ব্লগারদের আয়ের
পদ্ধতিগুলির মধ্যে গুগলের এডসেন্স এবং আমাজন এফিলিয়েশন পছন্দের শীর্ষে। যারা
বিনামুল্যের ব্লগার (ব্লগস্পট) ব্যবহার করেন তারাও সহজে আমাজনের এফিলিয়েশন ব্যবহার
করতে পারেন। এজন্য গুগলের সাথে আমাজনের রয়েছে বিশেষ চুক্তি। আমাজন এফিলিয়েশনের
বিভিন্ন দিক ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।
এই লেখা তৈরী
হয়েছে ড্যারেন রোজ (Darren Rowse) নামের একজন
পেশাদার ব্লগারের অভিজ্ঞতা থেকে। তিনি ২০০৩ সালে আমাজনের এফিলিয়েশন ব্যবহার শুরু
করেন। পরবর্তী ১০ বছরে সঠিক কত আয় করেছেন সেটা জানা সম্ভব না কারন তারা শেষ ৫
বছরের গিসেব জানায়। তার অনুমান, তিনি আয় করেছেন ৪,২০,০০০ ডলারের মত। এর বেশির ভাই
শেষ ৫-৬ বছরে।
বাংলাদেশ থেকে
এই পরিমান আয় করা নিশ্চয়ই কঠিন। কিন্তু এর অংশমাত্র আয় করাও অনেকের কাছে যথেস্ট।
বিশেষ করে এজন্য খুব বেশি সময় যখন দিতে হয় না।
আমাজন
ব্যবহারের সুবিধেগুলি
.
আমাজন বিশ্বের
সবচেয়ে বড় অনলাইন দোকান। আলপিন থেকে উড়োজাহাজ সবই কেনা যায় তাদের কাছে। যারা
ইন্টারনেট ব্যবহার করেন তারা আমাজন সম্পর্কে জানেন। সেকারনে তাদের কাছে কিছু কিনতে
ইতস্তত করেন না। অনেকে বই কেনার জন্য মুলত তাদের ওপরই নির্ভর করেন।
.
বিক্রির ওপর
ভাল কমিশন দেয়। বইয়ের জন্য ৪% কমিশন হয়ত বেশি মনে নাও হতে পারে, কোন কোন পন্যের
ক্ষেত্রে এর ১০ গুন পর্যন্ত কমিশন পাওয়া যায়।
.
আমাজন খুব সহজে
যে কোন ব্লগে ব্যবহার করা যায়। তাদের অনুমোদন পাওয়াও খুব সহজ।
.
যারা কেনেন
তারা একাধিক পন্য কেনেন, নিয়মিত কেনেন। আপনি যে পন্যের প্রচার করছেন সেটা ছাড়াও
তাদের সাইট থেকে অন্যান্য যাকিছু কেনেন সেজন্যও আপনি টাকা পাবেন।
.
বড়দিন বা
এধরনের বিশেষ সময়ে বিক্রির পরিমান সবচেয়ে বেশি।
আমাজন
এফিলিয়েশন বলতে আসলে কি বুঝায়, আপনাকে কি করতে হবে সংক্ষেপে দেখে নেয়া যাক;
.
আপনার নিজস্ব
ব্লগ থাকতে হবে। যদি না থাকে তাহলে ভাল একটি বিষয় ঠিক করে এখনই শুরু করুন। যত আগে
শুরু করবেন ভাল করার সম্ভাবনা তত বেশি।
.
ব্লগে যথেস্ট
সংখ্যক ভিজিটর আনার ব্যবস্থা করতে হবে। ভিজিটর যত বেশি বিক্রির সম্ভাবনা তত বেশি।
ব্লগে ভিজিটর বাড়ানোর মুল সুত্র উন্নতমানের বিষয় রাখা। অন্যান্য নানা বিষয়ে
অনেকগুলি পোষ্ট রয়েছে এই সাইটে। সেগুলি মেনে ভিজিটর বাড়ানোর চেষ্টা করুন।
.
তাদের কাছে
এফিলিয়েশন নেবেন। আমাজনের হোমপেজে এফিলিয়েশন লিংক পাবেন। সেখানে ক্লিক করে আবেদন
করতে হবে।
.
সদস্য হওয়ার পর
তাদের সাইট থেকে কোন পন্যের বিজ্ঞাপন নিজের সাইটে রাখতে চান সেগুলি বাছাই করবেন।
সেগুলির জন্য কোড কপি করে নিজের সাইটে পেষ্ট করবেন।
ব্লগারের কাজ
এটুকুই। ভিজিটর বিজ্ঞাপন দেখে সেই লিংকে ক্লিক করে তাদের সাইটে যাবেন। তিনি যাকিছু
কিনবেন সেই বিক্রির জন্য আপনার নামে কমিশনের টাকা জমা হবে। জমা টাকা ব্যাংক চেক বা
সরাসরি ব্যাংকে জমা করার মাধ্যমে উঠানো যায়।
Thanks ,inportant post share bro.
ReplyDeleteMarketing Guide Line
Ata home page ar kun jaygay takte pare
ReplyDeleteছবিতে হাইলাইটেড লিংক (কমলা রঙের)।
Deleteধন্যবাদ আপনার একটি সুন্দর পোস্টের জন্য...
ReplyDeleteঅনুগ্রহ করে দেখবেন কি নিচের সাইটটি দ্বারা সম্ভব কিনা?
http://www.alphahomoeocare.blogspot.com
সাইটটি দেখে খুব ভাল লাগল। এফিলিয়েশনের সমস্যা হচ্ছে ভিজিটর যে বিষয়ে আগ্রহি সেই বিষয়ে কিছু কেনেন। আর ইন্টারনেটে ওষুধ কেনা-বেচা করা অবৈধ।
Deleteআমাজনের বদলে এই বিষয়ের সাথে সম্পর্কিত অন্য এফিলিয়েশন ব্যবহার করতে পারেন। এফিলিয়েট-বট, এফিলিয়েট টিপস ইত্যাদি সাইটে নানা ধরনের এফিলিশেনের রিভিউ পাবেন।
ধন্যবাদ, আপনার মন্তব্য খুব ভাল লাগল এবং এটি কার্যকর।
ReplyDeleteamar akta movie site ace bloger a .amar movie site a korte parbo.? amazon movie site support kore? vhia arekta janar bisoy cilo, akta site er age koto hole adsense apply kora valo?plz akto janaben?
ReplyDeleteআমাজনের সাথে যোগাযোগ করতে পারেন।
Deleteগুগল এডসেন্স অনুমোদন দেয়ার জন্য অনেকগুলি বিষয় বিবেচনায় আনে। সাইটে যদি পাইরেটেড কিছূ থাকে তাহলে কখনই অনুমোদন পাবেন না।
ভিজিটরের হিসেবে বলা হয় দৈনিক ১০০০ ভিজিটর না হলে উল্লেখযোগ্য আয় হয় না। অনেকসময় আরো কম ভিজিটরের জন্যও অনুমোদন দেয়া হয়।
Darren Rowse's per day income from affiliation is 1000$ and it is true. He doesn't use Ad sense in his blog because his readers are bloggers and internet marketers and they will not click on the ads. He published a video in his problogger blog. I am a big fan of Darren Rowse. He is the greatest blogger. I have read two books of Darren and still reading other books. I have all the collections of his blogging books.
ReplyDeleteRegards,
Gautam
Make money online