Wednesday, August 10, 2011

ফটোশপে ইমেজ সোজা করা

ছবি উঠানোর সময় সাধারন নিয় দিগন্তের সাথে সমান্তরাল রেখে প্রকৃতির ছবি উঠানো। আস্তবে অনেক সময়ই সেটা সম্ভব হয় না। এমনকি পোর্ট্রেট ছবির ক্ষেত্রেও উঠানোর পর ছবিকে বাকা অবস্থায় পাওয়া যায়। আপনার যা করার থাকে তা হচ্ছে ফটোশপে ইমেজকে সোজা করে নেয়া।
কিভাবে ফটোশপে ইমেজ সোজা করবেন এবং অপ্রয়োজনীয় অংশ বাদ দেবেন জেনে নিন।
.          ছবিটি ওপেন করুন।
.          কাজের সুবিধের জন্য একটি হরিজন্টাল গাইড তৈরী করে নিন।
.          মেনু থেকে Image – Image Rotation - Arbitrary কমান্ড সিলেক্ট করুন।
.          হ্যান্ডলার ব্যবহার করে ইমেজকে গাইডের সাথে মিল করে সোজা করুন।
স্বাভাবিকভাবেই এরফলে চারিদিকে অপ্রয়োজনীয় অংশ তৈরী হবে। আপনার প্রয়োজন সেগুলি বাদ দেয়া।
.          Crop টুল সিলেক্ট করুন।
.          যে যায়গা রাখতে চান সেটুকু ড্রাগ করে সিলেক্ট করুন। নতুন ভার্শন ক্রপ টুলের সুবিধে হচ্ছে একবারে নিখুত সিলেক্ট করতে হবে এমন কথা নেই। একবার ড্রাগ করার পর হ্যান্ডলার ব্যবহার করে এডজাষ্ট করা যায়।
.          সঠিক যায়গা সিলেক্ট করার পর সিলেকশনের ওপর ডাবল ক্লিক করুন।


ফটোশপ কেন ব্যবহার করবেন
বিটম্যাপ বনাম ভেক্টর
ফটোশপ ইন্টারফেস পরিচিতি, প্রাথমিক কাজ
ফটোশপ সিলেকশন টুল ব্যবহার
ফটোশপ এডভান্সড সিলেকশন
ফটোগ্রাফির জন্য ফটোশপ
পোর্ট্রেট রিটাচিং, ছবির সমস্যা দুর করা
ফটোশপে টেক্সট ব্যবহার
লাইটিং ইফেক্ট
লেয়ার ব্যবহার
রং পরিবর্তন করা
ছবি থেকে কিছু বাদ দেয়া
ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
টাক মাথায় চুল গজানো
ফটোশপ প্লাগইন, টোপাজ ডি-নয়েজ ব্যবহার
ছবির ফ্রেম তৈরী
ট্রান্সফরম
ফটোশপে এনিমেটেড জিফ তৈরী
ফটোশপে ওয়াটারমার্ক তৈরী
হিষ্টোরী ব্যবহার
একশন ব্যবহার
পাথ ব্যবহার
ফটোশপে ভিডিও ব্যবহার
ফটোশপে টেক্সট ইফেক্ট
ওয়েব পেজের জন্য এক্সপোর্ট
টেক্সট কাটআউট ইফেক্ট
পাথ টেক্সট এবং সেপ
লিকুইডিফাই ইফেক্ট
ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
এডবি ব্রিজ ব্যবহার
ব্রিজ ব্যবহার করে স্লাইড শো কিংবা পিডিএফ তৈরী
থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
ফটোশপ পেইন্টিং
ফটোশপ পেইন্টিং : ব্রাশের নানারকম ব্যবহার

No comments:

Post a Comment