Thursday, July 14, 2011

ফ্রিলান্সিং কাজে ৩ সোস্যাল নেটওয়ার্কিং সাইট

একজন ফ্রিল্যান্সার নিজেই নিজের প্রতিস্ঠান। নিজের কাজ নিজেকেই খুজতে হয়, নিজের প্রচার নিজেকেই করতে হয়। ব্যবসা প্রতিস্ঠান যেমন পন্যের বিজ্ঞাপন দিয়ে সবাইকে আগ্রহি করে তোলেন সেভাবেই ফ্রিল্যান্সারও নিজেকে তুলে ধরনের পারেন প্রচারনার মাধ্যমে। ফলে কাজ পাওয়া সহজ হয়। অনেকের কাছেই টুইটার, ফেসবুক, ফোরস্কয়ার ফ্রিল্যান্সিং কাজের অংশ।
এটুকু বোঝার জন্য অন্যের পরামর্শ প্রয়োজন হয় না। কিংবা আপনি ধরে নিচ্ছেন সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলি ফ্রিল্যান্সিং কাজে আরো বেশি সহায়তা করতে পারে। এজন্য কি কি ব্যবস্থা রয়েছে সেটাই দেখা যাক। টুইটার, ফেসবুক, ফোরস্কয়ার এর মত জনপ্রিয় সাইটগুলি সম্পর্কে নতুনভাবে বলার কিছু নেই।  বরং এর বাইরে ফ্রিল্যান্সারদের উপযোগি কিছু সাইট দেখে নিন।
এমপ্লিফাই (http://amplify.com/ ) একটি সোস্যাল মিডিয়া টুল। এর মাধ্যমে আপনি পছন্দের কোন সাইট থেকে খুব সহজে পুরোটা বা কিছু অংশ শেয়ার বা বুকমার্ক করতে পারেন। মুল ধারনা হচ্ছে খুব সহজে প্রয়োজনীয় কিছু খুজে বের করা।
ফল হিসেবে যা পাওয়া যায়, শেয়ার করার ক্ষেত্রে যেমন কোন সীমাবদ্ধতা নেই তেমনি সাথেসাথেই ফলোয়ারের মত উত্তর পাবেন।
কুয়োরা ( http://www.quora.com/ ) প্রশ্ন উত্তরের সাইট। আপনি সেকানে কোন প্রশ্ন করতে পারেন, কেউ প্রশ্ন করলে আপনি উত্তর দিয়ে সহায়তা করতে পারেন। এধরনের সাইটের বৈশিষ্ট হচ্ছে সেখানে বিপুল পরিমান ভিজিটর নিয়মিত যান। যোগাযোগ বাড়ানোর জন্য যা অত্যন্ত সহায়ক।
ফ্লাদার (http://www.fluther.com/ ) আরেকটি প্রশ্ন-উত্তরের সাইট। এর ব্যবহার কুয়োরা থেকে সহজ, অন্যদিকে এখানে সত্যিকারের পেশাদারদের আনাগোনা কম।

No comments:

Post a Comment