের সাথে ফ্রিল্যান্সিং যোগ করতে চাচ্ছেন।
ফ্রিল্যান্সিং জগত সাধারন কাজের জগত থেকে একেবারে আলাদা। এখানে অভ্যস্থ হতে হয়। স্বাভাবিকভাবেই যথেষ্ট সময় প্রয়োজন হয়। কাজেই অন্য কাজের সাথে জড়িত থাকলে সেটা না ছেড়ে পার্টটাইম হিসেবে শুরু করা পছন্দ করেন অনেকে।
পার্ট হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করার সুবিধে এবং অসুবিধে দুই রয়েছে। পার্টটাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তাদের অভিজ্ঞতার ভিত্তিকে সেগুলি তুলে ধরা হচ্ছে এখানে।


পার্টটাইম ফ্রিল্যান্সিং কেন করবেন
.          অন্য কাজ ঠিক রেফে ফ্রিল্যান্সিং চেষ্টা করা
পার্টটাইম ফ্রিল্যান্সার হওয়ার এটা প্রধান কারন তাতে সন্দেহ নেই। বর্তমান কাজ ঠিক রেখে ফ্রিল্যান্সিং থেকে অতিরিক্ত কাজ করতে চান। নিয়মিত আয়ের ব্যঘাত না ঘটিয়ে সেটা করা সম্ভব।
.          বর্তমান অভিজ্ঞতাকে ফ্রিল্যান্সিং এ কাজে লাগানো
কোথাও কাজের অভিজ্ঞতা অনায়াকে আরেক যায়গায় কাজে লাগানো যায়। চাকরীর অভিজ্ঞতাকেও ব্যবহার করা যায় পার্টটাইম ফ্রিল্যান্সার হিসেবে।
.          সময়কে আয়ের কাজে লাগানো
অনেকের জন্য বর্তমান কাজ শেষে বাকি সময়কে অন্য কাজে লাগানোর সুযোগ নেই। তারা ফ্রিল্যান্সিংকে পার্টটাইম কাজ হিসেবে সুযোগ তৈরী করে নিতে পারেন।
.          আয়ের নতুন সুযোগ তৈরী
অন্য আয়ের কোন সুযোগ না থাকলে ফ্রিল্যান্সিং অতিরিক্ত আয়ের পথ খুলে দিতে পারে।

পার্টটাইম ফ্রিল্যান্সারের জন্য ঝুকি
.          সময়ের সাথে তাল মেলানো কষ্টকর
অন্য কাজের সাথে জড়িত থাকলে সেকাজ অবহেলা করার সুযোগ থাকে না, সেইসাথে ফ্রিল্যান্সিং অতিরিক্ত কাজ হিসেবে চাপ অনেক বাড়িয়ে দেয়। ফলে সময় নিয়ে সমস্যা হতে পারে।
.          কাজের দাম কমে
অন্য কাজের সাথে জড়িত থাকলে তারা সাধারনত কাজ পাওয়ার জন্য কম টাকায় কাজ করতে চান। ফল হিসেবে কাজের মুল্য কমতে থাকে।
.          জীবনে সমতা রক্ষা কঠিন হয়
পার্টটাইম ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে একটি সাধারন সমস্যা হয়ে দাড়ায় অন্যান্য কাজ ঠিকভাবে করা। ফ্রিল্যান্সিং এর দিকে সময় ব্যয় করায় অন্য কাজে ব্যাঘাত ঘটে। অনেকেই পারিবারিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হন।
.          সবদিকে সমতা রক্ষা কষ্টকর হয়ে দাড়ায়
ফ্রিল্যান্সার হিসেবে একদিকে ক্লায়েন্টকে খুশি রাখতে হয়, অন্যদিকে অন্য পেশায় অবহেলা করা যায় না। একজন ছাত্রকে ফ্রিল্যান্সিং ঠিক রাখার পাশাপাশি পড়াশোনার দিকেও দৃষ্টি রাখতে হয়। একদিকে বেশি দৃষ্টি দিলে আরেকদিক ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে।

আপনি কি করতে পারেন
আপনি কি পার্টটাইম ফ্রিল্যান্সার হওয়াকে সমর্থন করবেন, না-কি করবেন না।
উত্তর সহজ। পার্টটাইম ফ্রিল্যান্সারের যে সমস্যাগুলি উল্লেখ করা হয়েছে সেগুলি হিসেব করে মানিয়ে চলা সম্ভব। অন্য কাজের সাথে মিল রেখে কখনো বেশি কাজ, কখনো কম কাজ কিংবা কখনো কিছুদিনের বিরতি সবকিছুই করা সম্ভব।
অতিরিক্ত আয়ই হোক অথবা কাজ করার আনন্দই হোক, পার্টটাইম ফ্রিল্যান্সিং কে এককথায় না বলার কারন নেই।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়

No comments:

Post a Comment