Wednesday, January 25, 2012

ফ্রিল্যান্সার কিভাবে বেশি কাজ পেতে পারেন

একজন ফ্রিল্যান্সার যথেস্ট পরিমান কাজ পাবেন এবং কাজ পাওয়ার জন্য সময়ের অধিকাংশ ব্যয় করতে হবে না এটাই আশা করেন। অনেকের কাছে কাজ পাওয়া কাজ করার থেকেও কঠিন। হয়ত আপনি সঠিক ক্লায়েন্টের কাছে পৌছাতে পাছেন না কিংবা ক্লায়েন্ট আপনার সঠিক পরিচয় পাচেছ না।
যারা দীর্ঘদিন ধরে এই পেশায় রয়েছেন তারা নানাভাবে এধরনের পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন। এজন্য ইন্টারনেটে রয়েছে বহু ব্লগ, ওয়েবসাইট, ফোরাম ইত্যাদি। বেশি কাজ পাওয়ার জন্য তাদের পরামশ্যের মুল বক্তব্য তুলে ধরা হচ্ছে এখানে।
.          কারন জানার চেষ্টা করুন
আপনি যদি সন্তোষজনক কাজ না পান তাহলে তার কারন জানার চেষ্টা করুন। এজন্য একেক জনের একেক ধরনের কারন থাকতে পারে, একাধিক কারন থাকতে পারে। কাজের ধরনের কারনেও কাজের পরিমান কম হতে পারে। আপনি যদি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন হিসেবে ওয়েব পেজের জন্য বাটন, ব্যানার এই কাজ খোজ করেন তাহলে স্বাভাবিকভাবেই কাজ কমে যায়। এরসাথে লোগো, পোষ্টার, বিজনেসকার্ড ইত্যাদি অন্যকিছু যোগ করে কাজের পরিধি বাড়ালে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
কারন যাই হোক না কেন, সেটা জানলে সমস্যার সমাধান করা সম্ভব।
.          সঠিক যায়গায় যোগাযোগ করুন
আপনি হয়ত নির্দিস্ট যায়গায় সীমাবদ্ধ থেকে কাজ খোজ করছেন। যায়গার পরিমান বাড়ালে কাজের পরিমান বাড়ার সম্ভাবনা। আপনি একা নন, আপনার মত একই সমস্যায়  পড়েছেন সারা বিশ্বের বহু মানুষ। তাদের অভিজ্ঞতা একবার জানার চেষ্টা করুন। সার্চ করলে খুব সহজেই এধরনের ফোরাম পাবেন যেখানে কেউ সমস্যার কথা লিখেন, সমাধানের কথা লিখেছেন কেউ কিভাবে সফল হয়েছেন সেটা জানিয়েছেন। তার মধ্যে থেকে আপনার জন্য উপযোগি পরামর্শগুলি কাজে লাগাতে চেষ্টা করুন।
.          নিজের পরিচিতি ঠিকভাবে তুলে ধরুন
কাজ কম পাওয়ার একটি বড় কারন নিজেকে ঠিকভাবে তুলে না ধরা। আপনি ঠিক কতটা দক্ষতার সাথে কাজ করতে পারেন সেটা যদি ক্লায়েন্ট না বোঝেন তাহলে তিনি আপনার সম্পর্কে আগ্রহি হবেন না এটাই স্বাভাবিক। ফ্রিল্যান্সার কোনভাবে নিজের পরিচিতি তুলে ধরেন। কেউ ব্লগ ব্যবহার করে কেউ সোস্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেন। কেউ কেউ নিজের করা ভাল কাজের উদাহরনগুলি একটি পিডিএফ হিসেবে ক্লায়েন্টকে দেয়ার ব্যবস্থা রাখেন।
যেভাবেই হোক না কেন, আপনি যে কাজগুলি করেছেন তাকে উদাহরন হিসেবে দেখানোর ব্যবস্থা করুন। ক্লায়েন্ট সেগুলি দেখে ধারনা পাবেন আপনি আসলে ঠিক কি কাজ করেন এবং সে কাজে কতটা দক্ষ। হয়ত আপনার ক্লায়েন্টকে খুজতে হবে না, ক্লায়েন্ট নিজেই আপনার সাথে যোগাযোগ করবেন।

ফ্রিল্যান্সিং কাজের প্রধান যোগ্যতা কাজের দক্ষতা। দক্ষতা এমনই একটি বিষয় যেখানে আপনি কখনোই দাবী করতে পারেন না আপনার শেখা হয়ে গেছে। প্রতি মুহুর্তেই নতুন কিছু শেখার চেষ্টা করুন দক্ষতাকে আরো বাড়াতে চেষ্টা করুন। আজ না হোক, আগামীতে এর ফলেই একসময় সহজে উচুমানের কাজ পাবেন।

No comments:

Post a Comment