ব্লগ কিংবা ওয়েবসাইট ব্যবহার করছেন এমন অনেকেই প্রশ্ন করছেন সাইটে এডসেন্স কিভাবে যোগ করবেন। এডসেন্স ব্যবহারের জন্য আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হয়। ধাপগুলো শিখে নিন।
. ব্লগার ব্যবহারকারীরা ড্যাসবোর্ডে নিচের দিকে Adsense লেখা একটি লিংক পাবেন। সেখানে ক্লিক করুন।
. আপনার সাইটের ঠিকানা, ই-মেইল, আপনার ঠিকানা ইত্যাদি দিয়ে আবেদন করুন।
. আপনার ইমেইলে জানানো হবে আপনি এডসেন্স ব্যবহারের অনুমতি পেয়েছেন কিনা। অনুমতি না দেয়া হলে তার কারন জানানো হবে। সাধারনত ৫ দিনের মধ্যে উত্তর দেয়া হয়।
. যদি অনুমতি দেয়া হয় তাহলে আপনার ই-মেইলে একটি লিংক দেয়া হবে। সেখানে ক্লিক করে তাদের সাইটে যান।
. কোন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করতে চান সেগুলি সিলেক্ট করুন। টেক্সট লিংক, ইমেজ, ভিডিও ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে। পেজের কোথায় ব্যবহার করবেন (সাইডবার, পোষ্টের মাঝখানে) সেটাও সিলেক্ট করুন।
. আপনার পছন্দমত বিজ্ঞাপনের জন্য কোড পাবেন। তাকে কপি করুন।
. আপনার সাইটে পেষ্ট করুন।
ব্লগারে কিভাবে এডসেন্স কোড ব্যবহার করবেন;
. ড্যাসবোর্ডে Design লিংকে ক্লিক করুন।
. Add a Widget লিংকে ক্লিক করুন।
. Adsense অংশে যোগ চিহ্নে ক্লিক করুন। এর আগে অবশ্যই এডসেন্স একাউন্ট থাকতে হবে।
. আপনার পছন্দমত সেটিং পরিবর্তন করুন।
অন্যভাবে ড্যাসবোর্ডে Monetize লিংকে ক্লিক করে এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন।
অন্য সফটঅয়্যারে তৈরী ওয়েবসাইট/ব্লগের জন্য সেই সফটঅয়্যারে এডসেন্স ব্যবহারের পদ্ধতি দেখে নিন। এজন্য প্রতিটি সফটঅয়্যারের নিজস্ব ব্যবস্থা/প্লাগইন থাকার কথা।
এডসেন্স ব্যবহারের আবেদন করার আগে তাদের নিয়মগুলি জেনে নিন এখান থেকে।
Tnks for your nice information
ReplyDelete