Tuesday, July 12, 2011

ওয়ার্ডপ্রেসে ফটোব্লগিং : ফটো গ্যালারী তৈরী

আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে আপনার তোলা ছবিগুলি ওয়েবসাইটের মাধ্যমে অন্যদের সামনে তুলে ধরতে চাইবেন সেটা স্বাভাবিক। ভিজিটরের সংখ্যা বাড়লে শুধুমাত্র ছবি দেখেয়েই সাইট থেকে আয়ের সুযোগ পাওয়া যায়। আর চাহিদা থাকলে বিক্রি করার বিষয় তো আছেই। আর যদি ওয়েব ডিজাইনার হন তাহলে পেশাগত কারনেই ফটোব্লগ তৈরী প্রয়োজন হতে পারে।
ফটোগ্রাফি বিষয়ক ব্লগ কিংবা সংক্ষেপে ফটোব্লগ যে কোন ব্লগিং সফটঅয়্যার ব্যবহার করতে পারেন। অন্যান্য সফটঅয়্যার থেকে ওয়ার্ডপ্রেসের সুবিধে হচ্ছে এখানে ফটোগ্যালারী তৈরী করা যায় খুব সহজে। একটি পোষ্টে ছবিগুলির আইকন (থাম্বনেইল ভিউ) দেখা যাবে, সেখানে ক্লিক করলে মুল ছবি দেখা যাবে। ওয়ার্ডপ্রেস বিনামুল্যের ব্লগ অথবা নিজস্ব হোষ্টিং দুযায়গাতেই এই পদ্ধতি ব্যবহার করা যায়। পদ্ধতিটি সাধারন পোষ্ট তৈরী থেকে কিছুটা ভিন্ন।
.          নতুন পোষ্ট তৈরীর জন্য Post – Add New কমান্ড সিলেক্ট করুন।
.          ইমেজ ফাইল ওপেন করার জন্য Insert Image আইকনে ক্লিক করুন।
.          ব্রাউজ করে ইমেজগুলি সিলেক্ট
.          Save All Changes বাটনে ক্লিক করুন।
.          গ্যালারীতে কয়টি কলাম (পাশাপাশি ছবি) ব্যবহার করবেন সিলেক্ট করুন।
.          ইমেজগুলি কিবাবে সাজানো হবে (নাম, তারিখ, অনিয়মিত) ঠিক করুন।
.          Insert Gallery বাটনে ক্লিক করুন।
.          পাবলিশ কমান্ড দিন।
সবগুলি ইমেজ একটি পোষ্টে গ্যালারী হিসেবে কাজ করবে। অবশ্য নিজস্ব হোষ্টিং ব্যবহারের সময় পৃথক প্লাগইন ব্যবহারের সুযোগ থাকায় আরো ভাল ফল পেতে পারেন।

3 comments:

  1. only photo show koriye income ta ki babe asbe?

    ReplyDelete
    Replies
    1. যে কোন ওয়েবসাইটের আয় আসে বিজ্ঞাপন থেকে। কোন সাইট যখন জনপ্রিয় হয় তখন বিজ্ঞাপন পাওয়া যায়। বিভিন্ন ধরনের বিজ্ঞাপন এবং আয় নিয়ে অনেকগুলি পোষ্ট রয়েছে এই সাইটে।

      Delete
  2. Photo gallery makes but why I earn from this way please describe this way.

    ReplyDelete