Thursday, June 14, 2012

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য গুগলের গাইডলাইন


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর উদ্দেশ্যই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইটের পরিচিতি ভালভাবে তুলে ধরা। শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল সবসময়ই এবিষয়ে তথ্য দিয়ে সাহায্য করে। কিভাবে ওয়েবসাইট তৈরী/পরিচালনা করলে সার্চ ইঞ্জিনে ভাল ফল পাওয়া যাবে সেকথা যেমন বলা হয় তেমনি কোন কোন কাজ করতে নিশেধ করা হয়। হয়ত উল্লেখ করা প্রয়োজন নেই সেই নিয়ম না মানলে তারা সেই সাইটের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়।
গুগলের ওয়েবমাষ্টার গাইডলাইন নামের নিয়মগুলি এখানে তুলে ধরা হচ্ছে।
.          হিডেন টেক্সট বা হিডেন লিংক ব্যবহার করবেন না
যে কিওয়ার্ডগুলি মানুষ বেশি খোজ করে সেগুলি সম্পর্কে জানা খুব সহজ। সমস্যা হয় যদি নির্দিষ্ট ওয়েবসাইটের সাথে সেই কিওয়ার্ড যদি না মেলে তখন অনেকে সেটা এমনভাবে ব্যবহার করেন যা সাইটে দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালারের সাথে টেক্সট কালার এক রেখে কিংবা অন্য কোনভাবে এটা করে মনে করা হয় সার্চ ইঞ্জিন সেটা ব্যবহার করে সাইটকে প্রাধান্য দেবে। বাস্তবতা হচ্ছে সার্চ ইঞ্জিন এধরনের কাজের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়।
.          সার্চ ইঞ্জিন খুজে পাওয়ার জন্য হয়ত একটি পেজ ব্যবহার করা হল, সাইটে যাওয়ার পর ভিজিটরকে পাঠানো হল আরেকটি পেজে। একে বলা হয় স্নিকিং। ভিজিটর যা দেখার জন্য সাইটে গেছেন তার বদলে ভিন্ন বিষয় দেখানোর এই ব্যবস্থাকে গুগল খারাপ চোখে দেখে।
.          গুগলে অটোমেটেড কয়ারি পাঠানো
সার্চ ইঞ্জিনের স্পাইডার নিজে থেকেই সাইটে স্ক্রল করে সেখানকার বিষয়গুলি দেখে নেয়। একাজ দ্রুত করার জন্য কোন সফটঅয়্যার ব্যবহার করা তারা পছন্দ করে না। উল্লেখ করা যেতে পারেন অনেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অনেক লোভনীয় বিজ্ঞাপন প্রচার করেন। গুগল স্বিকৃত পদ্ধতি বা সফটঅয়্যার ছাড়া অন্যকিছু ব্যবহারের বিপক্ষে।
.          একই লেখা একাধিকবার ব্যবহার করবেন না
একই লেখা বারবার ব্যবহার করে ভিন্ন পেজ তৈরী, ডোমেন-সাবডোমেন ব্যবহার ইত্যাদি করবেন না।
.          ক্ষতিকর কিছু ব্যবহার করবেন না
কোন পেজে ভাইরাস, ট্রোজান কিংবা স্প্যাম জাতিয় কোনকিছু ব্যবহার করবেন না।
.          ডোরওয়ে পেজ ব্যবহার করবেন না
নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ব্যবহার করে নিম্ন মানের অনেক পেজ তৈরী করাকে বলে ডোরওয়ে পেজ। ধরে নেয়া হয় এরফলে সার্চ ইঞ্জিন বহু কন্টেন্ট আছে এভাবে সাইটের পরিচিতি প্রকাশ করবে। সাধারনত এফিলিয়েটেড মার্কেটিং এর সময় এটা করা হয়। সার্চ ইঞ্জিন একে ভাল চোখে দেখে না।
.          এফিলিয়েট প্রোগ্রাম ব্যবহারের সময় সত্যিকারের প্রয়োজনীয় তথ্য রাখুন
ওয়েবসাইট থেকে আয়ের জন্য এফিলিয়েট প্রোগ্রাম জনপ্রিয় একটি পদ্ধতি। এ কাজের সময় সাইটে এমন গুরুত্বপুর্ন তথ্য রাখুন যেন তথ্যের কারনে ভিজিটর সাইট ব্যবহার করেন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মুলকথা হচ্ছে সাইটে গুরুত্বপুর্ন, উপকারি বিষয় রাখা। ভিজিটর সেগুলি যত বেশিবার ব্যবহার করবেন, বেশি সময় ব্যবহার করবেন সাইটের অবস্থান তত ওপরের দিকে যাবে। সার্চ ইঞ্জিনকে ঠকানোর চেষ্টা করা বোকামি। ফল হিসেবে একসময় নিজেকেই ক্ষতিগ্রস্থ হতে হয়।

9 comments:

  1. ami janta chassi ja asole spam jinish ta ki amake ki doya kora bistarito bolben sir.ami asole spam ki ta bosina tai jodi odaron diya jodi bolten tahole kub valo hoto

    ReplyDelete
    Replies
    1. আপনি চান না অথচ আপনার নামে নানারকম বিজ্ঞাপন মেইল আসছে, এটাই স্প্যাম।

      Delete
  2. ভালই লাগল পোস্টটা পরে কিন্তু আপনার পস্টগুলতে স্কিন সট দিয়ে আরও ভাল ভাবে বুঝতে পারত আমার মত নতুনরা।

    সময় পেলে দেখে যান

    ReplyDelete
  3. SEO কি একটি অটোমেটেড প্রক্রিয়া? আমার ব্লগ http://mobilepedia24.blogspot.com শুরুতে Google এর কোথাও সার্চ করে পাওয়া যেত না। কিন্তু এখন Mobile pedia লিখলেই প্রথম পেজে পাওয়া যায়। কিন্তু SEO এর জন্য আমি তেমন কিছুই করিনি। শুধুমাত্র http://google.com/addurl ওই ঠিকানা এন্ট্রি করেছিলাম। যদি অটোমেটেড না হয় তবে আমি চাচ্ছিলাম যাতে কেউ Mobile Tips লিখে সার্চ করলে আমার ব্লগ খুজে পায় সেজন্য কি করতে হবে?

    ReplyDelete
    Replies
    1. সার্চ ইঞ্জিনগুলি নিজে থেকে সমস্ত ওয়েবসাইট পড়ে নেয়। কাজেই কিছু না করলেও একসময় সেখানে সাইটের নাম পাওয়া যায়। এতে বেশ সময় লাগে বলে নানাভাবে কাজটি করা হয়।
      নির্দিষ্ট কিওয়ার্ডকে জনপ্রিয় করার জন্য সেটা বারবার ব্যবহার করতে হয় বিভিন্ন যায়গায়। ব্লগের পরিচিতি, পোষ্টের টাইটেল, পোষ্টে। যত বেশিবার শব্দটি থাকবে তত দ্রুত সেটা জনপ্রিয় হবে। SEO এর অন্যান্য নিয়মগুলি পড়ে নিন।

      Delete
  4. blogger SEO করা যায় কি ??? যদি করা যায় তাহলে কিভাবে করব। এই বেপারে POST চাই ।

    ReplyDelete
    Replies
    1. SEO এর সাধারন পদ্ধতিগুলি ব্লগারে ব্যবহার করা যায়। আলাদা কোন নিয়ম নেই। এবিষয়ে কয়েকটি পোষ্ট রয়েছে।

      Delete
  5. category teh blogger নামে একটা category দিলে post গুলোর link খুজে পাওয়া সহজ হতো ।

    thanks for reply.

    ReplyDelete
    Replies
    1. ব্লগিং বিষয়কে ওয়েব ডিজাইন ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। আগামীতে আরো সহজ করার চেষ্টা করা হবে। পরামর্শের জন্য ধন্যবাদ।

      Delete