আমি নিজেই নিজের বস, ফ্রিল্যান্সারের মুল বক্তব্য এটাই। অন্যের অধীনে চাকরী করি না, নিজের পছন্দমত কাজ করি একথা বলার যোগ্যতা লাভ করা যায় ফ্রিল্যান্সার হয়ে। সেইসাথে যদি যোগ হয়, ফ্রিল্যান্সার হিসেবে অমুকে মাসে লক্ষ টাকা আয় করছে তাহলে বহু মানুষের এতে আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক।
. আপনি নিজেই আপনার অফিসের ম্যানেজার
আপনি হয়ত আপনার অফিসের ম্যানেজারকে পছন্দ এবং অপছন্দ করেন সবসময় আপনার দিকে দৃষ্টি রাখে এই কারনে। দৃষ্টি রাখে কারন সেটাই তার কাজ। আপনি যখন ফ্রিল্যান্সার তখন একাজ আপনারে নিজেকেই করতে হবে, এবং দৃষ্টি রাখতে হবে নিজের দিকে। কখন কি প্রয়োজন হবে সেটা ঠিক আছে কিনা থেকে শুরু করে কাজে ফাকি দিচ্ছেন কিনা সেটাও সেটাও দেখার দায়িত্ব আপনার।
আপনি হয়ত আপনার অফিসের ম্যানেজারকে পছন্দ এবং অপছন্দ করেন সবসময় আপনার দিকে দৃষ্টি রাখে এই কারনে। দৃষ্টি রাখে কারন সেটাই তার কাজ। আপনি যখন ফ্রিল্যান্সার তখন একাজ আপনারে নিজেকেই করতে হবে, এবং দৃষ্টি রাখতে হবে নিজের দিকে। কখন কি প্রয়োজন হবে সেটা ঠিক আছে কিনা থেকে শুরু করে কাজে ফাকি দিচ্ছেন কিনা সেটাও সেটাও দেখার দায়িত্ব আপনার।
. কাজ আপনার হাতে
আপনাকে কেউ কাজ বুঝিয়ে দিচ্ছে না। আপনাকেই যোগাযোগ করতে হবে ক্লায়েন্টের সাথে, কাজ বুঝে নিতে হবে, সেটা করতে হবে এবং সেটা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই।
আপনাকে কেউ কাজ বুঝিয়ে দিচ্ছে না। আপনাকেই যোগাযোগ করতে হবে ক্লায়েন্টের সাথে, কাজ বুঝে নিতে হবে, সেটা করতে হবে এবং সেটা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই।
. আপনি নিজেই একাউন্টেন্ট
মাস গেলে কেউ আপনার হাতে টাকা উঠিয়ে দিচ্ছে না। আপনার আয় করতে হবে নিজেকেই, কত আয় হল হিসেব রাখতে হবে এমনকি ট্যাক্সের হিসেব আপনাকেই রাখতে হবে।
মাস গেলে কেউ আপনার হাতে টাকা উঠিয়ে দিচ্ছে না। আপনার আয় করতে হবে নিজেকেই, কত আয় হল হিসেব রাখতে হবে এমনকি ট্যাক্সের হিসেব আপনাকেই রাখতে হবে।
. আপনি নিজেই আইটি বিশেষজ্ঞ
আপনার কম্পিউটার কাজ করছে না ? আপনাকেই জানতে হবে সমস্যা কোথায়। সমস্যা হার্ডঅয়্যারে নাকি সফটঅয়্যারে, কিছু কিনতে হবে নাকি পুরো কম্পিউটারই পাল্টাতে হবে, নিজে ঠিক করবেন, নাকি কারো কাছে নেবেন ঠিক করার দায়িত্ব আপনার।
আপনার কম্পিউটার কাজ করছে না ? আপনাকেই জানতে হবে সমস্যা কোথায়। সমস্যা হার্ডঅয়্যারে নাকি সফটঅয়্যারে, কিছু কিনতে হবে নাকি পুরো কম্পিউটারই পাল্টাতে হবে, নিজে ঠিক করবেন, নাকি কারো কাছে নেবেন ঠিক করার দায়িত্ব আপনার।
কথাগুলো শুনতে ভাল লাগার কথা না। মনে হচ্ছে ফ্রিল্যান্সিং আসলে খারাপ জিনিষ। অত ঝামেলার প্রয়োজন কি।
তাহলে ফ্রিল্যান্সিং এর ভাল দিকগুলি দেখুন;
. যখন খুশি কাজ করুন
হরতালের দিন কিংবা ঝড়বৃষ্টির মধ্যে বিপদের ঝুকি নিয়ে আপনাকে অফিস যেতে হবে না। এমনকি রাতজেগে আড্ডা দেয়ার পর সকালে ঘুমালেও কেউ বাধা দেবে না। যখন ইচ্ছে কোন একসময় কাজ সেরে নেবেন।
হরতালের দিন কিংবা ঝড়বৃষ্টির মধ্যে বিপদের ঝুকি নিয়ে আপনাকে অফিস যেতে হবে না। এমনকি রাতজেগে আড্ডা দেয়ার পর সকালে ঘুমালেও কেউ বাধা দেবে না। যখন ইচ্ছে কোন একসময় কাজ সেরে নেবেন।
. যা পছন্দ সেটাই করুন, যত খুশি কাজ করুন
আপনি গ্রাফিক ডিজাইনার অথচ আপনার বরাবরই আগ্রহ ভিডিও এডিটিং এর কাজ করবেন। কোন সমস্যা নেই। যখন সময় পাবেন সেকাজ করুন, একসময় সেটাই ফ্রিল্যান্সিং কাজের অংশ হবে। সেখান থেকেও আয় আসবে।
আপনি গ্রাফিক ডিজাইনার অথচ আপনার বরাবরই আগ্রহ ভিডিও এডিটিং এর কাজ করবেন। কোন সমস্যা নেই। যখন সময় পাবেন সেকাজ করুন, একসময় সেটাই ফ্রিল্যান্সিং কাজের অংশ হবে। সেখান থেকেও আয় আসবে।
. সবার সাথে সম্পর্ক রাখুন
আপনি আড্ডা দিতে ভালবাসেন। তাতেও কোন সমস্যা নেই। আড্ডা থেকেই নতুন কাজ হাতে পাবেন। যত বেশি আড্ড তত বেশি প্রচার, তত বেশি কাজ, তত বেশি অর্থ।
আপনি আড্ডা দিতে ভালবাসেন। তাতেও কোন সমস্যা নেই। আড্ডা থেকেই নতুন কাজ হাতে পাবেন। যত বেশি আড্ড তত বেশি প্রচার, তত বেশি কাজ, তত বেশি অর্থ।
ফ্রিল্যান্সিং এর ভাল-মন্দ সবই আছে। আপনার জন্য কোনটি বেশি প্রযোজ্য সেটাই বিষয়। সিদ্ধান্তও আপনার।
No comments:
Post a Comment