Saturday, January 21, 2012

ক্লিক করে আয়ের সাইট পিটিসি-বক্স

পিটিসি সাইটে ক্লিক করলে টাকা পাওয়া যায়, খুব সহজে বিনামুল্যে সদস্য হওয়া যায় এসব কারনে এধরনের সাইটগুলি অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে সমস্যা হচ্ছে এদের প্রচারনার জন্য নানাধরনের ফুলানো-ফাপানো কথা বলা হয়। আপনি প্রতি ক্লিকে ৫ ডলার পাবেন কিংবা মাসে অনায়াসে হাজার ডলার আয় করবেন ইত্যদি। এছাড়া লোকঠকানো ব্যবসার ঘটনাও ঘটে। আপনি কোনসাইটে ক্লিক করে দেখলে আপনার নামে টাকা জমা হচ্ছে। আপনি খুশিমনে কাজ করে যাচ্ছেন। যখন টাকা চাইলেন তখনই তারা যোগাযোগ বন্ধ করে দিল কিংবা সাইটটি উধাও হয়ে গেল। সেকারনে কোন পিটিসি সাইট ব্যবহারের আগে সেটা কতটা নির্ভরযোগ্য এবং তাদের সত্যিকারের দেয়া অর্থের পরিমান কত জেনে নেয়া ভাল।
পিটিসি-বক্স ১০ বছরে বেশি সময় ধরে কাজ করছে কাজেই বিশ্বাস করতে সমস্যা নেই। কিন্তু আগে যেমন বলা হয়েছে, আয় সম্পর্কে অনেক বাড়িয়ে বলা হয়। তাদের সত্যিকারের দেয়া অর্থের পরিমান আসলে কত দেখে নেয়া যাক।
শুরুতে আপনাকে বলা হবে প্রতি ক্লিকে ১০ সেন্ট (১০ ক্লিকে ১ ডলার) পাবেন। রেফারেল ক্লিকের জন্য পাবেন  ৫ সেন্ট। রেফারেল আয় ৩ ডলার হলে সেখান থেকে পাবেন ৩০ সেন্ট। এছাড়া বিভিন্ন ধরনের সাইটের লিংক পাবেন যেখানে বিনামুল্যে তাদের তথ্য পাওয়ার জন্য নিজের নাম লেখালে পেতে পারেন ১০০ ডলার পর্যন্ত।
কাজেই আপনার মনে হতে পারে খুবই আকর্ষনীয় প্রস্তাব।
বাস্তবে এখানে কিছু তথ্যঘাটতি রয়েছে। বিনামুল্যে সদস্য হলে এখানে উল্লেখ করা হিসেবে আপনি  টাকা পাবেন না। সাধারন বিজ্ঞাপনের জন্য ১ ডলার আয় করতে অন্তত ৫০০ ক্লিক করতে হবে, রেফারেল ক্লিক থেকে ১ ডলার আয়ের জন্য ৩ হাজার ক্লিক হতে হবে।
তাদের সত্যিকারের তথ্য হচ্ছে, বিনামুল্যের সদস্য হিসেবে ১ লেভেল রেফারেলের সুযোগ পাবেন ১০%, রেফারেল বোনাস পাবেন না কিংবা সাইন-আপের মাধ্যমে আয়ের সুযোগ পাবেন না। এরপর বিভিন্ন ধরনের সুবিধে পেতে আপনাকে টাকা দিয়ে বিভিন্ন ধরনের সদস্য হতে হবে। যেমন সিলভার, গোল্ড এবং প্লাটিনাম সদস্যের জন্য বছরে ৩০, ৬০ কিংবা ১০০ ডলার।
কাজেই বিনামুল্যের সদস্য হিসেবে আপনার আয় একেবারেই সামান্য। তারপরও শেষকথা হচ্ছে, এই সাইটকে বিশ্বাস করা যায়, সামান্য হলেও আয় করা যায়।
তারা টাকা দেয় পেপল কিংবা এলার্ট-পে এর মাধ্যমে। ২ ডলার জমা হলেই টাকা উঠানো যায়।
সদস্য হওয়া অত্যন্ত সহজ। তাদের সাইটে গিয়ে সাইন-আপ ক্লিক করুন। শুরুতেই আপনার ইমেইল এড্রেস দিতে হবে। সেখানে তারা মেইল পাঠাবে। দুঘন্টার মধ্যে ইমেইল ওপেন করে তাদের দেয়া লিংকে ক্লিক করুন এবং অন্যান্য তথ্য দিন।
আগে অবশ্যই এলার্ট-পে একাউন্ট তৈরী করে নেবেন কারন সদস্য হওয়ার সময় সেটা উল্লেখ করতে হবে। এলার্ট-পে একাউন্ট তৈরীর পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে।
তাদের ঠিকানা : www.ptcbox.com
কিভাবে ক্লিক করবেন
১. সদস্য হওয়ার পর তাদের সাইটে গিয়ে Member area বাটনে ক্লিক করুন এবং ইমেইল/পাশওয়ার্ড দিন।
২. Surf PTC Ads বাটনে ক্লিক করুন। আপনার ক্লিক করার জন্য বিজ্ঞাপন থাকলে দেখা যাবে এবং সেখানে ক্লিক করলে কত পাবেন লেখা থাকবে।
৩. বিজ্ঞাপনে ক্লিক করুন। বিজ্ঞাপনের ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হওয়ার জন্য টাইমারের দিকে লক্ষ্য রাখুন।
৪. ওয়েবসাইট লোড হলে বামদিকের রং বা চিহ্নের সাথে মিল রেখে ডানদিকের রং/চিহ্নে ক্লিক করুন। 
আপনার কাজ এটুকুই। সাথেসাথে আপনার একাউন্টে ক্লিকের টাকা জমা হবে। আরো বিজ্ঞাপন থাকলে সেখানেও একই নিয়মে ক্লিক করুন। সবসময়ই ক্লিক করার জন্য বিজ্ঞাপন পাবেন এমন কথা নেই। সেক্ষেত্রে পরে আবারো চেষ্টা করুন।


ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়


ব্লগিং এবং ইন্টারনেট


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার 
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ 
গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে  
যে ১০ কারনে গুগলে সাইট র‌্যাংকিং বাড়ানো হয় 
প্রচারের জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং 
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন 

No comments:

Post a Comment