Monday, January 16, 2012

ফ্রিল্যান্সিং কখন আপনার উপযোগি না

সাধারনভাবে বাংলা-টিউটর সাইটে ফ্রিল্যান্সিং হওয়ার পরামর্শ দেয়া হয়। কারন এটাই বিশ্বাস যে এর মাধ্যমে নির্জের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব কিংবা বর্তমান পেশা থেকে ভাল করা সম্ভব। তারপরও কারো কারো জন্য হয়ত ফ্রিল্যান্সিং ঠিক উপযোগি না।
ফ্রিল্যান্সিং শুরু করার পর বা চেষ্টা করার পর যে অভিজ্ঞতাগুলি হয় তার আলোকে কিছু বৈশিষ্ট উল্লেখ করা হচ্ছে। যদি আপনার মধ্যে এই বৈশিষ্টগুলি থাকে এবং সেগুলি ত্যাগ করতে আগ্রহি না হন তাহলে ফ্রিল্যান্সিং এর চেয়ে অন্য পেশায় ভাল করার সম্ভাবনা বেশি।
.          আপনার একমাত্র যোগাযোগ কর্মক্ষেত্রে
এমন অনেকেই আছেন যারা কোথাও চাকরী করার সময় সহকর্মীদের সাথে মেলামেশা করেন, এর বাইরে কারো সাথেই তেমন যোগাযোগ নেই। তাদের পক্ষে ফ্রিল্যান্সিং এর মত একা কাজ করার বিষয়ে অভ্যস্থ হওয়া কঠিন। ফ্রিল্যান্সারকে একা কাজ করতে হয় একথা জেনেই এপথে আশা ভাল।
.          আপনি অন্যের নির্দেশমত কাজ করতে স্বচ্ছন্দবোধ করেন
অনেকেই কাজ করার সময় আশা করেন কাজটি কিভাবে করবেন সেটা আরেকজন বলে দিক। অনেকে এতটাই অভ্যস্থ হয়ে পড়েন যে নিজে সিদ্ধান্ত নিয়ে কিছু করার সময় হিমসিম খান। অন্যের মতের ওপর নির্ভর করে ফ্রিল্যান্সিং এ ভাল করা কঠিন।
.          আপনি নির্দিষ্ট নিয়মে চলতে অভ্যস্থ
অনেকেই নির্দিস্ট নিয়মের বাইরে যান না। নির্দিষ্ট সময়ে ঘুম, নির্দিষ্ট সময়ে খাওয়া সহ অন্যান্য কাজে সময়ের হেরফের করেন না।  ফ্রিল্যান্সারের জন্য স্বাভাবিক বিষয় হচ্ছে নিয়মের ব্যতিক্রম। সময়মত কাজ শেষ করতে কখনো হয়ত সারারাত কাজ করতে হতে পারে।
.          বর্তমান কাজকে অপছন্দ করা ফ্রিল্যান্সার হওয়ার একমাত্র কারন
অনেক কারনে মানুষ বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারে না। সেকারনে ফ্রিল্যান্সার হওয়ার আগে যে কাজে দক্ষতা আছে সেই বিষয়ের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি যাচাই করে নিন। কোন এক সময় ফ্রিল্যান্সিংকেও অপছন্দ করার মত কিছু ঘটতে পারে।
.          চরম অর্থসংকটের মধ্যে থাকা
ফ্রিল্যান্সিং থেকে যথেষ্ট পরিমান আয় করা যায় একথা যেমন সত্যি তেমনি শুরুতে এজন্য অনেকটা সময় লেগে যেতে পারে এটাও সত্যি। যদি তাতক্ষনিকভাবে অর্থ প্রয়োজন হয় তাহলে হয়ত এখানে সাথেসাথে ফল পাবেন না। ফ্রিল্যান্সারকে সাফল্যের জন্য ধৈর্য্য ধরে দিনের পর দিন চেষ্টা করে যেতে হয়।
.          আপনি সবসময় সহজে কাজ সারতে পছন্দ করেন
অনেক কাজই কোনমতে শেষ করা যায়। একসময় এটা মানষিকতা হয়ে দাড়ায়। একজন সফল ফ্রিল্যান্সারের বৈশিষ্ট সবসময়ই যতটুকু প্রয়োজন তারথেকে কিছুটা বেশি কাজ করা। এই মানষিকতার দিকে লক্ষ রাখুন।
.          আপনার দক্ষতা কোথায় জানেন না
আপনি হয়ত অনেকগুলি সফটঅয়্যার ব্যবহার করেন কিন্তু ঠিক কোন কাজে সত্যিকার দক্ষ সেটা জানেন না। সম্ভবত কখনো যাচাই করা প্রয়োজন হয়নি। ফ্রিল্যান্সার হওয়ার আগে সেটা যাচাই করে নিন এবং যে বিষয়ে ফ্রিল্যান্সার হতে চান সেই বিষয়ে দক্ষতা নিশ্চিত করুন।
.          আপনি দ্রুত ধনী হতে চান
ফ্রিল্যান্সার যথেস্ট পরিমান আয়ের সুযোগ করে দেয় তাইবলে দ্রুত অনেক টাকা আয় করবেন এই ধারনা নিয়ে ফ্রিল্যান্সার না হওয়াই ভাল। টাকা আয় একমাত্র লক্ষ হলে আরো অনেক পথ পাবেন।
.          ফ্রিল্যান্সিংক পরোক্ষ আয় মনে করেন
আপনি মনে করছেন অন্য কাজের সাথে ফ্রিল্যান্সিং থেকে অতিরিক্ত কিছু আয় হলে ভালই হয়। বাস্তবে একাজে এতটাই সময় এবং শ্রম দিতে হয় যে একে পুরোপুরি পেশা হিসেবে না নিলে ভাল করার সম্ভাবনা নেই।
.          আপনি রাগ সামলাতে পারেন না
রাগ যে কোন অবস্থাতেই ক্ষতিকর। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিছুটা বেশিই। কোন ক্লায়েন্ট অকারনেই এমনকিছু করতে পারেন যা আপনার ক্ষোভ তৈরীর জন্য যথেষ্ট। যদি নিজেকে সামাল দিতে না পারেন তাহলে ফ্রিল্যান্সিং পেশার বড় ধরনের ক্ষতি হবে। রাগতভাবে একলাইন লিখে ফ্রিল্যান্সিং পেশার ক্ষতি ডেকে আনতে পারেন।

যদি ভালভাবে ভেবে দেখেন তাহলে মনে হবে এই বৈশিষ্টগুলি কমবেশি সকলের মধ্যেই আছে। সেঅর্থে হয়ত বলা উচিত কারোই ফ্রিল্যান্সার হওয়া উচিত না। আপনি বিষয়গুলি সম্পর্কে কতটা সচেতন সেটাই বিষয়। ফ্রিল্যান্সার হওয়া অবশ্যই একটি বড় সিদ্ধান্ত।  একবার শুরু করলে এপথ থেকে সরবেন না এমন মনোভাব নিয়েই কাজ শুরু করা উচিত।

No comments:

Post a Comment