Friday, September 9, 2011

ক্যামেরা ট্রাইপডের ভাল-মন্দ

প্রফেশনাল ভিডিওর জন্য ট্রাইপড জরুরী। ক্যামেরাকে ৩ পা অলা ষ্ট্যান্ডের ওপর রাখলে একদিকে যেমন হাতকাপা জনিত সমস্যা দুর করা যায় তেমনি ক্যামেরার সোজা থাকা নিশ্চিত করা, সঠিক উচ্চতায় ব্যবহার সহ আরো বেশকিছু সুবিধে পাওয়া যায়। কমদামী ট্রাইপডের সমস্যা হচ্ছে এদের কোনটি নিজেই কাপে (ভাইব্রেশন)। এছাড়া ট্রাইপড কিসের তৈরী, ক্যামেরা লাগানোর অংশ, ট্রাইপড এর মাপ ইত্যাদি আরো বেশকিছু বিষয় ট্রাইপডের ভালমন্দ বিচারে ভুমিকা রাখে।
কোন ধরনের ক্যামেরার জন্য কিংবা কোন ধরনের কাজের জন্য কি দেখে ট্রাইপড বাছাই করবেন জেনে নিন।
হেড
ট্রাইপডের হেড হচ্ছে যেখানে ক্যামেরা লাগানো হয়। ক্যামেরার লাগানোর পর ভিডিও (বা ছবি) করার সময় আপনি ক্যামেরাক প্যান করবেন (পাশের দিকে ঘুরানে) অথবা টিল্ট করবেন (ওপর-নিচে করবেন)। কাজেই ট্রাইপডের হেড এমন হওয়ার উচিত যেখানে ক্যামেরার ঘুরানোর সময় মসৃনভাবে ঘুরতে পারে। মসৃনভাবে ঘুরানোর জন্য ফ্লুইড হেড নামে ট্রাইপড পাওয়া যায়।
যদি একবাধিক ক্যামেরা ব্যবহার (ক্যামেরা পরিবর্তন) প্রয়োজন হয় তাহলে রিলিজ প্লেট সহ হেড বেছে নিন। এই ব্যবস্থায় ক্যামেরাটি রিলিজ প্লেটের সাথে লাগানো হয়, একে ক্লিপ দিয়ে দ্রুত ট্রাইপডের সাথে আটকানো-খোলা যায়।
লেগ এবং ফুট
ট্রাইপডের পা এবং যে অংশ মাটিতে থাকবে সেই অংশ কিসের তৈরী সেটা গুরুত্বপুর্ন। কার্বন ফাইবারের তৈরী ট্রাইপডে ভাইব্রেশন কম হয় এবং ওজনও এল্যুমিনাম ট্রাইপড থেকে কম হয়।
উচুনিচু যায়গায় ট্রাইপডকে আনুভুমিক রাখার জন্য স্পাইক নামে একটি অংশ ব্যবহার করা হয়, অনেক সময় স্পাইডার নামের একটি অংশ ব্যবহার করা হয় যা ক্যামেরাকে আনুভুমিক রাখতে সাহায্য করে। আপনার ব্যবহারের ধরন অনুযায়ী সেগুলি দেখে নিন।
ট্রু-ফ্লুইড
সত্যিকারের উন্নত ট্রাইপড ট্রু-ফ্লুইড হেড নামে পরিচিত। খুব ভারি ক্যামেরার জন্য ফ্লুইড লাইক যথেষ্ট হলেও হাল্কা ক্যামেরার জন্য ট্রু-ফ্লুইড হেড ব্যবহার করা ভাল। এতে দুটি প্লেট এমনভাবে ব্যবহার করা হয়ে যেগুলি একে অন্যের সাথে ঘসা খায় না।
স্পিরিট লেভেল
ক্যামেরাকে আনুভুমিকভাবে রাখা নিশ্চিত করতে একধরনের বাবল ব্যবহার করা হয়। কাচের ছোট একটি অংশে তরল পদার্থ এবং কিছুটা বুদবুদ থাকে। ক্যামেরা উচু-নিচু হলে তরল পদার্থ আনুভুমিক হতে চেষ্টা করে ফলে বুদবুদটি সরে যায়। এথেকে সত্যিকারের ক্যামেরার অবস্থান জানা যায়।
উচ্চতা এবং ওজন
ট্রাইপডকে অন্তত ৬ ফুট উচু এবং ভাজ করা অবস্থায় ২ ফুটের নিচে হওয়া প্রয়োজন। এরফলে মাঝামাঝি যে কোন উচ্চতায় ক্যামেরা ব্যবহার করা সম্ভব হবে। এছাড়া ওজন কম হওয়া ভাল বৈশিষ্ট। বাইরে যাওয়ার সময় সহজে বহন করা যায়।
রিমোট কন্ট্রোল
মুলত কোন অনুষ্ঠঅন লাইভ দেখানোর সময় বিপর্যয় এড়াতে রিমোট কন্ট্রোলড ট্রাইপড ব্যবহার করা হয়। পাশে দাড়িয়ে রিমোট কন্ট্রোল ব্যবহার করে ক্যামেরা নিয়ন্ত্রন করা যায়। এতে মসৃন-নিখুত ভিডিও পাওয়া যায় বলে এগুলির দিকে দৃষ্টি দিতে পারেন।
মনোপড
ট্রাইপডের তিন পা, মনোপডের এব পা। ট্রাইপড ব্যবহারের মত যথেষ্ট যায়গা না থাকলে এগুলি প্রয়োজন হয়। কোন কোন মনোপড ভাজ করে কোমড়ের বেল্টের সাথে লাগিয়ে ব্যবহার করা যায়।
আপনি ভিডিও কাজে যত দক্ষও হোন না কেন, টাইপড ছাড়া নিখুত ভিডিও আশা করতে পারেন না। মুভি বা নাটক তৈরী তো বটেই, কোন অনুষ্ঠান, কারো বক্তৃতা বা খেলা সব যায়গাতেই ট্রাইপড ব্যবহার করে ভাল ফল পাবেন।

No comments:

Post a Comment