Tuesday, July 12, 2011

ইংরেজি শেখার পদ্ধতি

আপনি ইংরেজি শিখতে চান। সবচেয়ে বড় উপদেশ, কিছু একটা করুন। কিছু না করে ফল পাওয়ার আশা নেই। ইংরেজিকে পছন্দ করুন, টিভিতে ইংরেজি অনুষ্ঠান দেখুন, খবর শুনুন, ইংরেজি ছবি দেখুন, প্রতিটি বক্তব্য বোঝার চেষ্টা করুন। সম্ভব হলে ইংরেজি পত্রিকা-বই পড়ুন।
কথাটা যত সহজে বলা গেল কাজ তত সহজ না সেটা নিশ্চয়ই জানেন। ইংরেজি শেখার জন্য বহু পথ রয়েছে যার মাধ্যমে আপনার ইংরেজিতে উন্নত করতে পারেন। যদি একটি বিষয় মাথায় রাখেন, শিখতে হবে আপনাকেই। অন্য কেউ আপনাকে শিখিয়ে দিতে পারে না।
সহজে ইংরেজি শেখার জন্য আপনি  যে বিষয়গুলির দিকে দৃষ্টি দেবেন সেগুলি জেনে নিন।


নিজেকে আগ্রহি করা
আপনার আগ্রহ কতখানি তারওপর নির্ভর করে আপনি কত সহজে, কত ভালভাবে ইংরেজি শিখবেন। নিজেকে প্রশ্ন করুন;
.          আপনার ইংরেজি শেখা/ইংরেজিকে উন্নত করা কেন প্রয়োজন
.          ইংরেজি কোথায় ব্যবহার করবেন
.          আপনার কোন বিষয়ে দক্ষতা প্রয়োজন (পড়া, লেখা, শোনা, কথা বলা)
.          কতদিনের মধ্যে আপনার পর্যাপ্ত ইংরেজি শেখা প্রয়োজন
.          আপনি এজন্য কতটুকু সময় ব্যয় করতে পারেন
.          যদি অর্থ খরচ করা প্রয়োজন হয় কতটা অর্থ খরচ করতে প্রস্তুত আছেন
.          শেখার জন্য আপনার নিজস্ব কোন পরিকল্পনা আছে কিনা

একটা লক্ষ স্থির করা
আপনি ইংরেজি শিখতে চান কারন ইংরেজি আপনার নিজের ভাষা না, প্রয়োজন। প্রয়োজনের ওপর নির্ভর করে আপনি কি শিখবেন, কতটুকু শিখবেন। সাধারন কথাবার্তার জন্য অল্প কিছু প্রয়োজনীয় বিষয় শেখা যথেষ্ট হতে পারে। যদি ইংরেজিতে লিখতে চান তাহলে প্রয়োজন দীর্ঘকালীন প্রস্তুতি। আপনার শেখার কারনের ওপর নির্ভর করবে আপনিযদি ইংরেজি কোর্স করেন তাহলে ৩ মাসের করবেন নাকি ৬ মাসের করবেন। একেকজনের জন্য একেটা উপযোগি।
নিজের লক্ষ্য স্থির করুন এভাবে;
.          নিয়মিতভাবে ইংরেজি চর্চ্চার ব্যবস্থা করুন। কোন কোর্স করে হোক অথবা ইন্টারনেটের বিনামুল্যের সাইটের মাধ্যমেই হোক।
.          নিজে নিয়মিত কিছুটা পড়াশোনা করুন।
.          লিষ্ট করে প্রতিদিন কয়েকটি নতুন শব্দ শিখুন
.          প্রতিদিন অন্তত একটি লেখা পড়ুন। ইন্টারনেটে অথবা খবরের কাগজে অথবা বই থেকে।
.          অন্তত ১০ মিনিট ইংরেজি শোনা অভ্যেস করুন। রেডিও বা টিভিতে।
.          মাসে অন্তত একটি ইংরেজি ছবি দেখুন, সংলাপ বোঝার চেষ্টা করুন।

আপনি কোন ধরনের শিক্ষাথী সেটা জানুন
শিক্ষার্ধ বিভিন্ন ধরনের হয়। একেকজন একেভাবে ভাল শেখেন। আপনার জন্য কোনটি ভাল পদ্ধতি জানার চেষ্টা করুন। শিক্ষার্থীর ধরন হতে পারে
.          ভিজুয়াল লার্নার
শেখার জন্য কি আপনার সামনে শিক্ষক থাকলে স্বাচ্ছন্দবোধ করেন।
ক্লাশে কি সামনের সারিতে বসতে পছন্দ করেন
ক্লাশে ছবি-চার্ট-ভিডিও ইত্যাদি কি ভালভাবে শিখতে সাহায্য করে
ক্লাশের সময় কি আপনি সবকিছু নোট করেন
যদি এগুলি আপনার জন্য ঠিক হয় তাহলে আপনার উচিত সাধারন কোন কোর্স করা। ব্যক্তিগতভাবে কোর্স করলে বেশি উপকৃত হবেন।
.          অডিটরি লার্নার
আলোচনা, বক্তৃতা ইত্যাদি থেকে কি আপনি ভালভাবে শেখেন
কথা বলার সময় শব্দের উচু-নিচু, গতি কমবেশি করা এসব কি লক্ষ্য করেন
লেখা কিছু পড়ার থেকে কি অন্যের কাছে শোনায় স্বাচ্ছন্দ্য বোধ করেন।
যদি এগুলি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে রেডিও, টিভি বা অন্যভাবে শোনার ব্যবস্থা আপনার জন্য বেশি উপযোগি। নিজে পড়ার সময় জোরে শব্দ করে পড়ুন। সেটা রেকর্ড করে শুনুন।
.          ট্যাকটাইল লার্নার
আপনি কি হাতেকলমে উদাহরন দেখে শেখায় স্বাচ্ছন্দবোধ করেন।
দীর্ঘ সময় বসে থাকতে কি বিরক্তবোধ করেন
খুব সহজেই কি মনোযোগ বাধাগ্রস্থ হয়
তাহলে আপনার জন্য দলীয়ভাবে অংশ নিয়ে শেখার ব্যবস্থা সুবিধেজনক।

অন্যান্য পদ্ধতি
.          ইংরেজিতে কথা বলে এমন কারো সাথে সময় কাটান
.          যে বিষয়ে আপনার আগ্রহ সেই বিষয়ের ইংরেজি ভিডিও দেখুন বা বইপত্র পড়ুন
.          ইংরেজি গান শুনুন
.          ইন্টারনেটে অন্যের সাথে ইংরেজিতে যোগাযোগ রাখুন।

আপনার কোন বক্তব্য বা পরামর্শ থাকলে অন্যদের জানাতে পারেন মন্তব্য লিখে।

5 comments:

  1. আমি যে কথা গুলো অনেক সময় চিন্তা করি আপনি ঠিক তাই বলছেন। কেহ যদি আমাকে প্রতি দিন নতুন ৫টি ইংরেজী শব্দ এস এম এস করত তাহলে আমি মাসে ১৫০টি ওয়ার্ড শিখতে পারতাম। আর বছরে শেষে আমি একটি ডিকশনারী হতাম।
    প্রথম মাসে A দিয়ে
    দ্বিতীয় মাসে B দিয়ে.......০১৭৩৪৯৬২৭৯২

    ReplyDelete
  2. This site is very nice for a freelancer.I always get help from here.Everybody should visit it every moment for filled his thirst of knowledge and enrich their knowledge of job and career in online.
    Thanks!

    ReplyDelete
  3. কাউকে গুরুত্বপূর্ণ নথিপত্রের (documents) scanned copy কি পাঠানো উচিত ?

    ReplyDelete
    Replies
    1. গুরুত্বপুর্ন শব্দের বিভিন্নরকম অর্থ হতে পারে। ক্ষতিকর কাজে ব্যবহার হতে পারে কিনা সেটা যাচাই করেই যে কোন তথ্য অন্যকে দেয়া উচিত।

      Delete
  4. ধন্যবাদ।

    ReplyDelete