গ্রাফিক ডিজাইনারকে শতশত ফন্ট নিয়ে কাজ করতে হয়।
প্রয়োজনের সময় এদের মধ্যে থেকে নির্দিস্ট ফন্ট খুজে বের করার কাজ অনেক সময়ই কঠিন
মনে হয়। বিশেষ করে ইলাষ্ট্রেটরের মত সফটঅয়্যারে যেখানে ব্যবহার না করা পর্যন্ত ফল কি
হবে জানার উপায় নেই।
যদিও বর্তমানে অধিকাংশ সফটঅয়্যারে সীমিতআকারে হলেও ফন্ট
প্রিভিউ দেখার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সফটঅয়্যারের ফন্ট প্রিভিউ দেখার পদ্ধতি
বিভিন্ন রকম। মাইক্রোসফট ওয়ার্ড কিংবা ফটোশপে ফন্টের নাম সেই ফন্টের ষ্টাইলে দেখা
যায়, ইলাষ্ট্রেটরে প্রোপার্টি বার থেকে সেভাবে দেখা না গেলেও টেক্সট সিলেক্ট করে
রাইট-ক্লিক করে মেনু থেকে দেখে নেয়া যায়। তারপরও, দ্রুত পছন্দের ফন্ট যাচাই করার
কাজ কঠিন।
একাজ সহজ করার জন্য কোরেলের সফটঅয়্যার ফন্ট নেভিগেটর।
ফন্ট নেভিগেটর সফটঅয়্যারটি কোরেল ড্র স্যুইট এর সাথে
পাওয়া যায়, পৃথক ভাবেও ইনষ্টল করা যায়।
সফটঅয়্যারটি চালু করলে স্ক্রিনশটের মত উইন্ডো দেখা যাবে।
যদি নতুন ফন্ট ইনষ্টল করতে চান তাহলে বামদিকের ফন্ট ক্যাটালগ অংশে ফন্টের
ড্রাইভ-ফোল্ডার সিলেক্ট করুন। সেখানে থাকা ফন্টগুলির নাম পাওয়া যাবে কন্টেন্ট
লিষ্ট অংশে (A) এবং ডানদিকের
নিচের প্রিভিউ অংশে (C) ফন্টের প্রিভিউ দেখা যাবে।
আরো বিস্তারিত দেখার জন্য Explore Font কমান্ড ব্যবহার করুন (মেনু, টুলবার বা কিবোর্ড শর্টকাট
ব্যবহার করতে পারেন এজন্য)।
যে ফন্ট ইনষ্টল করতে চান তার নাম ড্রাগ করে ইনষ্টল করা
ফন্টের ঘরে নিয়ে যান (B)। এরপর ফন্টটি উইন্ডোজের সমস্ত
সফটঅয়্যার থেকে ব্যবহার করা যাবে।
ইনষ্টল করা ফন্টগুলি একইভাবে সিলেক্ট করে প্রিভিউ দেখে
নিতে পারেন এবং যেগুলি কখনো ব্যবহারের সম্ভাবনা নেই সেগুলি মুছে দিতে পারেন। মুছে
দেয়ার জন্য কিবোর্ডে ডিলিট কি ব্যবহার করুন। ড্রাগ করে কন্টেন্ট লিষ্টে এনেও
আন-ইনষ্টল করা যায়।
সফটঅয়্যারের মুল ব্যবহার এটাই। সাথে অন্য সুবিধেগুলিও
দেখে নিতে পারেন।
একটু সাবধানতা, অন্য ড্রাইভ থেকে ফন্ট ইনষ্টল করার সময়
শতর্ক থাকাই ভাল। এভাবে ফন্ট ইনষ্টল করলে ফন্ট-ফাইল উইন্ডোজের ফন্ট ফোল।ডারে কপি
হয় না, সেখানেই থাকে। কোন কারনে ফাইল মুছে গেলে ফন্টটি কাজ করবে না।
No comments:
Post a Comment