Monday, January 23, 2012

ফ্রিল্যান্সার কখন ভাল ক্লায়েন্টকে বাদ দেন

ফ্রিল্যান্সার হিসেবে আপনার মুল লক্ষ্য ক্লায়েন্টের কাজ করা, নতুন কাজের জন্য নতুন ক্লায়েন্ট খোজ করা। কিন্তু এমন কি হতে পারে আপনি কোন ক্লায়েন্টের কাজ করবেন না।
অনেক কারনে এমন অবস্থার সৃষ্টি হতে পারে যখন বিশেষ ক্লায়েন্টের কাজ করা সম্ভব হয় না। কাজের ধরন, কাজ থেকে লাভ, আচরন যেকোন কিছুই আপনাকে নিরুতসাহিত করতে পারে কাজ সম্পর্কে। ফ্রিল্যান্সিং যেহেতু নির্দিস্ট চাকরী থেকে পৃথক সেহেতু আপনি খুব সহজেই একজনকে বাদ দিয়ে আরেকজনের কাজ করতে পারেন। অনেক সময় যাকে ভাল ক্লায়েন্ট বলা যায় তার কাজও ছেড়ে দিতে হয়।


কি কি কারনে ভাল ক্লায়েন্টের কাজ করা কঠিন হয় জেনে নিন।
.          দক্ষতা ব্যবহারের সুযোগ না থাকলে
ধরা যাক আপনার লক্ষ্য ওয়েব ডিজাইনার হওয়া। সেবিষয়ে যথেষ্ট দক্ষতা না থাকায় আপাতত ডাটা এন্ট্রির মত সহজ কাজ করছেন। এজন্য নির্দিষ্ট ক্লায়েন্ট আপনাকে নিয়মিত কাজ দিচ্ছে, নিয়মমত টাকা দিচ্ছে। তারপরও কি আপনি এই কাজ করে যেতে থাকবেন ?
যদি ওয়েব ডিজাইনার হওয়ার বিষয়টি ভুলে না যান তাহলে একসময় আপনাকে এই কাজ বাদ দিয়ে ওয়েব ডিজাইনের সাথে সম্পর্কিত কাজের খোজই করতে হবে। যদিও এক্ষেত্রে ক্লায়েন্টের কোন দোষ নেই তারপরও আপনাকে কাজ ছেড়ে দিতে হতে পারে।
.          ক্লায়েন্টের কাজের সাথে নৈতিকতার বিরোধ থাকা
কোন ক্লায়েন্ট আপনাকে নিয়মিত কাজ দিচ্ছে, নিয়মিত টাকা দিচ্ছে তারপরও সেই কাজটি যদি আপনার নৈতিকতার সাথে বেমানান হয় তাহলে হয়ত সেকাজ করবেন না। এক সমাজে যা বৈধ আরেক সমাজে তা অবৈধ। কিংবা এমন কোন ব্যবসার প্রচারনা যেখানে আপনি জানেন সেটা লোকঠকানো। আপনি হয়ত নিজে লোক ঠকাচ্ছেন না কিন্তু অন্যকে সাহায্য করছেন। এধরনের সমস্যা এড়ানোর জন্য কাজটি ছেড়ে দিতে পারেন।

কিভাবে কাজ ছেড়ে দেবেন
ক্লায়েন্ট ভাল অথবা মন্দ যেধরনেরই হোক না কেন, আপনি যাকিছু করবেন পেশাদারীত্ব ঠিক রেখে করবেন। এমন আচরন করবেন না যা আপনার ফ্রিল্যান্সিং পেশার পদ্ধতির সাথে বেমানান। ভাল ক্লায়েন্টকে না বলার কাজটি কঠিন। এজন্য কিছু নিয়ম মানতে পারেন।
.          সরাসরি কথা বলুন
ঠিক কি কারনে আপনি তার কাজ করতে পারছেন না সেটা স্পষ্ট করে জানান। কথা বলতে পারলে সবচেয়ে ভাল। সেটা সম্ভব না হলে লিখে জানান।
.          সামাজিকতা বজায় রাখুন
আপনি নিশ্চয়ই তারসাথে খারাপ আচরন করতে পারেন না। তাকে দোষি করতে পারেন না। বরং তাকে বোঝাতে চেষ্টা করুন আপনার সমস্যা কোথায়।
.          ক্লায়েন্টকে শতর্ক করুন
আপনার কাজের ওপর ক্লায়েন্টের ব্যবসা নির্ভর করে। আপনি হঠাত করে কাজ বন্ধ করে দিলে তার ব্যবসায় সমস্যা হবে একথা মাথায় রেখে আগেই তাকে জানান আপনার পক্ষে একাজ করা সম্ভব হবে না। তার প্রতিক্রিয়া কি জানুন। তিনি আপনার উপযোগি কাজ দিতে পারেন অথবা অন্য কোন সমাধান বের করতে পারেন।
.          অন্য ফ্রিল্যান্সারকে কাজ দিন
এই কাজ করতে আগ্রহি এমন অন্য কোন ফ্রিল্যান্সারের সাথে যোগাযোগ করে দিন। এতে আরেক ফ্রিল্যান্সার যেমন উপকৃত হবেন তেমনি ক্লায়েন্টও উপকৃত হবেন। সেইসাথে আপনার সাথে সম্পর্ক ঠিক থাকা এবং আপনার কাজ ছেড়ে দেয়া সবকিছুর সমাধান হবে।

ফ্রিল্যান্সিং একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিখে বহু চেষ্টার পর একজন সফল ফ্রিল্যান্সার হন। সেখানে নানা ধরনের সমস্যা তৈরী হতে পারে। যে সমস্যাই হোক না কেন, সঠিক নিয়মে সমাধান করুন।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়


ব্লগিং এবং ইন্টারনেট


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার 
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ 
গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে  
যে ১০ কারনে গুগলে সাইট র‌্যাংকিং বাড়ানো হয় 
প্রচারের জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং 
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন 

No comments:

Post a Comment