বিশ্বে মানুষের সংখ্যা যত ওয়েব পেজের সংখ্যা তার দ্বিগুন। আপনি যখন কোন সাইট তৈরীর কথা ভাবেন তখন তাদের কোন একটিকে আদর্শ মনে হতেই পারে। হয়ত কোন সুত্র পাচ্ছেন না ঠিক তেমন একটি সাইট কিভাবে তৈরী করা যায়। হয়ত আফসোস করছেন তারা কিভাবে তৈরী করেছে জানলে সুবিধে হত।
কাজটি খুব সহজ। আপনি যে কোন সাইটের এইচটিএমএল কোড দেখে নিতে পারেন। সেটা সেভ করে প্রতিটি লাইন দেখে শিখতে পারেন, তারমত নিজের সাইট তৈরী করতে পারেন।
. আপনার ব্রাউজারে পছন্দের ওয়েবসাইটটি ওপেন করুন।
. View মেনু থেকে Page Source সিলেক্ট করুন।
ওয়েব পেজের এইচটিএমএল কোডগুলি নোটপ্যাডে ওপেন হবে।
সেভ করার জন্য Save As কমান্ড দিন এবং একটি নাম দিয়ে সেভ করুন। এরপর ভালভাবে একে পর্যবেক্ষন করে যে অংশ সম্পর্কে জানতে চান জেনে নিন।
এইচটিএমএল ফাইলের জন্য ফাইল এক্সটেনশন অবশ্যই .html অথবা .htm হওয়া প্রয়োজন।
এখানে ব্রাউজার হিসেবে ফায়ারফক্স ৪ ব্যবহার করা হয়েছে। অন্য ভার্শনে বা অন্য ব্রাউজারে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
No comments:
Post a Comment