Tuesday, July 19, 2011

ওয়েব সাইটে এডসেন্স যোগ করা

ব্লগ কিংবা ওয়েবসাইট ব্যবহার করছেন এমন অনেকেই প্রশ্ন করছেন সাইটে এডসেন্স কিভাবে যোগ করবেন। এডসেন্স ব্যবহারের জন্য আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হয়। ধাপগুলো শিখে নিন।
প্রথম কাজ অবশ্যই আপনাকে এডসেন্স ব্যবহারের অনুমতি পাওয়া। এজন্য যা করবেন;
.          ব্লগার ব্যবহারকারীরা ড্যাসবোর্ডে নিচের দিকে Adsense লেখা একটি লিংক পাবেন। সেখানে ক্লিক করুন।
.          অন্য ওয়েব সাইটের জন্য গুগলের www.google.com/adsense/ সাইটে যান।
.          আপনার সাইটের ঠিকানা, ই-মেইল, আপনার ঠিকানা ইত্যাদি দিয়ে আবেদন করুন।
.          আপনার ইমেইলে জানানো হবে আপনি এডসেন্স ব্যবহারের অনুমতি পেয়েছেন কিনা। অনুমতি না দেয়া হলে তার কারন জানানো হবে। সাধারনত ৫ দিনের মধ্যে উত্তর দেয়া হয়।
.          যদি অনুমতি দেয়া হয় তাহলে আপনার ই-মেইলে একটি লিংক দেয়া হবে। সেখানে ক্লিক করে তাদের সাইটে যান।
.          কোন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করতে চান সেগুলি সিলেক্ট করুন। টেক্সট লিংক, ইমেজ, ভিডিও ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে। পেজের কোথায় ব্যবহার করবেন (সাইডবার, পোষ্টের মাঝখানে) সেটাও সিলেক্ট করুন।
.          আপনার পছন্দমত বিজ্ঞাপনের জন্য কোড পাবেন। তাকে কপি করুন।
.          আপনার সাইটে পেষ্ট করুন।
ব্লগারে কিভাবে এডসেন্স কোড ব্যবহার করবেন;
.          ড্যাসবোর্ডে Design লিংকে ক্লিক করুন।
.          Add a Widget লিংকে ক্লিক করুন।
.          Adsense অংশে যোগ চিহ্নে ক্লিক করুন। এর আগে অবশ্যই এডসেন্স একাউন্ট থাকতে হবে।
.          আপনার পছন্দমত সেটিং পরিবর্তন করুন।

অন্যভাবে ড্যাসবোর্ডে Monetize লিংকে ক্লিক করে এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন।
অন্য সফটঅয়্যারে তৈরী ওয়েবসাইট/ব্লগের জন্য সেই সফটঅয়্যারে এডসেন্স ব্যবহারের পদ্ধতি দেখে নিন। এজন্য প্রতিটি সফটঅয়্যারের নিজস্ব ব্যবস্থা/প্লাগইন থাকার কথা।
এডসেন্স ব্যবহারের আবেদন করার আগে তাদের নিয়মগুলি জেনে নিন এখান থেকে

1 comment: