ইলাষ্ট্রেটরে কোন সেপ তৈরীর সময় নতুন ডিজাইনার সবসময়ই হিমসিম খান। পেন, পেনসিল, ব্রাশ ইত্যাদি টুল ব্যবহার করে সহজ একটি সেপ তৈরী করতে বহু সময় ব্যয় করতে হয়। অথচ সাধারন সেপকে কিছুটা পরিবর্তন করে খুব সহজেই নানা ধরনের সেপ তৈরী করে নেয়া যায়। বিশেষ করে লোগো তৈরীর সময় এই পদ্ধতি খুবই কার্যকর। এধরনের কিছু উদাহরন এখানে দেখানো হচ্ছে।
ছবিতে দুটি পাখির প্রথম সেপটি তৈরী করা হয়েছে শুধুমাত্র ব্রাকেট চিহ্ন ব্যবহার করে। দ্বিতীয় সেপে ব্যবহার করা হয়েছে গ্রেটার দেন সাইন এবং বৃত্ত। তৃতীয় সেপটি তৈরী হয়েছে ইংরেজি এক্স অক্ষর দিয়ে। আর চতুর্থ সেপ তৈরী হয়েছে কিউ অক্ষরকে উল্টোভাবে রেখে কয়েকটি বৃত্ত ব্যবহার করে।
এর বেশি বর্ননা হয়ত প্রয়োজন নেই। বিভিন্ন ধরনের ফন্ট থেকে বিভিন্ন অক্ষর পরিবর্তন করে সহজে ডিজাইনে কাজে লাগাতে পারেন।
ফটোশপ টিউটোরিয়াল
- ফটোশপ কেন ব্যবহার করবেন
- বিটম্যাপ বনাম ভেক্টর
- ফটোশপ ইন্টারফেস পরিচিতি, প্রাথমিক কাজ
- ফটোশপ সিলেকশন টুল ব্যবহার
- ফটোশপ এডভান্সড সিলেকশন
- ফটোগ্রাফির জন্য ফটোশপ
- পোর্ট্রেট রিটাচিং, ছবির সমস্যা দুর করা
- ফটোশপে টেক্সট ব্যবহার
- লাইটিং ইফেক্ট
- লেয়ার ব্যবহার
- রং পরিবর্তন করা
- ছবি থেকে কিছু বাদ দেয়া
- ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
- টাক মাথায় চুল গজানো
- ফটোশপ প্লাগইন, টোপাজ ডি-নয়েজ ব্যবহার
- ছবির ফ্রেম তৈরী
- ট্রান্সফরম
- ফটোশপে এনিমেটেড জিফ তৈরী
- ফটোশপে ওয়াটারমার্ক তৈরী
- হিষ্টোরী ব্যবহার
- একশন ব্যবহার
- পাথ ব্যবহার
- ফটোশপে ভিডিও ব্যবহার
- ফটোশপে টেক্সট ইফেক্ট
- ওয়েব পেজের জন্য এক্সপোর্ট
- টেক্সট কাটআউট ইফেক্ট
- পাথ টেক্সট এবং সেপ
- লিকুইডিফাই ইফেক্ট
- ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
- এডবি ব্রিজ ব্যবহার
- ব্রিজ ব্যবহার করে স্লাইড শো কিংবা পিডিএফ তৈরী
- থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
- ফটোশপ পেইন্টিং
- ফটোশপ পেইন্টিং : ব্রাশের নানারকম ব্যবহার
- ফটোশপে স্ক্রিপ্ট ব্যবহার করে ইমেজ ব্যাচ প্রসেসিং
- চোখের রং পরিবর্তন
- এক ছবির অংশে আরেক ছবি ব্যবহার
গ্রাফিক ডিজাইন
No comments:
Post a Comment