Tuesday, October 30, 2012

ফ্রিল্যান্সার যে কাজগুলি করতে পারেন


ফ্রিল্যান্সারের প্রয়োজন নিজের পরিচিতি বাড়ানো, দক্ষতা বাড়ানো এবং অন্যের আস্থা অর্জন করা। প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে একাজ করার বহু পদ্ধতি রয়েছে। এদের অনেকগুলি প্রচলিত পদ্ধতি যা ফ্রিল্যান্সাররা সবসময়ই কাজে লাগান। আবার এমন পদ্ধতি রয়েছে যাকে সাধারনভাবে ততটা গুরুত্বপুর্ন মনে করা হয় না।
এখানে এধরনের কিছু কাজের উল্লেখ করা হচ্ছে যা প্রতিটি ফ্রিল্যান্সার অন্তত একবার চেষ্টা করে দেখতে পারেন। এজন্য পৃথকভাবে খুব বেশি সময় ব্যয় করা প্রয়োজন নাও হতে পারে।

.        অন্তত একটি ই-বুক লিখুন
ই-বুক লেখার কোন খরচ নেই। কিছুটা সময় ব্যয় করে যে বিষয়ে কাজ করেন বা যে বিষয়ে আগ্রহ সেই বিষয়ে একটি ই-বুক লিখে ফেলুন। সবচেয়ে ভাল হয় যদি ফ্রিল্যান্সার হিসেবে নিজের অভিজ্ঞতার আলোকে লেখেন। অন্য ফ্রিল্যান্সাররা তা থেকে উপকৃত হতে পারেন।
ই-বুক সাধারন বইয়ের মত বড় হতে হবে এমন কথা নেই। দু-তিন পৃষ্ঠারও হতে পারে। নিজের লিংক সহ ই-বুকটি ডাউনলোডের জন্য ইন্টারনেটে রেখে দিন। এথেকে আয়ও আসতে পারে।
.        অন্যের ব্লগে লিখুন
যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ে নিশ্চয়ই পছন্দের ব্লগ রয়েছে। এধরনের কোন ব্লগে অন্তত একটি পোষ্ট দেয়ার ব্যবস্থা করুন। এতে নিজের পরিচিতি যেমন বাড়ে তেমনি ব্লগ থেকে ভিজিটর কিংবা ক্লায়েন্ট পেতে পারেন।
.        আগ্রহিদের সামনে বক্তব্য তুলে ধরুন
কিছু মানুষের সামনে দাড়িয়ে ফ্রিল্যান্সিং বা পেশাগত বিষয়ে কথা বলা কঠিন মনে হতে পারে। অনেকেই কাজটি পছন্দ করেন। বক্তৃতা দেয়া মুলত অভ্যেসের বিষয়। চেষ্টা করলেই ভাল বক্তা হওয়া যায়।
নিজের পরিচিতি তুলে ধরা, দক্ষতা আরো বাড়ানো সবকিছুতেই সাহায্য করতে পারে এধরনের আয়োজন।
.        সাক্ষাতকার দিন
অনেকেই সাক্ষাতকার দিতে পছন্দ করেন না, অনেকে সময় নষ্ট, কাজের ক্ষতি ইত্যাদি ভেবে দুরে থাকেন। এর ভাল দিকও রয়েছে। খুব দ্রুত পরিচিতি বাড়ানো যায় সাক্ষাতকারের মাধ্যমে। সংবাদমাধ্যম থেকে শুরু করে ব্লগ পর্যন্ত বিভিন্ন যায়গায় সাক্ষাতকার প্রকাশ করা হয়। (অবশ্য বাংলা ব্লগে সাক্ষাতকার বিষয়টি এখনও পরিচিতিলাভ করেনি।)
.        প্রদর্শনীতে অংশ নিন
আপনার কাজ সম্পর্কিত কোন প্রদর্শনীতে অংশ নিন। সকলের কাজের সাথে বিষয়টি মানানসই নাও হতে পারে।  সরাসরি নিজে বা অন্য কারো সাথে যুক্ত হয়ে কোনভাবে প্রদর্শনীতে অংশ নিয়ে প্রচার বাড়ানোর উদ্দোগ নিতে পারেন।
.        নিজের পন্য তৈরী করুন
প্রতিটি পেশায়ই নিজে কিছু করার সুযোগ থাকে। একজন গ্রাফিক ডিজাইনার নিজের ডিজাইনে টি-সার্ট কিংবা সুভেচ্ছা কার্ড যে কোন কিছুই তৈরী করতে পারেন। এরফলে দক্ষতা যেমন বাড়ে তেমনি কোন পর্যায়ে বড় ধরনের আয়ের পথও তৈরী হতে পারে।
.        পছন্দের কারো এফিলিয়েশন নিন
অনেক ব্লগারের কাছে এফিলিয়েশন বড় ধরনের ব্যবসা। কোন প্রতিস্ঠান বা পন্য আপনি পছন্দ করেন এমন কারো এফিলিয়েশন নিয়ে নিজের ব্লগে লিংক রাখুন। অনায়াসে আয়ের পথ তৈরী হতে পারে।
.        আনন্দের জন্য কিছু করুন
কেউ আয়কে মুখ্য বিষয় মনে করে কাজ করেন, কেউ কাজ করে আনন্দ পান। ফ্রিল্যান্সারের দুধরনের বৈশিষ্টই থাকা প্রয়োজন। শুধুমাত্র অর্থের কারনে ক্রমাগত কাজ করে যাওয়া যায় না। মাঝে মাঝে এমন কিছু করুন যেখানে আয়ের বিষয় নেই।
নিজের দক্ষতা বাড়ানো এবং কাজ করতে ভালো লাগার জন্য খুবই উপযোগি এই পদ্ধতি।

এখানে যে কাজগুলি উল্লেখ করা হয়েছে সেগুলি থেকে সাথেসাথে আয় আসতে থাকবে এমন কথা নেই। দীর্ঘকালীন উপকারের জন্য এগুলি সহায়ক।
এখান থেকে একটি বা একাধিক কাজ বেছে নিন। যত দ্রুত সম্ভব শুরু করুন।

2 comments:

  1. sakib
    this site is nice because from to site i can learnig many subject

    ReplyDelete
  2. It is not only good comments but also very effective comments for every new freelancer.as i can learn many important things from here.

    ReplyDelete