ফ্রিল্যান্সার, ওডেস্ক, স্ক্রিপ্টল্যান্স বা গুরু সব ফ্রিল্যান্সিং সাইটই ফ্রিল্যান্সারদের নানারকম উপদেশ এবং পরামর্শ দেয়। প্রত্যেকেরই রয়েছে ফোরাম যেখানে ফ্রিল্যান্সাররা নানা ধরনের সমস্যার সমাধান এবং পরামর্শ পেতে পারেন। এর বাইরেও তাদের রয়েছে তথ্য জানানোর বিভিন্ন পদ্ধতি।
গুরু নামের ফ্রিল্যান্সিং সাইটের এমনই একটি বিষয় হচ্ছে স্মার্ট ওয়ার্কিং টিপস নামের ইবুক। সেখানকার তথ্যগুলি বাংলায় তুলে ধরা হচ্ছে এখানে। উল্লেখ করা যেতে পারে তাদের সাইটেই এই নিয়ম ব্যবহার করতে হবে এমন কথা নেই, যে কোন ফ্রিল্যান্সিং সাইটের জন্যই নিয়মগুলি কার্যকর।
. ক্লায়েন্ট/এমপ্লয়ারের তথ্য দেখুন
কাজ দেয়ার সময় ক্লায়েন্ট ফ্রিল্যান্সারের তথ্য, সব ধরনের রেটিং দেখে তার সম্পর্কে ধারনা পান। ফ্রিল্যান্সার হিসেবে আপনিও তার তথ্য দেখে নিন।
তার রেটিং কত, বিভিন্ন কাজের জন্য তিনি এ পর্যন্ত কত টাকা দিয়েছেন, কতগুলি কাজ করিয়েছেন, কতগুলি কাজ এখনও চালু আছে, কতগুলির টাকা দেয়া বাকি আছে এই তথ্যগুলি দেখে নিন। কারো টাকা বাকি না থাকার অর্থ তিনি সবাইকে ঠিকমত টাকা দেন।
কাজ দেয়ার সময় ক্লায়েন্ট ফ্রিল্যান্সারের তথ্য, সব ধরনের রেটিং দেখে তার সম্পর্কে ধারনা পান। ফ্রিল্যান্সার হিসেবে আপনিও তার তথ্য দেখে নিন।
তার রেটিং কত, বিভিন্ন কাজের জন্য তিনি এ পর্যন্ত কত টাকা দিয়েছেন, কতগুলি কাজ করিয়েছেন, কতগুলি কাজ এখনও চালু আছে, কতগুলির টাকা দেয়া বাকি আছে এই তথ্যগুলি দেখে নিন। কারো টাকা বাকি না থাকার অর্থ তিনি সবাইকে ঠিকমত টাকা দেন।
. আনুষ্ঠানিক অনুমতি ছাড়া কাজ করবেন না
ক্লায়েন্ট আপনাকে কাজ করার কথা বলতে পারে। নিয়ম হচ্ছে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এজন্য ফ্রিল্যান্সিং সাইটের নিজস্ব ব্যবস্থা আছে। এর বাইরে কাজ করে টাকা না পাওয়ার ঘটনা ঘটে। ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমে কাজ করলে তারা টাকা পাওয়ার দায়িত্ব নেয়।
ক্লায়েন্ট আপনাকে কাজ করার কথা বলতে পারে। নিয়ম হচ্ছে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এজন্য ফ্রিল্যান্সিং সাইটের নিজস্ব ব্যবস্থা আছে। এর বাইরে কাজ করে টাকা না পাওয়ার ঘটনা ঘটে। ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমে কাজ করলে তারা টাকা পাওয়ার দায়িত্ব নেয়।
. কাজের চুক্তি আপলোড করুন
আপনার সাথে কাজের যে চুক্তি হয়েছে সেটা লিখে ফ্রিল্যান্সিং সাইটে আপলোড করুন। এরফলে সাইটের পক্ষে অর্থ বিষয়ক সমস্যা দুর করা সহজ হয়। সাধারন টেক্সট ফাইলে কাজের পরিকল্পনা, শেষ করার তারিখ, অর্থের পরিমান ইত্যালি লিখে একাজ করতে পারেন।
আপনার সাথে কাজের যে চুক্তি হয়েছে সেটা লিখে ফ্রিল্যান্সিং সাইটে আপলোড করুন। এরফলে সাইটের পক্ষে অর্থ বিষয়ক সমস্যা দুর করা সহজ হয়। সাধারন টেক্সট ফাইলে কাজের পরিকল্পনা, শেষ করার তারিখ, অর্থের পরিমান ইত্যালি লিখে একাজ করতে পারেন।
. অর্থের জন্য তাদের নিরাপত্তামুলক ব্যবস্থা ব্যবহার করুন
অধিকাংশ ফ্রিল্যান্সিং সাইটে তাদের নিজস্ব একটি ব্যবস্থা রয়েছে যেখানে আপনি বলতে পারেন তাদের সেই পদ্ধতির মাধ্যমে আপনি অর্থ নেবেন। এই পদ্ধতিতে ক্লায়েন্টকে টাকা জমা রাখতে হয় এবং ফ্রিল্যান্সার টাকা পাওয়ার শতভাগ নিশ্চয়তা পান। উল্লেখ করা ভাল, কাজ করে টাকা না পাওয়ার ঘটনা ঘটে। সেকারনে তাদের মাধ্যম ছাড়া ক্লায়েন্টের সাথে কোন ধরনের যোগাযোগ না করাই ভাল।
অধিকাংশ ফ্রিল্যান্সিং সাইটে তাদের নিজস্ব একটি ব্যবস্থা রয়েছে যেখানে আপনি বলতে পারেন তাদের সেই পদ্ধতির মাধ্যমে আপনি অর্থ নেবেন। এই পদ্ধতিতে ক্লায়েন্টকে টাকা জমা রাখতে হয় এবং ফ্রিল্যান্সার টাকা পাওয়ার শতভাগ নিশ্চয়তা পান। উল্লেখ করা ভাল, কাজ করে টাকা না পাওয়ার ঘটনা ঘটে। সেকারনে তাদের মাধ্যম ছাড়া ক্লায়েন্টের সাথে কোন ধরনের যোগাযোগ না করাই ভাল।
ফ্রিল্যান্সিং সাইটগুলি এই নিয়মগুলি রাখায় একদিকে ফ্রিল্যান্সার উপকৃত হন অন্যদিকে তারাও উপকৃত হন। তাদের মাধ্যমে কাজ করলে তারা অর্থ পান। যদিও বাস্তবে কোন ক্লায়েন্ট পরবর্তী কাজ কোন ফ্রিল্যান্সারের কাছে করালে এই অতিরিক্ত খরচ করতে আগ্রহি হন না। ফল হিসেবে ফ্রিল্যান্সারের সুযোগ থাকে সরাসরি যোগাযোগের মাধ্যমে কাজ করার। কিন্তু সেটা ফ্রিল্যান্সিং সাইটের নিয়ম-বিরোধী। আপনি কোনভাবে আপনার সাথে যোগাযোগের ঠিকানা দিলে আপনার একাউন্ট বাতিল করা হতে পারে।
কখনো কখনো সরাসরি যোগাযোগ করা লাভজনক। যদি করতেই হয় এমনভাবে করুন যেন সমস্যায় না পড়েন।
আপনার সাইটটি প্রায় ৩ ঘন্টা ধরে দেখলাম। এক কথায় অসাধারণ। আমি ড্রিমওয়েভার শেখার ব্যাপারে খুবই আগ্রহী। প্লিজ এই ব্যাপারে একটু বেশী করে পোষ্ট দিন। আর প্রয়োজনে আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নম্বারটি দেবেন প্লিজ।
ReplyDelete