Saturday, June 11, 2011

Joomla: টেম্পলেট ব্যবহার করা

জুমলার মত সিএমএস সফটঅয়্যারের সুবিধে হচ্ছে টেম্পলেট বা থিম নামের তৈরী সফটঅয়্যার ব্যবহার করে খুব সহজে ওয়েবসাইট দেখতে কেমন হবে সেটা বদলে ফেলা যায়। ইন্টারনেটে বিনামুল্যে টেম্পলেট পাওয়া যায়, পছন্দমত টেম্পলেট টাকা দিয়ে কেনা যায়, কিংবা নিজে তৈরী করে নেয়া যায়। টেম্পলেট ব্যবহার করলে ওয়েবসাইটের ষ্টাইল, রং, ফন্ট ইত্যাদি পরিবর্তিত হয় কিন্তু আগের তথ্যগুলি ঠিক থাকে।
এখানে ব্যবহারের জন্য Natur Pur নামের টেম্পলেটটি জুমলা সাইট থেকে ডাউনলোড করা হয়েছে। আপনি পছন্দমত টেম্পলেট ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করা টেম্পলেট জিপ ফাইল হিসেবে থাকে।
.          এডমিনিষ্ট্রেটর প্যানেলে মেনু থেকে সিলেক্ট করুন Extensions – Extension Manager
.          Upload Package File  অংশে Browse বাটনে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করুন।
.          Upload and Install বাটনে ক্লিক করুন।

টেম্পলেটটি ইনষ্টল হবে। সাইটটি ওপেন করলেই নতুন টেম্পলেটে সাইটটি পাবেন।

No comments:

Post a Comment