আগের পোষ্টে
নির্দিষ্ট ধরনের কিছু ফ্রিল্যান্সিং কাজ এড়িয়ে যেতে পরামর্শ দেয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এর বিপরীত অবস্থা কি হতে পারে না ? এমন কোন কাজ
যা আগ্রহ নিয়ে করবেন।
সুখবর হচ্ছে
এধরনের কাজেরও অভাব নেই। ফ্রিল্যান্সিং জগতে এমন অনেক কাজ রয়েছে যা অতি আগ্রহ নিয়ে
করতে পারেন। এধরনের কাজের কিছু বৈশিষ্ট উল্লেখ করা হচ্ছে এখানে।
.
পছন্দ
করেন এমন কারো কাজ
অধিকাংশ ব্যক্তিকে যদি বিশেষ কোন কারনে অপছন্দ করেন (অনেকের ক্ষেত্রে নানারকম তিক্ত অভিজ্ঞতার কারনে সেটা হতে পারে) তাহলেও এমন কারো দেখা পাবেন যাকে পছন্দ হয়, যার ওপর নির্ভর করা যায়। এমন কেউ যাকে আপনি সন্মান করেন। এমন কারো কাজ করার সুযোগ পেলে হাতছাড়া করা উচিত না। বরং আপনি যে বিশেষ করে সেই কাজে আগ্রহি সেটা জানানোই ভাল। কাজ শেষে তারকাছে প্রশংসাপত্র চেয়ে নিন যা আপনার পরবর্তীতে উপকারে আসবে।
অধিকাংশ ব্যক্তিকে যদি বিশেষ কোন কারনে অপছন্দ করেন (অনেকের ক্ষেত্রে নানারকম তিক্ত অভিজ্ঞতার কারনে সেটা হতে পারে) তাহলেও এমন কারো দেখা পাবেন যাকে পছন্দ হয়, যার ওপর নির্ভর করা যায়। এমন কেউ যাকে আপনি সন্মান করেন। এমন কারো কাজ করার সুযোগ পেলে হাতছাড়া করা উচিত না। বরং আপনি যে বিশেষ করে সেই কাজে আগ্রহি সেটা জানানোই ভাল। কাজ শেষে তারকাছে প্রশংসাপত্র চেয়ে নিন যা আপনার পরবর্তীতে উপকারে আসবে।
.
ভাল
টাকার দীর্ঘকালীন কাজ
দীর্ঘকালীন কাজের বড় সুবিধে হচ্ছে যতদিন সেই কাজ চালু থাকে ততদিন অন্য কাজ খোজার জন্য বেশি সময় ব্যয় করতে হয় না। সেইসাথে যদি আয় সন্তোষজনক হয় তাহলে অনেকটা নির্ভার হয়ে কাজ করার সুযোগ তৈরী হয়।
দীর্ঘকালীন কাজের বড় সুবিধে হচ্ছে যতদিন সেই কাজ চালু থাকে ততদিন অন্য কাজ খোজার জন্য বেশি সময় ব্যয় করতে হয় না। সেইসাথে যদি আয় সন্তোষজনক হয় তাহলে অনেকটা নির্ভার হয়ে কাজ করার সুযোগ তৈরী হয়।
.
দক্ষতা
বাড়ায় এমন কাজ
এমন কোন কাজ করার সুযোগ পেতে পারেন যা করলে আপনার বিশেষ বিষয়ে দক্ষতা বাড়ানোর সুযোগ দেয়। কোন বিষয় শেখার জন্য এটা সবচেয়ে ভাল পদ্ধতি। একদিকে বাস্তব কাজ করার সুযোগ, কিভাবে করবেন সেই নির্দেশ অন্যদিকে আয়, সবই একসাথে থাকে। নতুন বিষয় শেখার জন্য যথেষ্ট সময় হাতে রাখা এবং তথ্য সংগ্রহের বিষয়টি ভুলে যাবেন না।
এমন কোন কাজ করার সুযোগ পেতে পারেন যা করলে আপনার বিশেষ বিষয়ে দক্ষতা বাড়ানোর সুযোগ দেয়। কোন বিষয় শেখার জন্য এটা সবচেয়ে ভাল পদ্ধতি। একদিকে বাস্তব কাজ করার সুযোগ, কিভাবে করবেন সেই নির্দেশ অন্যদিকে আয়, সবই একসাথে থাকে। নতুন বিষয় শেখার জন্য যথেষ্ট সময় হাতে রাখা এবং তথ্য সংগ্রহের বিষয়টি ভুলে যাবেন না।
.
নিজের
পছন্দের কাজ
প্রত্যেকেই কিছু কাজ করতে ভালবাসেন। একারনেই মানুষ অর্থ এবং সময় ব্যয় করে খেলা দেখে, গান শোনে, বই পড়ে, ছবি দেখে। আপনার শখের সাথে সম্পর্কিত কোন কাজ হলে সেটা করে আলাদা আনন্দ পাওয়া যায়। সেকারনে এধরনের কাজে আগ্রহ দেখাতে পারেন।
প্রত্যেকেই কিছু কাজ করতে ভালবাসেন। একারনেই মানুষ অর্থ এবং সময় ব্যয় করে খেলা দেখে, গান শোনে, বই পড়ে, ছবি দেখে। আপনার শখের সাথে সম্পর্কিত কোন কাজ হলে সেটা করে আলাদা আনন্দ পাওয়া যায়। সেকারনে এধরনের কাজে আগ্রহ দেখাতে পারেন।
.
যে
কাজ অত্যন্ত ভাল আয় হয়
বিশেষ কোন কাজ করার সময় হয়ত বিরক্তিকর মনে হতে পারে। যারা কাজ করান তারাও সেটা জানেন। সেকারনেই কোন কোন কাজের জন্য পারিশ্রমিক দেয়া হয় অত্যন্ত বেশি। তিনি আশা কাজ করার সময় অতিরিক্ত মনোযোগ ব্যয় করা হবে এবং অর্থ দিয়ে সেই মনোযোগ আকর্ষনের কাজ করা হবে। বেশি অর্থের কাজ দেখলে বোঝার চেষ্টা করুন সেটা কেন দেয়া হচ্ছে, তারসাথে মিল রেখে কাজ করুন।
বিশেষ কোন কাজ করার সময় হয়ত বিরক্তিকর মনে হতে পারে। যারা কাজ করান তারাও সেটা জানেন। সেকারনেই কোন কোন কাজের জন্য পারিশ্রমিক দেয়া হয় অত্যন্ত বেশি। তিনি আশা কাজ করার সময় অতিরিক্ত মনোযোগ ব্যয় করা হবে এবং অর্থ দিয়ে সেই মনোযোগ আকর্ষনের কাজ করা হবে। বেশি অর্থের কাজ দেখলে বোঝার চেষ্টা করুন সেটা কেন দেয়া হচ্ছে, তারসাথে মিল রেখে কাজ করুন।
অবশ্যই এই বিষয়গুলির
বাইরে আরো বহু বিষয় থাকতে পারে যার কারনে আপনি বিশেষ কাজে আগ্রহ দেখাতে পারেন। প্রত্যেকেরই
এমন কিছু অভিজ্ঞতা থাকে যখন মনে হয়, যত টাকাই দিক অমুক কাজ করব না। কিংবা
বিপরীতভাবে, নিজের টাকা খরচ করে হলেও অমুক কাজ করব।
ফ্রিল্যান্সিং
কাজ করা হয় টাকার জন্য। তারপরও টাকা ছাড়াও আরো বিষয় থাকে যার কারনে কোন কাজ পছন্দ
করবেন, কোন কাজ করবেন না। কেন করবেন, কেন করবেন না এই ব্যাখ্যা আপনার কাছে যতটা
স্পষ্ট আপনার পক্ষে কাজ করা ততটা সহজ।
No comments:
Post a Comment