দি পারফেক্ট ডিজাইন নামের প্রতিস্ঠানকে আউটসোর্সিং প্রতিস্ঠান বলতে পারেন। তাদের কাজ মুলত গ্রাফিক ডিজাইন নিয়ে। গ্রাফিক ডিজাইন বলতে লোগো, ব্যানার, ওয়েব পেজ, টি-সার্ট, থিম, টুইটার ব্যাকগ্রাউন্ড যে কোনকিছু হতে পারে। তাদের কাজের পদ্ধতি অভিনব। যিনি কাজ করাতে চান তিনি প্রতিযোগিতা আহ্বান করবেন এবং পুরস্কার এর পরিমান জানাবেন। আপনি গ্রাফিক ডিজাইনার হলে তাতে অংশ নেবেন। প্রতিযোগিতায় জিতলে পুরস্কার পাবেন।
এধরনের ব্যবস্থা বেশকিছু সুবিধে রয়েছে। আপনি ফ্রিল্যন্সার বা ওডেস্কে যখন বিড করেন তখন অন্যদের সাথে প্রতিযোগিতা করতে হয় কাজ পাবার আগেই। সেটা বিচার করা হয় আগের অভিজ্ঞতা দেখে। ফলে নতুন ডিজাইনার ভাল কাজের যোগ্যতা নিয়েও পিছিয়ে থাকেন। আপনি কতটা ভাল কাজ করতে পারেন সেটা দেখানোর সুযোগ পান না। এখানে আপনার করা কাজ দেখে ভাল কাজ বাছাই করা হবে। কাজেই অংশ নেয়ার বিষয়টি অনেক সহজ।
আর পুরস্কারের পরিমানও সাধারন ফ্রিল্যান্সিং কাজের থেকে বেশি। একটি লোগো ডিজাইন করে ৫০০ ডলার কিংবা একটি ওয়েবসাইট ডিজাইন করে হাজার ডলার।
তাদের সদস্য হওয়া খুব সহজ। নিজের নাম লেখান, প্রতিযোগিতায় অংশ নিন। শুধুমাত্র নাম এবং ই-মেইল এড্রেস থাকাই যথেষ্ট।
তাদের ঠিকানা : www.theperfectdesign.com
No comments:
Post a Comment