Tuesday, July 19, 2011

কম্পিউটার ট্রাবলশ্যুটিং : পাওয়ার সাপ্লাই পরিবর্তন

কম্পিউটার আদৌ অন হয় না, একে খুব বড় সমস্যা মনে হতে পারে। বাস্তবে এই সমস্যার সমাধান সবচেয়ে সহজ। বরং যদি এমন হয় আপনার কম্পিউটার কাজ করছে কিন্তু ঠিকভাবে কাজ হচ্ছে না, সেটা অত্যন্ত জটিল সমস্যা। শুরুতে সহজ সমস্যা সমাধান করা যাক।
আপনার কম্পিউটার অন হচ্ছে না পাওয়ার সাপ্লাইয়ের কারনে। সমস্যা সমাধানের জন্য আপনার কাজের ৩টি ধাপ।
.          পাওয়ার সাপ্লাই ইউনিটটি আসলেই নষ্ট সেটা নিশ্চিত হওয়া
.          নষ্ট পাওয়ার সাপ্লাই ইউনিট খোলা
.          ভাল পাওয়ার সাপ্লাই ইউনিট লাগানো।
কম্পিউটার খোলা
আপনি হার্ডঅয়্যারের যেকোন পরিবর্তন করুন না কেন, প্রথম কাজ কম্পিউটারের ঢাকনা খোলা। বর্তমানের প্রায় সব কম্পিউটারই এক ধরনের, দুপাশ থেকে দুটি অংশ খোলা যায়। কখনো কখনো দুটিই খোলা প্রয়োজন হয়, কখনো একটি খুললেই চলে। পাওয়ার সাপ্লাই পরিবর্তনের জন্য একদিক খোলাই যথেষ্ট। এজন্য বামদিকের ঢাকনাটি (সামনে থেকে হিসেব করলে) খুলুন।
সাধারনত দুটি স্ক্রু দিয়ে ঢাকনাটি আটকানো থাকে। এছাড়া কিছু খাজকাটা অংশ থাকে। স্ক্রু খোলার পর প্রথমে পেছনদিকে কিছুটা টানুন, তারপর ওপরের দিক ফাকা করে ঢাকনাটি খুলে নিন।
যেকোন কিছু করার আগে পাওয়ার কেবল খুলে নিন।
পাওয়ার সাপ্লাই ইউনিট চেক করা
পর্তমানের পাওয়ার সাপ্লাই ইউনিটগুলি অন করলেই কুলিং ফ্যান (পাখা) ঘুরবে এমন কথা নেই। এগুলিতে সবসময়ই পাওয়ার থাকে, সুইচিং এর মাধ্যমে অন হয়। কেবলমাত্র মাদারবোর্ডের সাথে কেবল আটকানো অবস্থায় অন করা যায়। কাজেই পাওয়ার সাপ্লাই ইউনিট চেক করার কাজটি খুব সহজ না। এজন্য যে কাজগুলি করতে পারেন।
.          ঢাকনা খোলা অবস্থায় পাওয়ার দিয়ে অন করার চেষ্টা করুন। ঠিক থাকলে মাদারবোর্ডে পাওয়ার যাবে এবং সেখানে ইন্ডিকেটর জ্বলবে।
.          মাদারবোর্ডের কেবল বাদ দিয়ে বিভিন্ন ড্রাইভের কেবলগুলি খুলে চেষ্টা করুন।
এর কারন হচ্ছে কোথাও শর্ট সার্কিট হলে পাওয়ার সাপ্লাই ইউনিট চালু নাও হতে পারে। সেটা নিশ্চিত করা।
.          মাদারবোর্ডে বিভিন্ন কার্ড লাগানো থাকলে সেগুলিকেও খুলে অন করার চেষ্টা করুন।
.          পাওয়ার সাপ্লাইএর ফ্যান ঘোরার চেষ্টা করেও ঘুরতে পারছে না এমন অবস্থা হয়েছে কিনা সেদিকে লক্ষ রাখুন।
.          পাওয়ার সুইচ একটি কেবল দিয়ে মাদারবোর্ডের সাথে রাগানো থাকার কথা। সেটা ঠিক আছে কি-না দেখে নিন।
.          যদি কোনভাবেই পাওয়ার সাপ্লাইয়ে জীবনের লক্ষন দেখা না যায় তাহলে ধরে নিতে পারেন ইউনিটটি নষ্ট। একে খুলে মাদারবোর্ডে সাথে লাগানোর কেবলের দুটি পয়েন্ট শর্ট করে চালু করা যায়। অনভিজ্ঞ হলে এধরনের কাজ না করাই ভাল।
পাওয়ার সাপ্লাই খোলা
.          পাওয়ার সাপ্লাই ইউনিট পেছনের দিকে বাইরে থেকে ৪টি স্ক্র দিয়ে আটকানো থাকে। ৪টি স্ক্র খুলে ফেলুন।
.          একটি বড় এবং একটি ছোট কেবল মাদারবোর্ডে লাগানো থাকে। এগুলিও খুলে ফেলুন। খোলার সময় এগুলির লাগানোর ধরন লক্ষ্য করুন। একদিকে ক্লিপের মত অংশ দিয়ে আটকানো থাকে। ক্লিপটি চেপে ধরে সোজা ওপরদিকে টান দিন।
.          প্রতিটি ড্রাইভ (হার্ডডিস্ক, ডিভিডি ইত্যাদি) এর সাথে পাওয়ার সাপ্লাই থেকে একটি কেবল লাগানো থাকে। এগুলিও খুলে ফেলুন।
.          সাবধানে ইউনিটটি উঠিয়ে বের করুন।
নতুন পাওয়ার সাপ্লাই ইউনিট লাগানো
.          যেভাবে খুলেছেন তার ঠিক বিপরীত পদ্ধতিতে পাওয়ার সাপ্লাই ইউনিট লাগাবেন। কাজ করছে কিনা নিশ্চিত হওয়ার জন্য প্রথমে মাদারবোর্ডের কেবলদুটি লাগান। অবশ্যই সোজা দিক লক্ষ্য রেখে লাগাবেন। উল্টোভাবে লাগার কথা না, জোর করে লাগালে মাদারবোর্ড নষ্ট হতে পারে।
.          সুইচ অন করে দেখুন। ফ্যান ঘোরার কথা।
.          প্রতিটি ড্রাইভের জন্য পাওয়ার কেবল লাগান। এখানেও সোজা উল্টা দেখে লাগান। নিতান্ত জোর না খাটালে উল্টাভাবে লাগার কথা না।
এর বেশি বর্ননা সম্ভবত প্রয়োজন নেই। এধরনের সমস্যা হলে এরপর আপনি নিজেই সমাধারন করতে পারেন।

পাওয়ার সাপ্লাই কেনা
নতুন পাওয়ার সাপ্লাই কেনার সময় কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখুন;
.          কত ওয়াটের পাওয়ার সাপ্লাই দেখে নিন। ৪০০, ৪৫০, ৫০০ ইত্যাদি ওয়াটের পাওয়ার সাপ্লাই বর্তমানে ব্যবহার করা হয়। আপনার কম্পিউটারে লোড যত বেশি (একাধিক হার্ড ড্রাইভ, একাধিক ডিভিডি-ব্লুরে ইত্যাদি) থাকলে বেশি ওয়াট প্রয়োজন হবে।
.          যদি মনিটরের পাওয়ার এখান থেকেই দেয়া হয় তাহলে কেনার সময় দেখে নিন সেখানে পোর্ট আছে কিনা।
.          আবষ্যকীয় না হলেও এতে সুইচ সহ নিতে পারেন। অনেক সময় কেবল খুলে কম্পিউটার অফ করার বদলে এই সুইচ ব্যবহার করা যায়।

শেষবারের মত শতর্কবানী :
.          পাওয়ার কেবল খুলে তারপর কিছু খোলা বা লাগানোর কাজ করবেন।
.          কখনো কোন কেবল উল্টাভাবে লাগাবেন না।
.          যদি নিতান্তই সমস্যা হয় তাহলে অভিজ্ঞ কাউকে সামনে রেখে প্রথমবার কাজ করে শিখে নিন।

No comments:

Post a Comment