Tuesday, November 1, 2011

লোগো তৈরী করুন সহজ সেপ থেকে

ইলাষ্ট্রেটরে কোন সেপ তৈরীর সময় নতুন ডিজাইনার সবসময়ই হিমসিম খান। পেন, পেনসিল, ব্রাশ ইত্যাদি টুল ব্যবহার করে সহজ একটি সেপ তৈরী করতে বহু সময় ব্যয় করতে হয়। অথচ সাধারন সেপকে কিছুটা পরিবর্তন করে খুব সহজেই নানা ধরনের সেপ তৈরী করে নেয়া যায়। বিশেষ করে লোগো তৈরীর সময় এই পদ্ধতি খুবই কার্যকর। এধরনের কিছু উদাহরন এখানে দেখানো হচ্ছে।
ছবিতে দুটি পাখির প্রথম সেপটি তৈরী করা হয়েছে শুধুমাত্র ব্রাকেট চিহ্ন ব্যবহার করে। দ্বিতীয় সেপে ব্যবহার করা হয়েছে গ্রেটার দেন সাইন এবং বৃত্ত। তৃতীয় সেপটি তৈরী হয়েছে ইংরেজি এক্স অক্ষর দিয়ে। আর চতুর্থ সেপ তৈরী হয়েছে কিউ অক্ষরকে উল্টোভাবে রেখে কয়েকটি বৃত্ত ব্যবহার করে।
এর বেশি বর্ননা হয়ত প্রয়োজন নেই। বিভিন্ন ধরনের ফন্ট থেকে বিভিন্ন অক্ষর পরিবর্তন করে সহজে ডিজাইনে কাজে লাগাতে পারেন। 

ফটোশপ টিউটোরিয়াল



No comments:

Post a Comment