Monday, October 17, 2011

গ্রাফিক ডিজাইনে সঠিক রং ব্যবহার করুন

ফ্রিল্যান্সার হিসেবে কাজ করুন অথবা গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরী করুন, আপনার দায়িত্ব যে রং ব্যবহার করতে বলা হয়েছে ঠিক সেই রং ব্যবহার করা। মনে হতে পারে এটাই তো স্বাভাবিক। বাস্তবতা হচ্ছে, সঠিক রং ব্যবহারের বিষয়টি খুব সহজ না। সাধারনভাবে আপনাকে বলা হতে পারে সবুজ, আরো নির্দিস্ট করে বলা হতে পারে গাড় সবুজ কিংবা হাল্কা সবুজ কিংবা বটল গ্রীন। এরপরও এধরনের বর্ননা থেকে অন্য আরেকটি সবুজ রঙের সাথে একেবারে হুবহু মিল করা যাবে না।
ফটোশপ বা ইলাষ্ট্রেটরে কালার পিকার (আই ড্রপার) টুল ব্যবহার করে আপনি অন্য রংকে ব্যবহার করতে পারেন। অর্থাত আপনাকে যদি রঙের নতুন দেয়া হয় তাহলে কোন সমস্যা নেই। ইলাষ্ট্রেটরে যে সেপে সেই রং ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করুন, কালার পিকার দিয়ে সেই রঙের ওপর ক্লিক করুন। ফটোশপে কালার পিকার দিয়ে সেই রঙের ওপর ক্লিক করলেই সেটা একটিভ রং হিসেবে পাবেন। সমস্যা হয় যখন রঙের নমুনা না দিয়ে অন্যভাবে সেটা জানানো হয়।
প্রথমে দেখে নেয়া যাক রঙকে ঠিক কিভাবে প্রকাশ করা হয়। কম্পিউটার মনিটর কিংবা টিভিতে ব্যবহৃত হয় আরজিবি (লাল, সবুজ, নীল) রঙের মিশ্র। সংখ্যা দিয়ে এটা প্রকাশ করা হয়। এই তিনটি রঙের সম্ভাব্য মান হতে পারে ২৫৬টি, ০ থেকে ২৫৫।  সত্যিকার অর্থে আপনাকে যদি কেউ একেবারে নিখুতভাবে কোন রং ব্যবহার করতে বলে তাহলে তারকাছে এই মান জেনে নিন। এদেরকে কালার প্যালেটে টাইপ করলেই সেই রঙ পাবেন। প্রিন্টের ক্ষেত্রে ৩ রঙের বদলে ব্যবহার করবেন ৪ রং (সিএমওয়াইকে)।
প্রতিটি রঙের নিজস্ব মান ছাড়াও এদের সম্মিলিত ফলের জন্য আরেকটি সংখ্যামান ব্যবহার করা হয়। কালার পিকারে লক্ষ্য করুন আর-জি-বি এর প্রতিটি মানের নিচে একটি # রয়েছে (উদাহরনে ৩৮৬১১০)। এখানে যে রঙের কোড টাইপ করবেন সেই রঙ সিলেক্ট হবে।
কাজেই আগের পদ্ধতির মত, কেউ সঠিক রং ব্যবহার করতে বললে তারকাছে এই কোডটি জেনে নিন।
প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় আরো এক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। উচু মানের প্রিন্টার কালার কোড ব্যবহার করে। অনেক সময় সঠিক রং ব্যবহারের জন্য প্রিন্টারের প্রোফাইল প্রয়োজন হয়। একে ফটোশপ-ইলাষ্ট্রেটরে ইমপোর্ট করলে সেই প্রিন্টারের নিজস্ব কালার প্যালেট পাওয়া যায়। ফলে ডিজাইনের রঙ এবং প্রিন্টের রং হবে নিখুত।
অনেক সময় প্রিন্টারের প্রোফাইল পাওয়া সম্ভব হয় না। এজন্য কালার বুক বলে আরেক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। কালার বুক হচ্ছে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত রঙের চার্ট। প্রতিটি রঙের জন্য একটি কোড দেয়া থাকে সেখানে। সেই কোড ব্যবহার করলে আপনি জানবেন আপনার রং ঠিক আছে। এধরনের একটি জনপ্রিয় কালারবুক হচ্ছে প্যানটোন। অধিকাংশ গ্রাফিক ডিজাইন সফটঅয়্যারের সাথে এটা দেয়া থাকে। ফটোশপে কালার প্যানেলে ফ্লাই আউট মেনুতে ক্লিক করলে কয়েকটি প্যানটোন বুকের নাম পাবেন। ইলাষ্ট্রেটরে ওপেন করতে হয় উইন্ডো মেনু থেকে। ক্লায়েন্টের দেয়া কোড অনুযায়ী সেখান থেকে রঙ সিলেক্ট করুন। যেমন আপনাকে যদি বলা হয় ৩৬৮সি, তাহলে এই সংখ্যা খুজে বের করুন, রঙের দিকে দৃষ্টি দেয়ার প্রয়োজন নেই।
বাস্তবে যখন প্রিন্ট করা হয় তখন প্রিন্টার এই কোড ব্যবহার করে সঠিক রঙে প্রিন্ট করে।
ডিজাইনের যে কাজই করুন না কেন, চোখে দেখার ওপর নির্ভর করবেন না। এক মনিটরে যেমন দেখা যাবে আরেক মনিটরে তারথেকে পার্থক্য পাওয়া যাবে, প্রিন্ট করলে আরেক ধরনের পার্থক্য পাওয়া যাবে। কোন রঙ ব্যবহার করবেন সেটা আগেই ঠিক করে তার কোড ব্যবহার করুন।
এর বাইরেও রঙের অন্যান্য বৈশিষ্ট থাকে। সেই পর্যায়ের কাজ করার সময় নিশ্চয়ই সেটা জেনে নেবেন।


No comments:

Post a Comment