ফ্রিল্যান্সার হিসেবে সফল হওয়ার জন্য কোন একটি কাজে দক্ষ হবেন এটা জরুরী। কাজেই সেদিকে বেশি দৃষ্টি দেবেন এটাই স্বাভাবিক। কিন্তু ফ্রিল্যান্সিং কাজের জন্য যে নিয়ম সেদিকে দৃষ্টি দেয়া কতটা জরুরী ?
বাংলা-টিউটর সাইটে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটের পরিচিতি, তাদের নিয়ম, ফ্রিল্যান্সারের জন্য নিয়ম, ক্লায়েন্টর সাথে যোগাযোগের নিয়ম ইত্যাদি নিয়মিত উল্লেখ করা হয়। কারন সফলতার অনেকখানি নির্ভর করে এর ওপর। আপনি নিশ্চয়ই জানেন সবচেয়ে বেশি জানা ছাত্র সবচেয়ে ভাল ফল করে না। পরীক্ষা দেয়া এক ধরনের কৌশল। ফ্রিল্যান্সিং কাজে ভাল করার জন্য নিয়মগুলি কৌশল হিসেবে কাজ করে।
প্রতিটি ফ্রিল্যান্স সাইটের নিজস্ব কিছু নিয়ম থাকে যা একজন থেকে আরেকজনের জন্য পৃথক হতে পারে। ক্লায়েন্ট এর সাথে যোগাযোগের পদ্ধতি, চুক্তি করার পদ্ধতি, অর্থ লেনদেনের পদ্ধতি এগুলি একেক সাইটে একেক রকম হতে পারে। কাজেই আপনি যে সাইটে কাজ করবেন সেখানে তাদের নিয়মগুলি পড়ে নেয়া আপনার প্রথম কর্তব্য।
ফ্রিল্যান্সিং এর নিয়ম ভালভাবে না জানলে যে সমস্যাগুলি হতে পারে;
. কাজ পাওয়ার সমস্যা
আপনার প্রধান লক্ষ ক্লায়েন্টের কাছে কাজ পাওয়া। ক্লায়েন্ট কি দেখে আপনাকে যাচাই করবেন সেটা নির্ভর করে সেই সাইটের (ওডেস্ক, ফ্রিল্যান্সার বা স্ক্রিপ্টল্যান্স) তথ্য দেখানোর পদ্ধতির ওপর। এক সাইটের নিয়ম অন্য সাইটে কাজ করবে এটা ধরে না নিয়ে প্রতিটি সাইটের নিজস্ব নিয়ম ভালভাবে জেনে নিন। কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে রেটিং বাড়ানো যায় সেগুলি লক্ষ করুন এবং ক্রমাগত কাজগুলি করতে থাকুন। নতুন ফ্রিল্যান্সাররা প্রায়ই একটি সমস্যায় পড়েন, কিছুদিন চেষ্টার পর ফল না পেয়ে হতাস হয়ে হাল ছেড়ে দেন। ফ্রিল্যান্সার হিসেবে সফল হওয়ার প্রথম গুন, ক্রমাগত চেষ্টা করে যাওয়া। হতে পারে ৬ মাস চেষ্টা করেও আপনি প্রথম কাজ পেলেন না। বিষয়টা হতাসাজনক। তারপরও কোথাও শুরু করতে হবে একথা মনে রেখে কাজ পাওয়ার চেষ্টা করতে থাকুন এবং কোথায় ভুল হচ্ছে জানার চেষ্টা করুন।
আপনার প্রধান লক্ষ ক্লায়েন্টের কাছে কাজ পাওয়া। ক্লায়েন্ট কি দেখে আপনাকে যাচাই করবেন সেটা নির্ভর করে সেই সাইটের (ওডেস্ক, ফ্রিল্যান্সার বা স্ক্রিপ্টল্যান্স) তথ্য দেখানোর পদ্ধতির ওপর। এক সাইটের নিয়ম অন্য সাইটে কাজ করবে এটা ধরে না নিয়ে প্রতিটি সাইটের নিজস্ব নিয়ম ভালভাবে জেনে নিন। কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে রেটিং বাড়ানো যায় সেগুলি লক্ষ করুন এবং ক্রমাগত কাজগুলি করতে থাকুন। নতুন ফ্রিল্যান্সাররা প্রায়ই একটি সমস্যায় পড়েন, কিছুদিন চেষ্টার পর ফল না পেয়ে হতাস হয়ে হাল ছেড়ে দেন। ফ্রিল্যান্সার হিসেবে সফল হওয়ার প্রথম গুন, ক্রমাগত চেষ্টা করে যাওয়া। হতে পারে ৬ মাস চেষ্টা করেও আপনি প্রথম কাজ পেলেন না। বিষয়টা হতাসাজনক। তারপরও কোথাও শুরু করতে হবে একথা মনে রেখে কাজ পাওয়ার চেষ্টা করতে থাকুন এবং কোথায় ভুল হচ্ছে জানার চেষ্টা করুন।
. পরিচিতির সমস্যা
ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, ক্লায়েন্ট কোন ভুল করলে (নিয়মের বাইরে কাজ করলে) কি করতে হয় এদিকে দৃষ্টি না রাখলে আপনার পরিচিতি নষ্ট হতে পারে। এমনকি আপনার একাউন্ট বাতিল করার মত ঘটনাও ঘটতে পারে। যেমন ক্লায়েন্টের সাথে ব্যক্তিগত যোগাযোগ করা আইনবিরোধী। আপনি না জেনে হয়ত সেটা করে বসতে পারেন ফলে আপনার একাউন্ট বাতিল হতে পারে।এজন্য কখন সেবার জন্য যোগাযোগ করতে হয়, কখন ক্লায়েন্টকে প্রশ্ন করতে হয় ইত্যাদি নিয়ম ভালভাবে জেনে নেয়া জরুরী।
ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, ক্লায়েন্ট কোন ভুল করলে (নিয়মের বাইরে কাজ করলে) কি করতে হয় এদিকে দৃষ্টি না রাখলে আপনার পরিচিতি নষ্ট হতে পারে। এমনকি আপনার একাউন্ট বাতিল করার মত ঘটনাও ঘটতে পারে। যেমন ক্লায়েন্টের সাথে ব্যক্তিগত যোগাযোগ করা আইনবিরোধী। আপনি না জেনে হয়ত সেটা করে বসতে পারেন ফলে আপনার একাউন্ট বাতিল হতে পারে।এজন্য কখন সেবার জন্য যোগাযোগ করতে হয়, কখন ক্লায়েন্টকে প্রশ্ন করতে হয় ইত্যাদি নিয়ম ভালভাবে জেনে নেয়া জরুরী।
. অর্থ লেনদেনে সমস্যা
প্রতিটি ফ্রিল্যান্সিং সাইট নির্দিস্ট কিছু নিয়মে লেনদেন করে। এই লেনদেনের নিয়ম ভালভাবে না জানলে হয়ত কাজ করেও টাকা পাবেন না। শুরুতেই আপনার জেনে নেয়া প্রয়োজন তারা যেভাবে অর্থ দেয় আপনার সেভাবে নেয়ার ব্যবস্থা আছে কিনা, কাজের জন্য কোন ফি দিতে হয় কি-না, কোন কাজে কত পরিমান ফি দিতে হয়, কাজের টাকা আগেই জমা রাখার ব্যবস্থা করা হবে কিনা ইত্যাদি।
আপনি অর্থের নিশ্চয়তা না রেখে কাজ জমা দিলে অর্থ না পাওয়ার ঘটনা ঘটে।
প্রতিটি ফ্রিল্যান্সিং সাইট নির্দিস্ট কিছু নিয়মে লেনদেন করে। এই লেনদেনের নিয়ম ভালভাবে না জানলে হয়ত কাজ করেও টাকা পাবেন না। শুরুতেই আপনার জেনে নেয়া প্রয়োজন তারা যেভাবে অর্থ দেয় আপনার সেভাবে নেয়ার ব্যবস্থা আছে কিনা, কাজের জন্য কোন ফি দিতে হয় কি-না, কোন কাজে কত পরিমান ফি দিতে হয়, কাজের টাকা আগেই জমা রাখার ব্যবস্থা করা হবে কিনা ইত্যাদি।
আপনি অর্থের নিশ্চয়তা না রেখে কাজ জমা দিলে অর্থ না পাওয়ার ঘটনা ঘটে।
. ফ্রিল্যান্সিং সাইটের আইন মেনে চলা
প্রতিটি সাইট তাদের নিজস্ব কিছু নিয়ম মেনে চলে। তাদের সেই নিয়ম বা শর্তগুলি ফ্রিল্যান্সার মানতে বাধ্য। আপনি যদি নিয়ম ঠিকভাবে না জানেন তাহলে ভুলের সম্ভাবনা থাকে। একবার পড়ে ভালভাবে বোঝা সম্ভব হয় না। এছাড়া সেখানে প্রায়ই পরিবর্তণ আনা হয়। কাজেই মাঝেমাঝে নিয়মগুলি পড়ে দেখুন।
প্রতিটি সাইট তাদের নিজস্ব কিছু নিয়ম মেনে চলে। তাদের সেই নিয়ম বা শর্তগুলি ফ্রিল্যান্সার মানতে বাধ্য। আপনি যদি নিয়ম ঠিকভাবে না জানেন তাহলে ভুলের সম্ভাবনা থাকে। একবার পড়ে ভালভাবে বোঝা সম্ভব হয় না। এছাড়া সেখানে প্রায়ই পরিবর্তণ আনা হয়। কাজেই মাঝেমাঝে নিয়মগুলি পড়ে দেখুন।
ফ্রিল্যান্সিং সাইটগুলি উন্নতি করার জন্য ফ্রিল্যান্সারদের সবসময়ই নানাধরনের পরামর্শ দিয়ে থাকে। এজন্য তাদের ফোরাম নিয়মিত পড়ুন। এই সাইটে চেষ্টা করা হয় সব ধরনের নিয়ম এবং পদ্ধতি তুলে ধরার। তারপরও এখান থেকে সবকিছু শেখা সম্ভব ধরে নেবেন না। বিশ্বে হাজার হাজার সাইট আছে ফ্রিল্যান্সারদের পরামর্শ দেয়ার জন্য। মাঝেমধ্যে সেগুলিও দেখুন। ফ্রিল্যান্সিং জগত অনেক বড়।
আপনার দক্ষতা বাড়ানোর জন্য যেমন ক্রমাগত চেষ্টা করতে হয় তেমনি নিয়ম এবং পদ্ধতির উন্নতি করার দিকে নিয়মিত দৃষ্টি দেয়াও জরুরী।
No comments:
Post a Comment