Wednesday, November 2, 2011

ফুলটাইম ফ্রিলান্সিং কি পরিবর্তন আনতে পারে

পার্টটাইম ফ্রিল্যান্সারের কাছে ফ্রিল্যান্সিং অত্যন্ত আকর্ষনীয় একটি বিষয়। নিজের চাকরী বা অন্য কাজ ঠিক রেখে বেশ কিছুটা অর্থ উপার্জন করা যায়। একথা মনে করা স্বাভাবিক যখন ফুলটাইম ফ্রিল্যান্সার হবেন তখন অন্য কাজগুলি করতে হবে না, সেইসাথে যখন খুশি কাজ করে আরো অনেক বেশি অর্থ উপার্জন করা যাবে।  যাকিছু পরিবর্তন তকার পুরোটাই লাভের দিকে। বাস্তবে ঠিক তেমনটা ঘটে না। যে বিষয়গুলি ভাল বা মন্দ দুদিকেই কাজ করতে পারে  তা তুলে ধরা হচ্ছে এই পোষ্টে।


.          দৃশ্যমান পরিবর্তন
চাকরী বা অন্য কাজ ছেড়ে পুরোপুরি ফ্রিল্যান্সিং কাজ শুরু করলে প্রথমেই বড় ধনের পরিবর্তণ আসে জীবনযাপন পদ্ধতিতে। আপনার হাতে যথেষ্ট কাজ থাকলে হয়ত সারাদিনই কম্পিউটারের সামনে বসে থাকতে চাইবেন।  এর ভাল দিক হচ্ছে আগের থেকে অনেক বেশি আয় আসছে, কারো খবরদারী সহ্য করতে হচ্ছে না। খারাপ দিক হচ্ছে আপনি হয়ত কিছুক্ষন হাটাহাটি করার অভ্যেসটাও ভুলে গেছেন। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে প্রমানিত।
মুল কথা হচ্ছে, পুরো সময় ফ্রিল্যান্সিং কাজে ব্যয় করার সময় বাইরের জগতের কথা ভুলে যাওয়া ক্ষতিকর হতে পারে।
.          মানষিক পরিবর্তন
বলা হয় যারা বুদ্ধিমান তারা ফ্রিল্যান্সিং পেশায় সফল হন। ভাল করার জন্য মনোযোগ এবং মানষিকতা বড় ভুমিকা রাখে। ফ্রিল্যান্সারকে ক্রমাগত শিখতে হয়। স্বাভাবিকভাবেই বেশি পড়তে হয়। চাকরী করতে গিয়ে হয়ত পড়ার কথা ভুলেই গিয়েছিলেন, সেটা আবারো শুরু করতে হয়।
চাকরী করার সময় হয়থ নিয়ম মানা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয় ছিল, ফ্রিল্যান্সার হিসেবে আপনার মুল লক্ষ্য হয়ে দাড়াবে আরো দক্ষতা অর্জন করা।
.          সামাজিক পরিবর্তন
আপনি যখন কাজ নিয়ে মাথা ঘামাচ্ছেন তখন কেউ কথা বললে নিশ্চয়ই বিরক্ত হবেন, ফোন করলে ধরতে ইচ্ছে হবে না। কারন সেটা আপনার কাজের ক্ষতি করছে।
ফুলটাইম ফ্রিল্যান্সিং আপনাকে অন্যদের থেকে দুরে সরিয়ে রাখতে পারে।
.          আর্থিক পরিবর্তন
ফ্রিল্যান্সার হিসেবে আপনি ভাল করেই জানেন মাস গেলে বেতন পাবেন না, যাকিছু আয় সেটা কাজ করেই আয় করতে হবে। এর ফল দুদিকেই যেতে পারে। যেহেতু আপনি অতিরিক্ত আয় করার সুযোগ দেখে এদিকে এসেছেন কাজেই আপনি আগের থেকে বেশি আয় করছেন। সমস্যা হচ্ছে ক্রমাগত কাজ পেতেই থাকবেন এমন নিশ্চয়তা হয়ত নেই। নানাবিধ কারনে কখনো কখনো সমস্যা হতে পারে। অসুস্থতা, জরুরী কোন কাজ ইত্যাদিতে কাজ বাধাগ্রস্থ হতে পারে, ফল হিসেবে আয় বন্ধ থাকতে পারে।
ফ্রিল্যান্সারের এজন্য সবসময়ই অতিরিক্ত কিছু অর্থ হাতে রাখা প্রয়োজন হয়।
.          পেশার পরিবর্তন
সবচেয়ে বড় পরিবর্তন কিংবা সব মিলিয়ে যে পরিবর্তন তা হচ্ছে পেশার পরিবর্তন। আগে হয়ত কখনো অর্থের হিসেব রাখার কাজটি করতে হয়নি, এখন সে কাজ করতে হচ্ছে। মার্কেটিং এর কাজ করতে হচ্ছে। ব্লগ বিষয়টি নিয়ে আগে মাথা ঘামাননি, এখন সেটাও করতে হচ্ছে। সব মিলিয়ে পুরো জীবনযাপনই পাল্টে যেতে পারে।

উল্লেখ করা বিষয়গুলি একসাথে করলে অনেকের মনে হতে পারে, এসব ঝামেলার মধ্যে গিয়ে কাজ কি ? চাকরী থেকে প্রতিমাসে বেতন তো পাওয়া যাচ্ছে।
বিষয়টি সাধারনভাবে মানষিকতার। ফ্রিল্যান্সিংকে চ্যালেঞ্জ হিসেবে যিনি নিতে পারেন তিনি ভাবতে পারেন, চাকরীতে ২০ বছরে হয়ত বেতন বেড়ে ৫০ হাজার হলেও হতে পারে, আর ফ্রিল্যান্সিং কাজে ভাল করলে ৬ মাসে হাজার ডলারের যোগ্যতা অর্জণ করা যাবে। ২০ বছরের সেটা ১০ হাজার ডলারের যাওয়া সম্ভব।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়


ব্লগিং এবং ইন্টারনেট


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার 
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ 
গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে  
যে ১০ কারনে গুগলে সাইট র‌্যাংকিং বাড়ানো হয় 
প্রচারের জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং 
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন 

7 comments:

  1. Freelancer.com-e ekta easy typing job aachhe. Sabcheye kam bid kara hoyechhe $100/20 days. Thik kato bid korle kam ba beshi hobe na? Aami ekebare notun. Aar kaajta aamar khub darkar. Taai please help me.

    ReplyDelete
  2. শুরুতে কম টাকায় কাজ করুন। কিছুটা দক্ষতা বাড়লে নিজেই বুঝবেন কিভাবে দাম ঠিক করতে হয়। টাইপিং কাজের রকমফের আছে। সাধারন লেখা কম সময়ে টাইপ করা যায়, নাম বা টেকনিক্যাল শব্দ থাকলে বেশি সময় লাগে।

    ReplyDelete
  3. Dhanyabad.
    Aami setai to jante chaichhi je $5/day-er cheye ki kam bid korbo? Aami kaajta shudhu pete chaai- aapatata paisa na pele-o kono byapar nei. Kintu bid to ekta korte-i hobe - ta sets ki $5/day-er cheye kam korbo? Aamar $1/day hole-o kshoti nei.

    ReplyDelete
  4. Aami "Freelancer.com"-e ekta kaaj pelam. Sekhan theke employer ekta id ebong ekta password diye ekta site-e pathalen. Oi site-e log in kore kaaj shuru korlam. Kichhukshan kaaj karar por pageti udhao hoye giye log in pageti chole elo. Okhane aabar log in korte gelam, bolchhe "You are already logged in".Takhon employerke message korlam kintu ekhan reply aase ni. Byaparta ki holo ebong aamar ki kora uchit please ektu bolben?

    ReplyDelete
  5. এধরনের সমস্যায় ফ্রিল্যান্সারের কাছে অভিযোগ জানালে তারা সমাধান দেবে। লগ করতে না পারলে আপনার কিছু করার নেই।

    ReplyDelete
  6. বাংলাদেশে অনেকেই অনলাইনে কাজ করেন। এধরনের সমস্যায় তারা কি করেছেন জানালে ভাল হত। দুঃখজনকভাবে অভিজ্ঞতা শেয়ার করার মানষিকতা অনেকেরই নেই।

    ReplyDelete
  7. Asankhya dhanyabad. Aapnar lekha porei kichhu uparjoner rasta peyechhi. Ejonyo aapnar proti aantarikbhabe krutajna. Aasha kori bhobishyote-o kono asubidha hole sahajya korben.
    Aanander sange jananchchhi je aamay notun id ebong password deoya hoyechhe.
    Aamar abhijnata ekhane prokash korbo , katha dilam.

    ReplyDelete