Thursday, September 20, 2012

যে ফ্রিল্যান্সিং কাজগুলি এড়িয়ে চলবেন


ফ্রিল্যান্সিং কাজের সুবিধে হচ্ছে প্রতিটি কাজ হিসেব হয় পৃথকভাবে। প্রতিটি কাজের জন্য পৃথকভাবে টাকা পাওয়ার কথা। কাজেই কাজ করা মানেই আয় করা। অন্য কথায় আয় করতে চাইলে প্রতিটি কাজই করা উচিত।
যারা নিয়মিত কাজ করেন তারা ভাল করেই জানেন শুধুমাত্র টাকার পরিমান দিয়ে কাজ হিসেব করা যায় না। বেশি পরিমান অর্থের বিষয় থাকলেও অনেক কাজ করা বিভিন্ন কারনে কঠিন হয়ে দাড়ায়। যারা ফ্রিল্যান্সিং মাত্র শুরু করেছেন, কাজের চেষ্টা করছেন তারাও সহজেই বোঝেন টাকা একমাত্র বিষয় না। ক্লায়েন্ট এমন কিছু চান যা সবসময় করা যায় না। ফল হিসেবে বারবার চেষ্টা করেও কাজ না পাওয়া, অথবা কাজ করে নস্তুষ্ট না হওয়া।
এখানে বিশেষ কিছু ধরন উল্লেখ করা হচ্ছে যেগুলি বিবেচনা করে নিজেই সেধরনের কাজ থেকে দুরে থাকতে পারেন।


.          জটিল ক্লায়েন্ট এর কাজ
একজন ব্যক্তির সাথে আরেকজনের সম্পর্কের ভালমন্দ নির্ভর করে চিন্তাধারার মিল থাকা না থাকার ওপর। কারো সাথে যোগাযোগের সময় যদি অমিল দেখতে পান তাহলে সেকাজ থেকে দুরে থাকাই ভাল। হাতে কাজ না থাকলে হয়ত মনে হতে পারে আয়ের জন্য সেটা করা জরুরী। বাস্তবতা হচ্ছে, অনেক ফ্রিল্যান্সার তাদের অভিজ্ঞতার বিচারে বলে বসবেন, যত টাকাই হোক ওকাজ করব না।
আপনার যদি তেমন অভিজ্ঞতা না হয়ে থাকে তাহলে অন্যের অভিজ্ঞতাকে কাজে লাগান। আগে থেকেই শতর্ক হোন।
.          যে কাজের শেষ নেই
অনেক ক্লায়েন্ট কাজ শেষ হওয়ার পরও কিছু পরিবর্তন করিয়ে নিতে চান। অনেক সময় সেটা করে দিতেও হয়। ফ্রিল্যান্সার হিসেবে এধরনের পরিবর্তনকে নিয়মের মধ্যে আনা জরুরী। কতবার পরিবর্তন করা হবে সেটা আগেই ঠিক করে নিন। সেটা নির্দিষ্ট না হলে সেকাজ এড়িয়ে চলুন।
.          যে কাজের নির্দিষ্ট সময় নেই
কিছুদিনের মধ্যে শুরু হতে যাওয়া এক প্রোজেক্টে আকর্শনীয় সুবিধে সহ কোন অফার পেলেন। মনে হতে পারে এটা খুবই ভাল সুযোগ। বাস্তবে এধরনের প্রস্তার এড়িয়ে চলার চেষ্টা করুন। সব দেশে, সব সমাজে বহু মানুষ গুগল, ফেসবুক, ডিজনির মত বিশাল কিছু করার স্বপ্ন দেখেন।  যারা সত্যিকারের কাজ করেন তারা বড় কোম্পানীর দিকে তাকান না, যতটা সম্ভব ছোট হিসেবে শুরু করেন, এরপর ক্রমে বড়র দিকে যান। বিশাল বটগাছের শুরু ছোট্ট বীজ থেকে, এটাই প্রকৃতির নিয়ম।
.          যে কাজে সময় কম
খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে এমন কাজ থেকে দুরে থাকা ভাল। আপনার হিসেবে হয়ত সেই সময়ে কাজ শেষ হতে কোন সমস্যা হবে না, বাস্তবে যারা কম্পিউটার সম্পর্কিত পেশায় কাজ করেন তারা ভাল করেই জানেন সমস্যা কত ধরনের হতে পারে। হার্ডঅয়্যার, সফটঅয়্যারের এমন সমস্যা হতে পারে যার কোন ব্যাখ্যা নেই। সেইসাথে বিদ্যুত, ইন্টারনেট থেকে শুরু করে যে কোন কারনেই কাজ সময়মত শেষ না হতে পারে।
হিসেবে যে সময়ে কাজ শেষ হওয়ার কথা তারথেকে বেশি সময় হাতে রেখে কাজ নেয়া অভ্যেস করুন।
.          অসম্ভব কাজ
প্রযুক্তিগত কারনে অনেক কাজ সম্ভব হয় না। আগে থেকে লক্ষ্য না করলে এধরনের কাজ নিয়ে সমস্যায় পড়তে পারেন। একটি উদাহরন, থ্রিডি ষ্টুডিও ম্যাক্সে কাজ করার পর ক্লায়েন্ট বললেন তিনি ভেক্টর ফরম্যাটে ইমেজ চান। বাস্তবে ভেক্টরে পরিনত করলে সেখানে মুল ইমেজের বৈশিষ্ট থাকে না।
কিংবা কোন কাজে বলা হতে পারে, অমুক সাইট থেকে এই পরিমান বিক্রির ব্যবস্থা করতে হবে। এধরনের টার্গেট পুরনও নিশ্চিত করার উপায় নেই। চুক্তি বিষয়ক আইনগত দিক একবার বিবেচনা করুন। অনির্ধারিত বিষয় নিয়ে চুক্তি হয় না। যে কারনে জুয়া-লটারী বিষয়ক কিছু নিয়ে দলিল হয় না।

এখানে সরলভাবে কিছু ধরন উল্লেখ করা হল। বাস্তবে যেকোন কাজ শুরুর আগে তার প্রতিটি বিষয় পর্যালোচনা করে নিন। এরফলে এই মুহুর্তে হয়ত কিছুটা জটিলতা বাড়তে পারে, ভবিষ্যতে ফ্রিল্যান্সিং কাজ অনেক সহজ হবে সেটা নিশ্চিত করেই বলা যায়।

No comments:

Post a Comment