ইন্টারনেটে নানাধরনের রিভিউ লিখে আয় করা যায়। এদের মধ্যে একটি লাভজনক পদ্ধতি হচ্ছে কোন কোম্পানী বা পন্যের রিভিউ লেখা। রিভিউ লেখার জন্য আপনি কত টাকা চান সেকথা উল্লেখ করতে পারেন। সেই অর্থের পরিমান হতে পারে পোষ্ট অনুসারে (প্রাইস পার পোষ্ট) অথবা যতগুলি শব্দ রয়েছে সেই শব্দ অনুযায়ী (প্রাইস পার ওয়ার্ড)। যেমন প্রতি শব্দের জন্য ১ সেন্ট করে হলে ১০০ শব্দের জন্য আপনি পেতে পারেন ১৩.৫০ ডলার। হিসেবটা গোলমেলে মনে হচ্ছে নিশ্চয়ই। পে-পার-পোষ্ট সাইটের হিসেব এমনই।
তাদের মাধ্যমে কাজ করতে হলে আপনাকে প্রথমে নিজের ব্লগ রেজিষ্টার করাতে হবে। অর্থাত আপনার ব্লগের পরিচয় জানিয়ে আবেদন করতে হবে। আপনার ব্লগ অনুমোদন হলে (শুধুমাত্র ব্লগ, ওয়েবসাইট কিংবা ফোরাম গ্রহনযোগ্য না) আপনি রিভিউ লেখার সুযোগ পাবেন। আপনার প্রোফাইলে আপনার কাজের মুল্য লিখে রাখবেন। আপনার কাছে লেখার জন্য অফার যাবে। আপনাকে ৩ দিনের মধ্যে লেখা পোষ্ট করে (নিজের সাইটে) তার লিংক জানাতে হবে তাদের কাছে। অথবা তার আগেই আপনি টাকার বিষয়ে দরদাম করতে পারেন।
আপনার প্রশ্ন থাকতে পারে আপনার ব্লগ অনুমোদনের জন্য কি প্রয়োজন।
আসলে আপনার একটি ব্লগ থাকাই যথেষ্ট। পে-পার-পোষ্টের কোন শর্ত নেই যা পুরন করতে হবে। কাজেই অনুমোদনের জন্য আবেদন করা থেকেই আপনি অফার পেতে শুরু করবেন।
এবারে ডলারের হিসেবটা আরেকবার দেখা যাক। পোষ্ট লেখা এবং তার লিংক ব্যবহারের জন্য আপনি পাবেন ১২.৫০, এরপর ৫০ শব্দের জন্য এরসাথে যোগ হবে .৫০ ডলার, ১০০ শব্দের জন্য ১ ডলার। আপনাকে টাকা দেয়া হবে ৩০ দিন পর, অন্য হিসেবে আপনার একাউন্টে ৫০ ডলার জমা হলে আপনি পেপলের মাধ্যমে টাকা পাবেন। অর্থাত ৩০ দিনে আপনি ৫০ ডলার আয় না করলে টাকা পাওয়ার জন্য ৫০ ডলার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কাজেই,
. ব্লগ তৈরী করুন।
. তাদের সাইটে আবেদন করুন।
. তাদের নির্দেশমত পোষ্ট লিখুন
. উপার্জন করুন।
পে-পার-পোষ্ট এর ঠিকানা www.payperpost.com
ভাই কাজের জন্ন কী বিড করতে হয়?
ReplyDeleteবিড করতে হয় না। ব্লগের জন্য অনুমোদন নিতে হয়।
Delete