Friday, April 1, 2011

ইন্টারনেটে ঘরে বসে আয় : পেইড টু ক্লিক PTC

যারা ইন্টারনেট ব্যবহার করে সহজে আয় করতে চান তাদের কাছে পিটিসি অত্যন্ত আকর্ষনীয় বিষয়। অন্তত তাত্বিকভাবে কাজটি খুব সহজ। নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করবেন, নির্দিস্ট লিংকে ক্লিক করবেন। আপনার একাউন্টে টাকা জমা হতে থাকবে। আয়ের এরচেয়ে সহজ পথ হয়না।
বাস্তবে এই পদ্ধতির পেছনে অন্য অনেকগুলি বিষয় জড়িত। যদি একাজে হাত দিতেই চান তাহলে সেটা জেনে নেয়াই ভাল।
প্রথম কথা, ক্লিক করলে আপনাকে টাকা দেবে কেন ? কে দেবে ?
বর্তমান বিশ্ব চলে বিজ্ঞাপনের জোরে। আর ইন্টারনেট বিজ্ঞাপনের বিশাল যায়গা। এরই মধ্যে ছাপানো বিজ্ঞাপনকে ছাড়িয়ে গেছে ইন্টারনেট বিজ্ঞাপন। সব ধরনের কেনাকাটা করা যায় ইন্টারনেট ব্যবহার করেই, কাজেই সেই বিবেচনায় ইন্টারনেট বিজ্ঞাপন সুবিধেজনক।
এখানেও রয়েছে প্রতিযোগিতা। আপনি কোন একটি বিষয়ে বিজ্ঞাপন দিলেন গুগলের মাধ্যমে, আরেকজনও দিল একই বিষয়ের বিজ্ঞাপন। গুগলের সার্চলিষ্টে কোনটি প্রাধান্য পাবে ?
গুগলের ফর্মুলা অনুযায়ী যে সাইট মানুষ বেশি ব্যবহার করে সেই সাইট। আর এখানেই ক্লিক করার বিষয়টি গুরুত্ব পায়।
কোন বিশেষ সাইটে যদি ভিজিটর বেশি যায় তাহলে তারা স্বাভাবিকভাবেই প্রাধান্য পাবে। আর যার ভাগ্যে সেটা ঘটে না সে ভাড়া করা মানুষ দিয়ে তার লিংকে ক্লিক করিয়ে নিতে পারে। আপনি যখন পিটিসি লিংকে ক্লিক করবেন তখন আপনি সেই ভাড়াকরা ক্লিককারী। প্রতি ক্লিকের জন্য পেতে পারেন কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত। যত বেশি ক্লিক তত বেশি টাকা।
এজন্য আপনাকে যা করতে হয় তা হচ্ছে, পিটিসি সেবা দেয় এমন কোন সাইটে গিয়ে তাদের ফরম পুরন করে সদস্য হওয়া। সদস্য হলে আপনি একটি একাউন্ট নাম এবং পাশওয়ার্ড পাবেন।
কাজ করার জন্য নিজের একাউন্টে ঢুকতে হবে। বিভিন্ন সাইটের কাজ করার পদ্ধতিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে মুল পদ্ধতি মোটামুটি একইরকম। আপনি সেখানে এড দেখতে পাবেন যেখানে। এগুলিতেই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য কয়েক সেকেন্ড সময় পাবেন (ধরুন ৩০ সেকেন্ড)। ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, ক্লিক কনফার্ম মেসেজ না পাওয়া পর্যন্ত।
কতগুলি ক্লিক করার সুযোগ পাবেন সেটা নির্দিস্ট করা থাকবে এবং নির্ভর করবে তাদের ওপর। হয়ত একদিনে ২০টি ক্লিক করার সুযোগ পেলেন, আরেকদিন আদৌ পেলেন না। ক্লিক করার কোটা শেষ হলে আপনার হিসেব জেনে নিতে পারেন সেখান থেকেই।
আপনি টাকা কিভাবে পাবেন সেটা আপনাকেই ঠিক করে দিতে হবে। পে-পল এর মত কোন সার্ভিসের একাউন্ট করে সেটা ব্যবহার করতে পারেন। এবিষয়ে অন্যযায়গায় লেখা হয়েছে।
মোটামুটি এটাই নিয়ম। এবারে সবচেয়ে গুরুত্বপুর্ন প্রশ্ন, এধরনের সাইটের ঠিকানা কি ?
সাইট আপনাকেই খুজে নিতে হবে গুগল সার্চ করে। কারন অনেকগুলি। অনেক সময়ই এধরনের সাইট কিছুদিন পর উধাও হয়ে যায়, সার্ভিস বন্ধ করে দেয় (তারাও অন্যের ওপর নির্ভরশীল), এমনকি আপনার নামে টাকা জমা হওয়ার পর সেটা না পাওয়ার ঘটনা ঘটার অভিযোগও রয়েছে।
একথা ঠিক, এই পদ্ধতিতে অনেকে আয় করেছেন, করছেন। যদি এপথে আয় করতেই চান তাহলে নির্দিষ্ট সাইট খুজে বের করার মত সামান্য কাজটুকু করবেন না কেন ? সুবিধেমত একটি সাইট পেলে যখন দিনে কয়েক মিনিট সময় ব্যয় করে বাংলাদেশি টাকায় হাজার টাকা পর্যন্ত আয় করা যায়।
এই মুহুর্তেই আয় শুরু করতে পারেন নির্ভরযোগ্য সাইট clixsense থেকে।

33 comments:

  1. Replies
    1. Onlinenet2work যারা অনলাইন এ বিনা ইনভেস্ট অথবা ইনভেস্ট সহকারে আয় করতে চান না দেখলে ১০০% মিস। পেমেন্ট সিস্টেম কিন্তু Paypal, LIberty reserv এবং যেকোনো ব্যাংক ভিসিট করুন =>http://bestptc-sitelist.blogspot.com/

      Delete
  2. valo kisu link chai

    ReplyDelete
  3. Ami PTC site Use kori

    1. INCRASEBUX

    http://www.incrasebux.com/register.php?r=gsLU59HDzw==

    2. NEOBUX

    http://www.neobux.com/?rh=616B73756D6F6E

    3. INCENTRIA

    http://www.incentria.com/ptc_ads.php?ref=aksumon

    4. CLICKSIA

    http://www.clicksia.com/index.php?ref=aksumon


    5. CASTREAM

    http://www.cashtream.com/banners/dynamic.php?username=aksumon

    ReplyDelete
    Replies
    1. Bhaiya,NEOBUX a to paypal er email dorkar..kintu pypal to bangladeshe access hoy na..akhon ki kori?

      Delete
    2. পেপল ছাড়াও পে-জা (আগের নাম এলার্ট-পে) ব্যবহার করা যায়।

      Delete
    3. accha bhaiya,apni ki apnar facebook account ta dite parben?
      ami ittu bistarito kotha bolte chai

      Delete
    4. আমি ফেসবুক বা এধরনের কোন মাধ্যম ব্যবহার করি না। এতে সময় নষ্ট হয়। এই সাইটে প্রশ্ন করা সবচাইতে ভাল। এতে অন্যদেরও উপকার হয়।

      Delete
  4. উপরের Link গুলু খুব কাজের।
    বিশেষ করে Neobux . One of the most reliable PTC site still now.
    আমি এখান থেকে টাকা উঠাইছি।
    আর একটি ভাল PTC site হল

    http://www.clixsense.com/?3843683

    এখানে দৈনিক ৫ ডলার উপার্জনের সুযোগ রয়েছে।
    আপনাদের উপকারে আসবে বলে আমার বিশ্বাস।

    ReplyDelete
  5. really helpful.
    what is Dolencer?
    is it beliveable?

    ReplyDelete
  6. ডুল্যান্সার নামে একটি ফ্রিল্যান্সিং সাইট আছে, ফ্রিল্যান্সার কিংবা ওডেস্ক এর মত।
    তুলনামুলক কম জনপ্রিয়। সরাসরি তাদের সাইটে গিয়ে দেখতে পারেন।
    বাংলাদেশে ডুল্যান্সার নামে এক প্রতিস্ঠঅনের কথা শুনেছি যেখানে টাকা দিয়ে সদস্য হতে হয়। অনলাইনে আয়ের জন্য টাকা দিয়ে সদস্য হওয়া প্রয়োজন হয় না। মাধ্যমও প্রয়োজন হয় না। যেখানেই হোক, সরাসরি যোগাযোগ করুন।

    ReplyDelete
  7. Really all your guidelines are very important and helpful.I have already joined some PTC sites as your refferal from the link you have given.Thanks a lot.....

    আর সবাইেক জানােত চাই dolancer ও একটা ভােলা িপিটিস সাইট া আিম এখােন কাজ কির . want to know more contact me ..01916433803

    ReplyDelete
  8. Nice Blog. Thanks.

    Here is little discussion about PTC => http://bdjobs24online.blogspot.com/

    ReplyDelete
  9. আমি মনে করি অনলাইনে পিটিসি সাইটে আয়ের জন্য ক্লিকসেন্সের উপর কোন সাইট হতে পারে না।
    এখানে অনেক ভাবে টাকা আয়ের উপায় আছে। আর এখানে দৈনিক ৫ ডলার আয়ের উপায়ও বিদ্যমান।
    তবে এখানে সময় দিলে একসময় ভাল আয় করতে পারবেন । তবে প্রথম দিকে আয়ের পরিমাণ কম দেখে হতাশ হয়ে কাজ ছেড়ে দিবেন না।
    জয়েন করতে http://www.clixsense.com/?3843683

    ReplyDelete
  10. (www.clixsense.com) THEKE TAKA UTHANOR SYSTEM TA KEU KI BOLBEN PLS..........

    MAANE NIRDISTO KONO DIN NAKI JE KONO SOMOY TAKA TRANSFER KORA JAY.

    ReplyDelete
  11. ক্লিকসেন্স সপ্তাহে ১ বার টাকা দেয়। ই-পেমেন্ট এর জন্য কমপক্ষে ৮ ডলার জমা হতে হয়, চেক এর জন্য ১০০ ডলার।

    ReplyDelete
  12. Monday te o ki nirdisto kono somoy vaag kora aache?

    Sohoj kothay aami Bangladesh theke kon somoytay TK transfer korbo clixsense theke.........
    Jodi paaren to nirdisto ekta somoy-e bolem...

    ReplyDelete
  13. অন্য প্রতিস্ঠানের মত ক্লিকসেন্সে টাকা উঠানোর জন্য কিছু করতে হয় না। এলার্ট-পে/পেপল ইত্যাদিতে সরাসরি পাঠিয়ে দেয়।

    ReplyDelete
  14. কিন্তু ভাই পিটিচি সাইট এ টাকা হতে অনেক দিন লাগে

    ReplyDelete
    Replies
    1. কথাটা সত্য।
      তবে পিটিসি তে বর্তমানে ১০০০ জনে ১/২ জন ভাল আয়ও করতে পারে।

      Delete
  15. ক্লিকসেন্স,নিওবাক্স,ক্লিকসিয়া,ইনসেন্টিরিয়া এসব পিটিসি সাইট থেকে আমি টাকা তুলেছি তবে আয় কম।
    আমি মনে করি কাজ শেখার পাশাপাশি কিছু দিন "পিটিসি''!!!

    ReplyDelete
    Replies
    1. ভাল রেফারেল (ক্রয়,ভাড়া,সরাসরি) থাকলে প্রতি মাসেই কিছু টাকা পে'জা দিয়ে উঠানো সম্ভব।

      Delete
  16. ক্লিক করে টাকা আয়ের একটি জনপ্রিয় পিটিসি সাইট –dollars income। এই সাইটে ক্লিক করে বিজ্ঞাপন দেখে যেমন টাকা পাওয়া যায় তেমনি invite friends/reffarl+job offers সহ আরো কিছু পদ্ধতিতে টাকা আয় করা যায়। কাজ ভেদে কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত পেতে পারেন। কোন কাজ যতবার করবেন ততবার টাকা পাবেন। হোমপেজে job offers ক্লিক করে কাজ করতে হবে। Dollars income-সদস্য হওয়া যায় বিনামুল্যে। সদস্য হবেন এই ঠিকানায়- http://dollarsincome.com/-163610.htm
    এলার্ট পে এর মাধ্যমে টাকা পাওয়া যায়।(reliable ptc site)

    ReplyDelete
  17. I use below PTC site. Anybody can join using below link.

    1. PROBUX
    http://www.probux.com/?r=elimecht

    2. FUSEBUX
    http://www.fusebux.com/index.php?r=elimecht

    3. ZAPBUX
    http://www.zapbux.com/index.php?r=elimecht

    4. NEOBUX
    http://www.neobux.com/?r=elimecht

    ReplyDelete
  18. plz let me know best 05 ptc site

    ReplyDelete
  19. হ্যা ভাই clixsense থেকে টাকা আয় করা যায় আমি নিযেও করছি । আর যারা করতে চান করতে পারেন । আমি clixsense ছাড়া আরো কিছু সাইটে কাজ করি ।কিভাবে কাজ করতে হয় তা এখানে

    ReplyDelete
  20. আমি অনেক যাচাই করার পর ৬ টা অনলাইন আনিং এর সাইট পেয়েছি । এবং cashout করেছি। আনিং সাইট গুলো থেকে মাসে ২০,০০০ টাকা আনিং করা সম্ভব। সাইটগুলো দেখুন : http://ptctrust24.blogspot.com/ যদি কোন হেল্প লাগে কল করুন : 01622286309

    ReplyDelete
  21. 100% true, my monthly earn $55 and refer 200 . http://useclix.com/index.php?ref=arifuldj2

    ReplyDelete