ফটোশপে ভিডিও কিংবা ইমেজ সিকোয়েন্স ফাইল ওপেন করে ফটোশপের ইফেক্ট ব্যবহার করতে পারেন। ফটোশপ সাপোর্ট করে এমন ভিডিও এবং ইমেজ সিকোয়েন্স এর ফরম্যাট হচ্ছে MPEG-1, MPEG-4, MOV, AVI, FLV, MPEG-2, BMP, Dicom, JPEG, OpenEXR, PNG, PSD, Targa, TIFF, Cineon এবং JPEG 2000।
. Window মেনু থেকে Animation সিলেক্ট করুন
. Convert to Timeline Animation বাটনে ক্লিক করে টাইমলাইন ভিউতে যান।
. New Video Layer from File ক্লিক করুন এবং ভিডিও ফাইলটি সিলেক্ট করুন।
. একটি ভিডিও ফাইলকে ওপেন করে লেয়ারে যোগ করতে হলে File – Open কমান্ড দিন এবং ভিডিও ফাইল সিলেক্ট করুন।
প্লেব্যাক হেড সরিয়ে ভিডিওর প্রিভিউ দেখা যাবে। এছাড়া স্পেসবার চেপেও প্লে-ষ্টপ কমান্ড ব্যবহার করা যাবে।
ভিডিওকে স্লো বা ফাষ্ট করা
ভিডিওর ফ্রেমরেট কমবেশি করে ভিডিওকে স্লোমোশান ভিডিওতে বা ফাষ্ট ভিডিওতে পরিনত করতে পারেন। ফ্রেমরেট যত বেশি হবে ভিডিও তত ফাষ্ট হবে, ফ্রেমরেট কমালে ভিডিও ধীরগতিতে চলবে।
. টাইমলাইন ভিউতে এনিমেশন অপশনবাটনে ক্লিক করুন।
. ডকুমেন্ট সেটিং ক্লিক করুন।
. ফ্রেম পার সেকেন্ড এর মান পরিবর্তন করুন।
আপনি হয়ত প্রশ্ন করতে পারেন ভিডিও এডিটিং সফটঅয়্যার থাকতে ফটোশপে ভিডিও আনা প্রয়োজন কেন।
ফটোশপে যেভাবে ইমেজের নানারকম ত্রুটি সংশোধন করা যায়, ইফেক্ট বা ফিল্টার ব্যবহার করা যায় তার সবই ব্যবহার করতে পারেন ভিডিওর ওপর।
কাজশেষে ভিডিও ফাইল তৈরীর জন্য
. মেনু থেকে File – Export – Render Video কমান্ড দিন
. আউটপুট ভিডিওর ফরম্যাট সহ অন্যান্য বৈশিষ্ট ঠিক করে দিন।
best guide line. Thank you. good bye.
ReplyDelete