ব্লগারে ব্লগ তৈরীর সুবিধে অনেক। বিনামুল্যের ব্লগ তৈরী করা যায়, ব্লগ থেকে অর্থ উপার্জনে কোন সীমাবদ্ধতা নেই, ব্যবহার সহজ, পছন্দমত টেম্পলেট ব্যবহার করে ব্লগকে সুন্দর করা যায়। সম্প্রতি মোবাইল ফোনে ব্লগার ব্লগ দেখার ব্যবস্থা যোগ করা হয়েছে। বাংলায় ব্লগ পোষ্ট, পোষ্ট টাইটেল ইত্যাদি তৈরীও সহজ। ব্লগার ফোনেটিক বাংলা সাপোর্ট করে। আপনি ইংরেজি বানানে বাংলা লিখলে ব্লগার নিজেই তাকে বাংলায় পরিনত করে। এছাড়া অন্য যায়গায় টাইপ করে কপি-পেষ্ট করার ব্যবস্থা তো রয়েছেই।
তারপরও পুরোপুরি বাংলা ব্লগের জন্য কিছু বিষয় পৃথকভাবে করে নিতে হয়। যেমন বাংলায় ব্লগ টাইটেল কিংবা বাংলায় মেনু। কাজগুলি কিভাবে করবেন জেনে নিন।
বাংলায় ব্লগ টাইটেল লেখা
. ব্লগার ড্যাসবোর্ড থেকে Setting ট্যাবে ক্লিক করুন।
. Basic ট্যাব সিলেক্ট করুন।
. Title অংশে বাংলায় ব্লগের নাম টাইপ করুন।
. Description অংশে বাংলায় ব্লগের বিবরন টাইপ করুন।
. save বাটনে ক্লিক করুন।
বাংলায় মেনু লেখা
. ব্লগার ড্যাসবোর্ড থেকে Design সিলেক্ট করুন।
. Edit HTML ট্যাব সিলেক্ট করুন। আপনার টেম্পলেটের কোড দেখা যাবে।
. মেনুর যে শব্দটি বাংলায় পরিনত করতে চান সেটা খুজে বের করুন। Ctrl-F কমান্ড দিয়ে সার্চ করে বের করতে পারেন।
. ইংরেজি শব্দের বদলে বাংলা শব্দ টাইপ করে দিন।
. Preview বাটনে ক্লিক করে প্রিভিউ দেখে নিন।
. Save Template বাটনে ক্লিক করুন।
টেম্পলেটের কোন পরিবর্তন করার আগে Download Full Template কমান্ড দিয়ে ব্যাকআপ করে নেয়া ভাল।
বাংলা ব্লগের ক্ষেত্রে ব্লগারে একটি সমস্যা থেকে গেছে। গুগল আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষা ব্যবহার করে না, ফলে পোষ্ট টাইটেল বাংলায় লিখকে সেটা বাংলায় সেভ হয় না, পরিবর্তে ইংরেজিতে ব্লগপোষ্ট এর পর একটি সংখ্যা হিসেবে সেভ হয়। সার্চ ইঞ্জিনের সাহায্যে আর্টিকেল পেতে সমস্যা হয় না কিন্তু ব্লগার মেইন্টেনেন্সর সময় এতে অসুবিধেয় পড়েন। এর সমাধান করতে পারেন ঘুরপথে।
. পোষ্টের টাইটেল ইংরেজিতে লিখুন
. সেভ করে পোষ্ট করুন।
. এডিট করুন এবং পোষ্টের নাম পাল্টে বাংলা করে দিন।
thnx aponar nice post er jonno ami 1ta blog khulechi online earning somporke,chaile dekhe nite paren:
ReplyDeletehttp://www.earnmoneyzzzz.blogspot.com
বাংলায় ব্লগ করার ইচ্ছা ছিল, কিন্তু আজ BANGLA-TUTOR.BLOGSPOT.COM এ একটি পোস্ট পড়লাম যে বাংলা ব্লগ তৈরি করলে সেখানে AD-SENSE ব্যাবহার করার সুবিধা নেই। বিস্তারিত জানালে উপকৃত হব।
ReplyDeleteএই বিষয়ে অনেকগুলি লেখা রয়েছে। এটা খুবই দুঃখজনক যে হিন্দিসহ অনেক ভাষায় এডসেন্স ব্যবহার করা গেলেও জনসংখ্যার হিসেবে ৫ম ভাষা বাংলা গুগলের এডসেন্সের লিষ্টে নেই।
Deleteবাংলা-ইংরেজি মিশিয়ে সাইট তৈরী করতে পারেন। এটাও মনে রাখা প্রয়োজন, এডসেন্স দেয়ার পরও বিভিন্ন কারনে একাউন্ট বাতিল করা হয়।
Pls post some ptc site template
ReplyDeleteBloggerar Gadget niye post likhun
ReplyDelete