ভিডিও এডিটিং কাজে আপনাকে প্রচুর সময় ব্যয় করে টাইমলাইনে ভিডিও ক্লিপ, ট্রানজিশন, অডিও ইত্যাদি সাজাতে হয়। সাধারনত ধারাবাহিক ভাবে মুরু থেকে শেষ পর্যন্ত এই কাজ করা হয়। কখনো কখনো এমন পরিস্থিতি হতে পারে যেখানে অনেকটা কাজ করার পর শুরুতে কিংবা মাঝখানে নতুন কিছু পরিবর্তন করা প্রয়োজন। হয়ত কিছু বাদ দেয়া কিংবা নতুন কিছু যোগ করা। ফল হিসেবে সেখান থেকে পরের অংশগুলি তারসাথে মিল রেখে নতুনভাবে সাজানো প্রয়োজন হতে পারে।
রিপল এডিট ব্যবহার করে সহজে একাজ করা যায়। আপনি যদি সমস্ত কাজ শেস করার পর শুরুতে ৫ সেকেন্ড ক্লিপ যোগ করেন তাহলে পুরো টাইমলাইনের সবকিছু ৫ সেকেন্ড সরে যায়গা করে দেবে, বিপরীতভাবে ৫ সেকেন্ড মুছে দিলে সেই যায়গা পুরন করবে।
ইউলিড ভিডিও এডিটরে ৩ ধরনের এডিটিং মোড রয়েছে। ডিফল্ট হচ্ছে নো-রিপল। আপনি ক্লিপের যে কোন পরিবর্তনই করুন না কেন, তার প্রভার অন্য ক্লিপের ওপর পরবে না। অন্য দুটি পদ্ধতি হচ্ছে সিংগল ট্রাক রিপল এবং মালটিপল ট্রাক রিপল।
নাম থেকেই ধরে নিতে পারেন, সিংগেল ট্রাক রিপলে যে ট্রাকে পরিবর্তন করছেন শুধুমাত্র সেই ট্রাকের পরের ক্লিপগুলির অবস্থান পরিবর্তন হবে, মাল্টিপল ট্রাক রিপল পদ্ধতিতে সবগুলি ট্রাকের সবকিছুতে পরিবর্তন হবে।
. কোন ক্লিপ আনার সময় কোন ধরনের রিপল ব্যবহার করবেন সেটা ক্লিক করে নিন।
. কাজ শেষে নো-রিপল বাটনে ক্লিক করে নিন।
নো রিপল মোডে কাজ করার সময় টাইমলাইনে এক বা একাধিক যায়গায় ফাকা অংশ তৈরী হতে পারে। পুরো টাইমলাইনে দেখে এধরনের ফাকা যায়গা বের করা কষ্টকর। আপনি কমান্ড ব্যবহার করে সেগুলি খুজে বের করতে পারেন।
. মেনু থেকে কমান্ড দিন Search – Find Empty Time Slot
. ফাকা যায়গা গুলির লিষ্ট পাওয়া যাবে। যে কোনটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে ফাকা যায়গা মুছে দেয়া যাবে।
No comments:
Post a Comment