Saturday, May 14, 2011

ইন-ডিজাইন টিউটোরিয়াল : গ্রাফিক্স ব্যবহার

প্রথম টিউটোরিয়ালে ইন-ডিজাইন ব্যবহার করে নতুন ডকুমেন্ট তৈরী এবং টেক্সট ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। ইন-ডিজাইন ডকুমেন্টে গ্রাফিক্স গুরুত্বপুর্ন একটি বিষয়। এখানে সাধারন গ্রাফিক এলিমেন্ট তৈরী করার ব্যবস্থা রয়েছে, আবার অন্য কোথাও করে সেটা ব্যবহারের ব্যবস্থাও রয়েছে। গ্রাফিক এবং ইমেজ ফাইল ব্যবহারের পদ্ধতি উল্লেখ করা হচ্ছে এই টিউটোরিয়ালে।
ইনডিজাইনে ইলাষ্ট্রেটর ড্রইং, ফটোশপ পিএসডি ফরম্যাট সহ অধিকাংশ বিটম্যাট এবং ভেক্টর ফরম্যাট ব্যবহার করা যায়। বিটম্যাট ইমেজে যদি আলফা চ্যানেল থাকে তাহলে ইমপোর্ট করার সময় ক্লিপিং পাথ ব্যবহার করা হবে কিনা বলে দিতে পারেন। ফটোশপ ইমেজের ক্ষেত্রে নির্দিষ্ট লেয়ার সিলেক্ট করে ইমপোর্ট করা যায়।
গ্রাফিক ইমেজ ইমপোর্ট করার জন্য;
.          মেনু থেকে File - Place কমান্ড দিন
.          কোন ধরনের ফাইল ইমপোর্ট করতে চান সিলেক্ট করুন।
.          ইমেজ ফোল্ডার সিলেক্ট করুন।
.          যে ইমেজ ইমপোর্ট করতে চান সেটি সিলেক্ট করুন।
.          Open বাটনে ক্লিক করুন।
.          কোন অপশন ব্যবহার করতে চাইলে সেটা নির্দিষ্ট করে দিন।
.          OK বাটনে ক্লিক করুন।
.          ডকুমেন্টের যেখানে ইমেজটি রাখতে চান সেখানে ড্রাগ করে একটি রেক্ট্যাঙ্গল তৈরী করুন। রেকট্যাঙ্গল যে মাপের তৈরী করবেন ইমেজকে সেই মাপে পাওয়া যাবে।

ক্লিপিং পাথ কিংবা আলফা চ্যানেল ইমপোর্ট এবং মডিফাই করা
ক্লিপিং পাথ ব্যবহার করার জন্য যে পদ্ধতিতে ইমেজ ইমপোর্ট করবেন;
.          মেনু থেকে File - Place কমান্ড দিন
.          আলফা চ্যানেল সহ যে ফাইল আনতে চান সেটা সিলেক্ট করুন।
.          সিলেক্ট করুন।
.          বাটনে ক্লিক করুন।
.          চেক বক্সে ক্লিক করুন।
.          লিষ্ট থেকে আলফা চ্যানেল সিলেক্ট করুন।
.          OK বাটনে ক্লিক করুন।
.          ইমেজ যেখানে ব্যবহার করতে চান সেখানে ড্রাগ করে রেকট্যাঙ্গল তৈরী করুন।

ইমপোর্ট করার পর ক্লিপিং পাথ এডিট করার জন্য একাধিক পদ্ধতি রয়েছে। যে কোন একটি পদ্ধতি ব্যবহার করুন;
.          সিলেকসন টুল ব্যবহার করে পাথ সিলেক্ট করুন। হ্যান্ডলার ব্যবহার করে পাথ পরিবর্তন করুন।
.          পাথ সিলেক্ট করুন। Object মেনু থেকে Clipping Path – Convert Clipping Path to Frame কমান্ড দিন। ক্লিপিং পাথ ফ্রেমে পরিনত হবে।
.          Object মেনু থেকে Clipping Path – Option কমান্ড দিন।


ইমেজ সঠিক যায়গায় ব্যবহার
ইমেজকে ড্রাগ করে ডকুমেন্টের যেকোন যায়গায় সরানো যাবে। তবে বিষয়টি আরেকটু ভালভাবে লক্ষ্য করুন।
.          ইমেজ সিলেক্ট করা অবস্থা কেন্দ্রে একটি বৃত্তাকার চিহ্ন দেখা যাবে। এখানে ড্রাগ করলে শুধুমাত্র ইমেজ সরানো যাবে, বক্স অপরিবর্তিত থাকবে।
.          বৃত্তের বাইরে অন্য যায়গায় ড্রাগ করে বক্সসহ ইমেজ সরানো যাবে।

ইমেজের আকার বড় ছোট করা
হয়ত এরই মধ্যে লক্ষ্য করেছেন অন্যান্য সফটঅয়্যারের মত ইন-ডিজাইনে ইমেজের পাশের হ্যান্ডলার ব্যবহার করে বড় কিংবা ছোট করলে শুধুমাত্র ইমেজ বক্স পরিবর্তিত হয়। ইমেজের পরিবর্তন হয় না।
ইমেজকে হ্যান্ডলার ব্যবহার করে বড় কিংবা ছোট করার জন্য;
.          Object মেনু থেকে Fitting – Frame Fitting Option সিলেক্ট করুন
.          Auto Fit ক্লিক করুন।

ইমেজ ঘুরানো
ইমেজ বক্সের কোনার হ্যান্ডলার ব্যবহার করে ইমেজকে ঘুরানো যাবে।

ইমেজের চারিদিকে টেক্সট ব্যবহার
সাধারনভাবে টেক্সট নিজে থেকে ইমেজের চারিদিকে সরে যায় না। টেক্সটকে ইমেজের চারিদিকে ব্যবহারের জন্য মেনু থেকে Window – Text Wrap সিলেক্ট করুন।
.          টেক্সটকে ইমেজ বক্সের গা ঘেসে চারিদিকে রাখার জন্য Wrap around bounding box সিলেক্ট করুন
.          টেক্সটকে ইমেজের গা ঘেসে ব্যবহারের জন্য Wrap around object shape সিলেক্ট করুন।
.          টেক্সটকে ইমেজের ওপরে এবং নিচে ব্যবহারের জন্য Jump Object সিলেক্ট করুন।
.          টেক্সট ইমেজ থেকে কতটুকু দুরত্বে থাকবে ঠিক করার জন্য চারিদিকের Offset এর মান পরিবর্তন করুন।

No comments:

Post a Comment