Tuesday, May 14, 2013

ফ্রিল্যান্সিং কাজে মধ্যস্থকারী ব্যবহারের ভালমন্দ



একজন ফ্রিল্যান্সারকে নিজের প্রচার, কাজ সংগ্রহ করা, কাজ করা, কাজশেষে টাকা বুঝে পাওয়া সহ সব ধরনের যোগাযোগের কাজ নিজেকেই করতে হয়। সব মানুষের সব বিষয়ে সমান দক্ষতা থাকে না। সেকারনে কোম্পানীগুলিতে এই কাজগুলির জন্য ভিন্ন ভিন্ন লোক নিয়োগ করা হয়। ফ্রিল্যান্সার কাজ করার সময় কোন কোন কাজ করার বিষয়ে স্বাচ্ছন্দবোধ নাও করতে পারেন।

অনেক সময় সমস্যা সমাধানের উপায় অন্যের সাহায্য নেয়া। অন্য কথায় মধ্যস্থতাকারী ব্যবহার করা। মধ্যস্থতাকারী ব্যবহারের ভাল এবং মন্দ বিষয় থাকাই স্বাভাবিক। বিষয়গুলি তুলে ধরা হচ্ছে এখানে।


মধ্যস্থতাকারী বলতে আসলে কি বুঝানো হয়
কোন ফ্রিল্যান্সার যখন কাজ পাওয়ার জন্য কোন ওয়েবসাইট, কোম্পানী বা ব্যক্তির সাহায্য নিয়ে থাকেন তাহলে আপনি মধ্যস্থতারীর সাহায্য নিচ্ছেন। বিষয়টি আরো পস্কিার হতে পারে যদি তাদেরকে নির্দিষ্টভাবে পৃথক ধরন হিসেবে দেখা যায়।
.        কাজের প্রতিস্ঠান
যারা নিজেরা কাজ করেন এমন প্রতিস্ঠান তাদের কাজ করানোর জন্য ফ্রিল্যান্সার ব্যবহার করেন। কখনো অতিরিক্ত কাজ করানোর জন্য কখনো অধিক দক্ষ ব্যক্তির দক্ষতা কাজে লাগানোর জন্য।
.        নিয়োগ প্রতিস্ঠান
যারা নিয়োগ বিষয়ে কাজ করেন তারা অনেক সময় ফ্রিল্যান্সিং সংক্রান্ত কাজের খোজ দিতে পারেন।
.        অন্য ফ্রিল্যান্সার
অনেক ফ্রিল্যান্সার তাদের কাজে সহায়তা করার জন্য অন্য ফ্রিল্যান্সারের সাথে কাজের সম্পর্ক রাখেন। বিশেষ করে যারা বড় কাজ করেন বা বেশি কাজ পান।

মধ্যস্থতাকারী ব্যবহারের ভাল দিক
মধ্যস্থতাকারী ব্যবহারের সবচেয়ে বড় সুবিধে হচ্ছে কোন কোন কাজে, বিশেষ করে কাজ খোজার জন্য বেশি সময় ব্যয় করতে হয় না। ফলে মুল কাজে নিজের দক্ষতা ব্যবহারের সুযোগ তৈরী হয়। অন্যান্য যে সুবিধেগুলি পাওয়া যেতে পারে সেগুলি হতে পারে এমন;

.        হিসেব রাখার জটিলতা কমে
একজন ফ্রিল্যান্সারের কাছে হিসেব রাখার কাজটি খুবই জটিল। তাকে দৈনিক বেশ কয়েকটি কাজের জন্য চেষ্টা করতে হতে পারে। প্রতিটি কাজের জন্য ক্লায়েন্টের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা কঠিন। মধ্যস্থতাকারী এই কাজের দায়িত্ব নেন।
.        সমস্যার সহজ সমাধান
একাজ কাজ করার সময় কোন সমস্যা হলে তার সমাধান পাওয়ার কোন যায়গা থাকে না। মধ্যস্থতাকারী ব্যক্তি বা প্রতিস্ঠঅন সেই সমস্যা সমাধানের দায়িত্ব নিতে পারে।
.        অর্থ সংগ্রহ সহজ
ফ্রিল্যান্সারকে যদি নিজেই কাজের অর্থ গ্রহনের দায়িত্ব পালন করতে হয় তাহলে এজন্য বিপুল পরিমান সময় ব্যয় করতে হয়। কাজ করে টাকা না পাওয়া ফ্রিল্যান্সারের সাধারন অভিজ্ঞতা। অনেক সময়ই বারবার তাগাদা দিয়ে অর্থ সংগ্রহ করতে হয়। একাজের দায়িত্ব অন্যকে দিয়ে চিন্তামুক্তভাবে কাজ করা যেতে পারে।
.        ভাল কাজ পাওয়ার সুযোগ সৃষ্টি
নিজে যোগাযোগ করে ভাল ক্লায়েন্ট পাওয়ার চেয়ে যারা পুরোপুরি একাজ করেন তাদের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা বেশি। দরদাম, সমঝোতা ইত্যাদি কাজ তারা দক্ষতার সাথে করে দিতে পারেন।

মধ্যস্থতাকারী ব্যবহারের মন্দ দিক
ভাল দিকগুলির পাশাপাশি মধ্যস্থতাকারী ব্যবহারের কিছু মন্দ দিকও থাকতে পারে। অনেক সময় সেগুলি সমস্যা তৈরী করতে পারে।
.        যোগাযোগের সমস্যা
মধ্যস্থতাকারী যদি নির্দিষ্ট কাজ সম্পর্কে ভাল জ্ঞান না রাখেন তাহলে কাজের ভুল ব্যাখ্যা হতে পারে। ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ না থাকায় কাজে সমস্যা তৈরী হতে পারে।
.        অস্পষ্ট পরিচিতির সমস্যা
মধ্যস্থতাকারী ব্যবহারের সময় কার কাজ করছেন সেটা স্পষ্ট না হলে কাজের পরিধি, অর্থের পরিমান ইত্যাদি নিয়ে সমস্যা তৈরী হতে পারে। যতটা সম্ভব কাজের বিস্তারিত তথ্য এবং পারিশ্রমিক ইত্যাদি নিশ্চিত করে এই সমস্যা দুর করা যেতে পারে।
.        কম আয়
যখনই কারো সহায়তা নেয়া হবে তখনই তার লাভের বিষয়টি চলে আসে। কখনো কখনো মধ্যস্থাকারী ক্লায়েন্টর দেয়া অর্থের বড় অংশ নিজে নিতে পারেন।
.        অন্যের ওপর নির্ভরশীল থাকা
কাজ পাওয়ার জন্য সবসময়ই অন্যের ওপর নির্ভর করলে কোন কারনে যদি সমস্যা দেখা দেয় তাহলে কাজ পাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

মধ্যস্থতাকারী ব্যবহার করবেন কি করবেন না এর এককথায় উত্তর দেয়া কঠিন। কারো জন্য একটি কারো জন্য অন্যটি বেশি গুরুত্বপুর্ন। কোন ফ্রিল্যান্সার নিজেই মধ্যস্থতাকারী হিসেবে সাফল্যলাভ করতে পারেন।

4 comments:

  1. ভাই আমি আপনার সাথে জরুরি একটা কথা বলতে চাই ।।দয়া করে আপনার ফেইসবুক আইডি অথবা ইমেইল আইডিটা দিতেন ।techpremi@gmail.com আমার ফেইসবুক আইডি http://www.facebook.com/naeem.islam.7503

    ReplyDelete
    Replies
    1. আমি ফেসবুক ব্যবহার করি না। আমার হিসেবে এতে সময় নষ্ট হয়। ই-মেইল এড্রেস এই সাইটে দেয়া আছে।

      Delete
  2. vai apner gmail id te akta mail pathaisi.plz pore amk reply diben plz

    ReplyDelete