Thursday, July 26, 2012

ফ্রিল্যান্সিং কাজের বিভিন্ন সাইট


ইন্টারনেটে কাজ পাওয়ার জন্য ওডেস্ক, ফ্রিল্যান্সার ইত্যাদি সাইটের প্রচার এবং পরিচিতি এত বেশি যে অনেকে মনে করেন কাজের জন্য এই সাইটগুলিই ব্যবহার করতে হবে। এই সাইটগুলি অত্যন্ত বড়, কাজ বেশি এসব যেমন সত্য তেমনি সেখানে প্রতিযোগিতা বেশি, কাজ পাওয়া কঠিন এটাও সত্য।
সবচেয়ে বড় সাইট হলেও বেশি উপকারে আসবে একথা ঠিক না। অনেক সময় কাজের ধরন অনুযায়ী ছোট সাইট বেশি প্রিয় হতে পারে। বিশেষ করে যারা নতুন শুরু করছেন তারা খুব সহজ, ছোট কাজ পেতে পারেন। এখানে এধরনের সাইটের একটি তালিকা দেয়া হচ্ছে।

কোন সাইটে কাজ করার আগে তাদের নিয়মগুলি জেনে নেয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যখন নানা ধরনের বিধিনিশেধ এবং সীমাবদ্ধতা আছে। বিশেষ করে অর্থ লেনদেনের পদ্ধতি বাংলাদেশে গ্রহনযোগ্য কি-না জেনে তবেই কাজ শুরু করুন।
এই সাইটগুলি সারা বিশ্বের মানুষ ব্যবহার করেন। অনেক ব্যবহারকারীই বিশেষ কোন সাইট ব্যবহারে সন্তুষ্ট। আবার ক্ষেত্রবিশেষে অভিযোগ নেই একথাও বলা যায় না। কোন সাইট ব্যবহার করে ভাল ফল পেলে (বা সমস্যার সম্মুখিন হলে) অন্যদের জানাতে পারেন।

2 comments:

  1. এসব সাইট কি পরিক্ষিত ? এগুলোর মধ্যে একমাত্র microworkers এ কাজ করে আমি পেমেন্ট পেয়েছি । jobboy সম্ভবত স্ক্যাম । সঠিকভাবে করা কাজও এখানে মিসরেট করা হয় । আবার আডমিন রিপোর্ট করেও কোন সাড়া পাইনি । একই অভিযোগ minuteworkers সম্পর্কেউ । তবে minuteworkers নাকি আগে পেমেন্ট দিতো । মিনিজব এ কয়েকমাস আগে সাইন আপ করেছি কিন্তু এখোনো পর্যন্ত কোন কাজ পাইনি । agentanything সাইটটা আমাদের দেশের জন্য নয় । minifreelance সম্ভবত কোন এক কালে কিছু জব পোস্ট করা হয়েছে আডমিনদের পক্ষ থেকে । কিন্তু ঐ কয়েক্টি কাজ করার পর আর কোন কাজ পাওয়া যায়্না । desklancer ও এরকম । তবে ভাই দয়া করে পরিক্ষিত সাইট সম্পর্কে লিখুন

    ReplyDelete
    Replies
    1. অনলাইন রিভিউ অনুযায়ী এগুলি অন্তত স্ক্যাম সাইট না। সবগুলি সাইট নিজে যাচাই করে লেখা সম্ভব না। যাচাই করার পর তাদের সসম্পর্কে পৃথকভাবে লেখা হবে।

      Delete