ফ্রিল্যান্সিং
কাজের নানা সুবিধের কথা শুনে অনেকে সরাসরি ফুলটাইম ফ্রিল্যান্সিং শুরু করেন। এদের
সকলের অভিজ্ঞতা সুখকর হয় না। বারবার চেষ্টা করে কাজ না পাওয়া, অন্যদের
প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারনে নিজের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার মত বিষয় যেমন থাকে
তেমনি ফ্রিল্যান্সিং কাজের জন্য যোগাযোগ, কাজ এবং ক্লায়েন্ট যাচাই ইত্যাদি নানা
খুটিনাটি বিষয় জানতে বহু সময় ব্যয় করতে হয়।
এরচেয়ে ভাল
একটি পথ ব্যবহার করা যায়। পার্টটাইম ফ্রিল্যান্সিং।
নাম থেকেই
ধারনা করা যায় এই ব্যবস্থায় আপনি পুরোপুরি ফ্রিল্যান্সিং কাজের ওপর নির্ভর করছেন
না। অন্য কাজের সাথে একাজে দক্ষতা বাড়াচ্ছেন।
পার্ট-টাইপ
ফ্রিল্যান্সিং এর সুবিধেগুলি এখানে উল্লেখ করা হচ্ছে।
.
অতিরিক্ত আয়
যেহেতু অন্য আয়ের পথ বন্ধ না করে একাজ করা হয় সেহেতু যে কোন পরিমান আয়কে মুল আয়ের অতিরিক্ত আয় হিসেবে বিবেচনা করা যায়। নিজের চাকরী বা অন্য কাজ ঠিক রেখেও অবসর সময়ে এভাবে কিছু আয়ের সুবিধে পাওয়া যায়।
যেহেতু অন্য আয়ের পথ বন্ধ না করে একাজ করা হয় সেহেতু যে কোন পরিমান আয়কে মুল আয়ের অতিরিক্ত আয় হিসেবে বিবেচনা করা যায়। নিজের চাকরী বা অন্য কাজ ঠিক রেখেও অবসর সময়ে এভাবে কিছু আয়ের সুবিধে পাওয়া যায়।
.
ভবিষ্যত কাজের
পরিকল্পনা
ফ্রিল্যান্সিং কাজের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন হয়। উদাহরন হিসেবে, একসময় হয়ত মনে হল আপনি গ্রাফিক ডিজাইনে ভাল করবেন, আরেকসময় মনে হল শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, এরপর একসময় ভাবলেন এরচেয়ে ওয়ের্ডপ্রেস থিম ডিজাইন করলে ভাল হয়। পার্ট-টাইমার হিসেবে সেগুলি যাচাই করে নির্দিস্ট একটি বেছে নেয়ার সুযোগ তৈরী হয়।
ফ্রিল্যান্সিং কাজের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন হয়। উদাহরন হিসেবে, একসময় হয়ত মনে হল আপনি গ্রাফিক ডিজাইনে ভাল করবেন, আরেকসময় মনে হল শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, এরপর একসময় ভাবলেন এরচেয়ে ওয়ের্ডপ্রেস থিম ডিজাইন করলে ভাল হয়। পার্ট-টাইমার হিসেবে সেগুলি যাচাই করে নির্দিস্ট একটি বেছে নেয়ার সুযোগ তৈরী হয়।
.
নিজের পরিচিতি
বাড়ানো
ফ্রিল্যান্সার হিসেবে নিজের অনলাইন পরিচিতি থাকা অত্যন্ত গুরুত্বপুর্ন। পরিচিতি তৈরী করা সময়সাপেক্ষ কাজ। পার্ট-টাইম শুরু করে প্রচারের কাজ চালিয়ে যাওয়া যায়।
ফ্রিল্যান্সার হিসেবে নিজের অনলাইন পরিচিতি থাকা অত্যন্ত গুরুত্বপুর্ন। পরিচিতি তৈরী করা সময়সাপেক্ষ কাজ। পার্ট-টাইম শুরু করে প্রচারের কাজ চালিয়ে যাওয়া যায়।
.
নিয়মিত আয়
যারা ফুলটাইম ফ্রিল্যান্সার তাদের একটি বড় সমস্যা বিশেষ সময়ে কাজ না পাওয়া। অন্য কাজের সাথে জড়িত থাকার কারনে পার্ট-টাইম ফ্রিল্যান্সার এই সমস্যা থেকে মুক্ত।
যারা ফুলটাইম ফ্রিল্যান্সার তাদের একটি বড় সমস্যা বিশেষ সময়ে কাজ না পাওয়া। অন্য কাজের সাথে জড়িত থাকার কারনে পার্ট-টাইম ফ্রিল্যান্সার এই সমস্যা থেকে মুক্ত।
.
সঞ্চয়
ভবিষ্যতে ফুলটাইম ফ্রিল্যান্সারে পরিনত হলে আগেই জেনে রাখা ভাল, ফ্রিল্যান্সারের অবসরকালীন ভাতা বলে কিছু নেই। যতটা সম্ভব অতিরিক্ত আয় করে সেটা সঞ্চয় করা ভাল।
ভবিষ্যতে ফুলটাইম ফ্রিল্যান্সারে পরিনত হলে আগেই জেনে রাখা ভাল, ফ্রিল্যান্সারের অবসরকালীন ভাতা বলে কিছু নেই। যতটা সম্ভব অতিরিক্ত আয় করে সেটা সঞ্চয় করা ভাল।
.
ক্লায়েন্টের
নেটওয়ার্ক তৈরী
ফ্রিল্যান্সিং কাজের সফলতার মুল সুত্র হচ্ছে বেশি সংখ্যক ক্লায়েন্টের সাথে পরিচিতি। পার্ট-টাইম ফ্রিল্যান্সার হিসেবে সেকাজ শুরু করা যেতে পারে।
ফ্রিল্যান্সিং কাজের সফলতার মুল সুত্র হচ্ছে বেশি সংখ্যক ক্লায়েন্টের সাথে পরিচিতি। পার্ট-টাইম ফ্রিল্যান্সার হিসেবে সেকাজ শুরু করা যেতে পারে।
.
ফ্রিল্যান্সিং
সম্পর্কে জানা
আপনি সফল ফ্রিল্যান্সার হতে চান, কিন্তু আসলেই কি ফ্রিল্যান্সিং আপনার জন্য ? ফ্রিল্যান্সিং এর জন্য যে মানষিকতা, নিয়মানুবর্তিতা, দক্ষতা প্রয়োজন সেগুলি কি আপনার আছে ?
পার্ট-টাইম কাজ করে যাচাই করে নিতে পারেন।
আপনি সফল ফ্রিল্যান্সার হতে চান, কিন্তু আসলেই কি ফ্রিল্যান্সিং আপনার জন্য ? ফ্রিল্যান্সিং এর জন্য যে মানষিকতা, নিয়মানুবর্তিতা, দক্ষতা প্রয়োজন সেগুলি কি আপনার আছে ?
পার্ট-টাইম কাজ করে যাচাই করে নিতে পারেন।
.
মত পরিবর্তন
করা সহজ
বিভিন্ন কারনে মানুষের মত পরিবর্তন করা প্রয়োজন হয়। একেবারে ভিন্ন পেশার দিকে যাওয়ার উদাহরনের অভাব নেই। গ্যালিলিও ডাক্তার না হয়ে বিজ্ঞানী হয়েছেন, লু-সুন ডাক্তারী ছেড়ে সাহিত্যিক হয়েছেন। সবাই পথ পরিবর্তণ করে তাদের মত সাফল্যলাভ করবেন এমন কথা নেই, বরং পথ পরিবর্তণ করতে না পারা এবং সেখানে সাফল্যলাভ করতে না পারা এই দুইয়ের মধ্যে থেকে নানারকম সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে।
পার্ট টাইম ফ্রিল্যান্সার সহজেই একপথ ছেড়ে অন্যদিকে যেতে পারেন।
বিভিন্ন কারনে মানুষের মত পরিবর্তন করা প্রয়োজন হয়। একেবারে ভিন্ন পেশার দিকে যাওয়ার উদাহরনের অভাব নেই। গ্যালিলিও ডাক্তার না হয়ে বিজ্ঞানী হয়েছেন, লু-সুন ডাক্তারী ছেড়ে সাহিত্যিক হয়েছেন। সবাই পথ পরিবর্তণ করে তাদের মত সাফল্যলাভ করবেন এমন কথা নেই, বরং পথ পরিবর্তণ করতে না পারা এবং সেখানে সাফল্যলাভ করতে না পারা এই দুইয়ের মধ্যে থেকে নানারকম সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে।
পার্ট টাইম ফ্রিল্যান্সার সহজেই একপথ ছেড়ে অন্যদিকে যেতে পারেন।
.
দক্ষতা বৃদ্ধি
ফ্রিল্যান্সিং পুরোপুরিভাবেই দক্ষতার ওপর নির্ভরশীল। আর দক্ষতা বাড়ানোর একমাত্র উপায় বাস্তব কাজ করা। পার্টটাইম ফ্রিল্যান্সিং কাজ থেকে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ থাকে।
ফ্রিল্যান্সিং পুরোপুরিভাবেই দক্ষতার ওপর নির্ভরশীল। আর দক্ষতা বাড়ানোর একমাত্র উপায় বাস্তব কাজ করা। পার্টটাইম ফ্রিল্যান্সিং কাজ থেকে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ থাকে।
যারা পুরোপুরি
ফ্রিল্যান্সার হতে চান তাদের জন্যও অনেকে পরার্মশ দেন, অন্য আয়ের পথ খোলা রেখে
ধীরে ধীরে শুরু করুন। শুরু করেই অল্পদিনে ফ্রিল্যান্সার হিসেবে খুব ভাল করার
উদাহরন খুব বেশি নেই।
অনলাইন রেডিও " রেডিও কথা " । রেডিও কথা শুনতে হলে আপনাকে লগিন করতে হবে৷ http://www.radiokotha.com ওয়েবসাইট এ ।
ReplyDelete