ওয়েবসাইট যখন আপনার আয়ের উতস তখন বেশি ভিজিটর আশা করবেন এটাই স্বাভাবিক। সাধারনভাবে বেশি ভিজিটর পাওয়ার জন্য সাইটকে সঠিক কাঠামোর মধ্যে রাখা, সঠিক কিওয়ার্ড ব্যবহার করা এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অন্যান্য যে পদ্ধতিগুলি ব্যবহার করতে হয় সে সম্পর্কে একাধিক লেখা রয়েছে বাংলা-টিউটর সাইটে।
এরপরও যদি যথেষ্ট পরিমান ভিজিটর না পান কিংবা ভিজিটরের সংখ্যা আরো বাড়াতে চান তাহলে সহজ পদ্ধতি হচ্ছে বিজ্ঞাপন দেয়া। জনপ্রিয় সাইটে ব্যানার বিজ্ঞাপন দিতে পারেন। আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে পিপিসি সাইটে বিজ্ঞাপন দেয়া। নিশ্চিত ফল পাওয়া যায় এতে।
এরপরও যদি যথেষ্ট পরিমান ভিজিটর না পান কিংবা ভিজিটরের সংখ্যা আরো বাড়াতে চান তাহলে সহজ পদ্ধতি হচ্ছে বিজ্ঞাপন দেয়া। জনপ্রিয় সাইটে ব্যানার বিজ্ঞাপন দিতে পারেন। আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে পিপিসি সাইটে বিজ্ঞাপন দেয়া। নিশ্চিত ফল পাওয়া যায় এতে।
পিপিসি এবং পিটিসি একই কার্যক্রমের অংশ। ক্লিক করলে টাকা পাওয়া যায় সেকারনে সাধারন সদস্যরা সেখানে নাম লিখিয়ে ক্লিক করেন। শর্ত হচ্ছে প্রতিবার ক্লিক করে একটি বিজ্ঞাপন দেখতে হবে। বিজ্ঞাপনদাতা হিসেবে সেখানে বিজ্ঞাপন দিলে তাদের চোখে পড়বেই। তারা যেমন প্রতি ক্লিকে টাকা পান তেমনি আপনাকে টাকা দিতে হবে প্রতি ক্লিকের জন্যই। তবে এই টাকার পরিমান সামান্যই। অত্যন্ত জনপ্রিয় পিটিসি সাইটে ১ ডলারে ৪ থেকে ৫ হাজার ক্লিক পেতে পারেন। অন্তত পরীক্ষামুলকভাবে হলেও ১ ডলার খরচ করে দেখতে পারেন কি ফল হয়।
পিপিসি বিজ্ঞাপনের জন্য অত্যন্ত আকর্ষনীয়ভাবে প্রচারপত্র লিখতে হয়। এমন কিছু যা দেখে ভিজিটর আকৃষ্ট হবেন। পিটিসি সাইট যারা ব্যবহার করেন তারা সাধারনত অল্প পরিশ্রমে সহজে টাকা আয় করতে আগ্রহি। তাদেরকে আকৃষ্ট করার মত বিজ্ঞাপনে ভাল ফল পাওয়া যায়।
সমস্যা একটিই, সামান্য হলেও টাকা দিতে হয়। সাধারনত পিটিসি সাইটগুলি অর্থ লেনদেনের জন্য পেপল, এলার্ট-পে ইত্যাদি ব্যবহার করে।
দ্রুত ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার জন্য ক্লিকসেন্স, পিটিসিবক্স ইত্যাদি সাইটে বিজ্ঞাপন দিতে পারেন।
Good Idea
ReplyDelete