Tuesday, March 29, 2011

ইন্টারনেট থেকে আয় : ফাইল আপলোড করে উপার্জন করুন

ইন্টারনেট ব্যবহার করে আয় করতে চান ? খুব সহজে ?
করতে পারেন। ইন্টারনেটে ফাইল আপলোড করুন। যখনই কেউ সেই ফাইল ডাউনলোড করবে প্রতি ডাউনলোডের জন্য আপনি টাকা পাবেন। কি আপলোড করবেন তা নিয়েও ভাবার কিছু নেই। বিভিন্ন টরেন্ট সাইট, ইউটিউব যেখান থেকেই হোক না কেন, জনপ্রিয় ফাইল ডাউনলোড করে আপলোড করুন।
ফাইল শেয়ারিং ইন্টারনেটের জনপ্রিয় একটি ব্যবস্থা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সফটঅয়্যার, গেম, ভিডিও, অডিও থেকে শুরু করে সব ধরনের ফাইল আদান-প্রদান করছে। যে সাইটগুলি এই কাজ পরিচালনা করে তারাও নিজেরা অর্থ বানাচ্ছে বিজ্ঞাপন সহ অন্যান্য পদ্ধতিতে। ধরে নিতে পারেন এটা তারই অংশ। যে সাইটে বেশি ডাউনলোডের জিনিষপত্র থাকে সেখানে ভিজিটর বেশি, কাজেই তারা একাজে কিছু অর্থ ব্যয় করে।
এজন্য আপনার প্রয়োজন শুধুমাত্র একটি ভাল ইন্টারনেট সংযোগ। 
বিনামুল্যে এই সেবা দেয় এমন একটি সাইটে গিয়ে রেজিষ্টার করুন। ফাইল আপলোড করুন। সাথেসাথে আয় আসতে শুরু করবে।
এধরনের একটি সাইট শেয়ারক্যাশ। এখানে বিনামুল্যে সদস্য হওয়া যায়। আপলোড করা প্রতিটি ফাইলের সাইজ সর্ব্বোচ্চ ২০০ মেগাবাইট পর্যন্ত হতে পারবে।
ভিডিওসহ আরো বড় ফাইল আপলোডের জন্য বিকল্প পথ রয়েছে। পাশওয়ার্ডসহ জিপ করে ফাইলটি আপলোড করুন পাইরেট-বে কিংবা এধরনের সাইটে। পাশওয়ার্ডটি আপলোড করুন এদের কাছে। মুল ফাইলের সাথে টেক্সট ফাইলে লিখে দিন পাশওয়ার্ড কোথায় থেকে ডাউনলোড করতে হবে।
কিছু নিয়ম অবশ্যই রয়েছে। কপিরাইট আইন ভঙ্গ করবেন না, পনোর্গ্রাফি আপলোড করবেন না ইত্যাদি।
শেয়ারক্যাশ আপনাকে টাকা দেবে প্রতি ডাউনলোডের জন্য ৩০ থেকে ৬০ সেন্ট। আমেরিকা, বৃটেন ইত্যাদি দেশের জন্য ৬০ সেন্ট, ছোট দেশের জন্য কম এই নিয়মে। প্রতি ১০০ ডাউনলোডের জন্য পাবেন ৩০ থেকে ৬০ ডলার, প্রতি হাজারে ৩০০ থেকে ৬০০ ডলার।
তারা টাকা দেবে চেক অথবা পে-পলের মাধ্যমে।
যদি এই পদ্ধতি সফল হয়, দ্রুতগতির কানেকশনসহ ডেডিকেটেড সার্ভার ভাড়া করে আয় করতে পারেন আরো অনেক বেশি।

শেয়ারক্যাশে রেজিষ্টার করতে হবে এখান থেকে
http://sharecash.org/


24 comments:

  1. what site is best for uploding

    ReplyDelete
  2. It depends on many things. What you want to upload, who is going to download, your scope of many visitors etc. Usually people make most money with latest movies, games, music, software or pornography.
    If you use your own site or facebook, email etc. for download link then fileserve is a good place. There a review of fileserve in this site.

    ReplyDelete
  3. you tube theke kono file download kore upload korle kono legal asubidha hobe ki ar akta byapar keu share cash theke kibhave amar file tar kotha jante parbe uttar deben please

    ReplyDelete
  4. অধিকাংশ ইউটিউব ভিডিও শেয়ার করলে সমস্যা হওয়ার কথা না, কিছু ভিডিও প্রোটেক্টেড যেগুলি ডাউনলোড করার সুযোগ পাবেন না।
    শেয়ার ক্যাশ একাউন্টে ঢুকলে আপনার ফাইল কতবার ডাউনলোড হয়েছে, আপনার নামে কত জমা হয়েছে ইত্যাদি সমস্ত তথ্য দেখতে পাবেন।

    ReplyDelete
  5. Vai sharecash theke download kote onek jhamela thakay keu download korte chayna. Ami nijeo onek guruttopurno file download korte parchina. Ektu help korben pls?

    ReplyDelete
  6. Vai sharecash theke download kote onek jhamela thakay keu download korte chayna. Ami nijeo onek guruttopurno file download korte parchina. Ektu help korben pls?

    ReplyDelete
    Replies
    1. শেয়ারক্যাসের সুবিধে হচ্ছে তারা তুলনামুলক বেশি টাকা দেয় আর সমস্যার কথা আপনিই উল্লেখ করলেন। তাদের ব্যবহার কম। এখানে অন্য কারো কিছু করার নেই। আপনি সহজে আয়ের জন্য অন্য পথগুলি দেখতে পারেন। এই সাইটে সহজে আয়ের বহু পদ্ধতি উল্লেখ করা হয়েছে।

      Delete
    2. Dada,
      Mediafire-e file upload korle kirakam aayer sambhabana aachhe?

      Delete
    3. আই-ক্লাউড কিংবা স্কাই ড্রাইভ এর মত মিডিয়া-ফায়ার ক্লাউড ষ্টোরেজ ব্যবস্থা। সেখানে বিনামুল্যে (বা টাকা দিয়ে)ফাইল আপলোড করে নিজের এবং অন্যদের ব্যবহারের সুযোগ দেয়া যায়। আয়ের কোন সুযোগ নেই।

      Delete
  7. Dada,

    1)Medifire-e file upload korle kirakam aay hote pare?

    2)Internet Download Manager diye youtube theke jekono video-i download kora jaay. Kintu bishesh kore film-er uploader hisebe actual proprieter-er naam-i thake. Seigulo anya jaygay reupload korle samasya nei?

    ReplyDelete
    Replies
    1. ১. মিডিয়াফায়ার আপলোডের জন্য টাকা দেয় না।
      ২. ফঅইল শেয়ারিং সাইটগুলি মুলত পাইরেটেড ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে। এক সাইট থেকে ডাউনলোড করে আরেক সাইটে আপলোড করা স্বাভাবিক ঘটনা।

      Delete
  8. Dada,
    Uttar deoyar jonyo asankhya dhanyabad. Fileserv, Hotfile, Hulkshare, Depositfiles, Uploading.com, Letitbit.net - era ki file upload-er jonyo taka dey?

    Jodi na, tahole taka dey erakam kichhu site-er naam janale bhalo hoy.

    ReplyDelete
    Replies
    1. বিভিন্ন সাইটের তুলনামুলক বিষয়গুলি তুলে ধরা হবে একটি লেখায়। বিষয়টির দিকে দৃষ্টি দেয়ার জন্য ধন্যবাদ।

      Delete
  9. Lekhatir aashay roilam. Asankhya dhanyabad.

    ReplyDelete
  10. "cjinc.info" samparke kichhu janate paren? Dekhlam besh bhalo online/offline kajer sujog aachhe. Join korbo?

    ReplyDelete
    Replies
    1. কাজের জন্য ফ্রিল্যান্সার এর মত সাইট অনেক বেশি নির্ভরযোগ্য। তারা কমিশন জাংশন এর সাথে মিল করে নাম রেখেছে বিষয়টা সন্দেহজনক।

      Delete
  11. bhai minimum payout kotho bolen nai. aktu bolben ki?

    ReplyDelete
  12. sir, (Street Address )
    (City/Town)
    (State/Province)( Websites) ai sob jai gai ami ki lekbo bosta parsi na jodi doya kora bista rito bolten tahole kub valo hoto .bishis kora (Street Address abong State/Province) ki lik bo bosta parsi na sir doya kora bolben

    ReplyDelete
    Replies
    1. সাধারনভাবে ঠিকানা লেখার সময় বাড়ির নাম্বার এবং রোডের নাম লিখতে হয়, এটাই ষ্ট্রিট এড্রেস। বাংলাদেশে অনেক যায়গায় এভাবে ঠিকানা লেখার প্রচলন নেই সেকারনে সমস্যা হয়। আপনার ঠিকানার সাথে মিল রেখে এটা প্রকাশ করুন।
      বাংলাদেশে আমেরিকার মত ষ্টেট/প্রোভিন্স নেই। কোথাও কোথাও জেলার নাম লিখতে হয়, কোথাও ফাকা রাখতে হয়।

      Delete
  13. ziddu থেকে ফাইল শেয়ার করে কি আয় করা যায় ? আমার এমন একটা ফাইল শেয়ারিং সাইট দরকার যেখান থেকে ফাইল গুলো মোবাইল থেকেও ডাউনলোড করা যাবে ।

    ReplyDelete
  14. Brother Apner Tune Ta Pore Khub Valo Laglo.But Ami Upload Cora File Download Corte Parci Na. Apni Jodi R Ektu Kosto Cora Sharecash Er Upor Bistarito(Profile Create,File Upload,Fole Download Kivabe Corbo)Er Upor Ek Ta Tune Corten Khub Khusi Hotam.
    Hasanuzzman
    Phone: 01197086503
    E-Mail: 042726@gmail.com

    ReplyDelete
  15. শেয়ার ক্যাশ ছাড়া আর কোন সাইট আছে কি যেটি থেকে ফাইল শেয়ার করে আয় করতে পারি?

    ReplyDelete
    Replies
    1. ফাইল শেয়ার করে আয়ের বহু সাইট আছে। সার্চ করে রিভিউ পড়ে সেগুলি সম্পর্কে জেনে নিতে পারেন। এবিষয়ে নিজের অভিজ্ঞতা নেই বলে নির্দিষ্ট সাইটের নাম জানাতে পারছি না।

      Delete
  16. vai share cash theke download kora onek problem. ete visitor ra rag hoy. onno kono upay ase ba link ase.... othoba download korar konno poddhoti ase..jana thakle bolben plz

    ReplyDelete