যারা ইন্টারনেট থেকে সহজে আয় করতে চান তাদের কাছে পিটিসি
বা ক্লিক করে আয়ের বিষয়টি খুব লোভনীয় মনে হয়। অনেক আকর্শনীয় বিজ্ঞাপন দিয়ে নজর
কাড়েন, প্রতিবার ক্লিকে ১ থেকে ১০ ডলার পর্যন্ত দেয়ার কথা বলা হয়। ক্লিক করলে নিজের
নামে দ্রুত টাকা জমা হচ্ছে সেটা দেখে আরো উতসাহে সাইটগুলি ব্যবহার করতে থাকেন।
যারা এধরনের সাইট কিছুদিন ব্যবহার করেছেন তারা জানেন
এদের অধিকাংশই ভুয়া কোম্পানী। ব্যবহারকারীর নামে যে হাজার ডলার জমা হচ্ছে সেটা
কখনোই হাতে পাওয়া যায় না।
আবার পিটিসি থেকে আদৌ আয় করা যায় না একথাও ঠিক না।
পরিমানে কম হলেও আয় করা যায়। অনেকে সঠিক নিয়মে ব্যবহার করে হাজার ডলার আয় করতেও
পারেন।
এই সাইটে কয়েকটি পিটিসি সাইট বিস্তারিত জানানো হয়েছে।
অনেকে প্রায়ই আরো সাইট সম্পর্কে জানানোর জন্য অনুরোধ করেন। সাধারনভাবে পিটিসি সাইট
ব্যবহারের নিয়মগুলি এখানে তুলে ধরা হচ্ছে।
.
পিটিসি সাইট বলতে বিজ্ঞাপনে ক্লিক করে টাকা আয় করা
বুঝায়। বিজ্ঞাপনদাতা তাদের সাইটে বিজ্ঞাপন দেন, সেগুলি যিনি দেখবেন তিনি টাকা
পাবেন। দেখার বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের সদস্য হতে হয়। সব যায়গাতেই
বিনামুল্যে সদস্য হওয়া যায়। আবার মাসে/বছরে নির্দিষ্ট টাকা দিয়ে বিশেষ সদস্য হলে
বেশি আয় করা যায়। কোন সাইট ব্যবহারের আগে বিনামুল্যে সদস্য হয়ে কিছুদিন ব্যবহার
করে দেখুন।
.
একেক সাইটের টাকা দেয়ার পদ্ধতি একক রকম। বাংলাদেশ থেকে
সব পদ্ধতি ব্যবহার করা যায় না। যেমন পেপল ব্যবহার করা যায় না, পে-জা (আগের নাম
এলার্ট-পে) ব্যবহার করা যায়। কোন সাইট ব্যবহারের আগে তাদের টাকা দেয়ার পদ্ধতি
সম্পর্কে জেনে নিন।
.
অনেক পিটিসি সাইটে সরাসরি ক্লিক করার পাশাপাশি মাইক্রোওয়ার্ক,
অফার ইত্যাদি আরো নানা ধরনের পদ্ধতিতে আয়ের সুযোগ থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এসব
থেকে আয় ক্লিক করে আয়ের থেকে বেশি।
.
সদস্য হওয়ার পর অন্যকে সদস্য করে দিয়ে আয় বাড়ানো যায়।
আপনার মাধ্যমে যিনি সদস্য হবে তিনি যা আয় করবেন আপনি তার ভাগ পাবেন। ব্লগ, ফেসবুক,
ই-মেইল ইত্যাদির মাধ্যমে লিংক প্রচার করে সদস্য বাড়াতে পারেন। যারা নিয়মিত পিটিসি
সাইট ব্যবহার করেন তাদের সবচেয়ে বেশি আয় আসে এধরনের রেফারেল ক্লিক থেকে।
.
পিটিসি সাইট টাকা দেয় বিজ্ঞাপনদাতার টাকা থেকে।
বিজ্ঞাপনদাতা কখনোই প্রতি ক্লিকে ১ ডলার দেন না। সাধারনভাবে প্রতি ক্লিকে .০১ ডলার
পর্যন্ত বিশ্বাসযোগ্য। কেউ এরথেকে বেশি টাকা দেয়ার কথা বললে তাকে এড়িয়ে চলাই ভাল।
.
পিটিসি সাইট বিভিন্ন ধরনের হয়। ক্লিক্সসেন্স, মাইব্রাউজারক্যাশ
ইত্যাদি সাইট দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে, যদিও এদের থেকে আয়ের পরিমান
তুলনামুলক কম (এই সাইটে রিভিউ দেয়া আছে)। আবার ফাষ্ট২আর্ন, গেইনমানিফাষ্ট (মুলত
একই সাইট) ইত্যাদি সাইট বেশি টাকার কথা বললেও বাস্তবে টাকা দেয় না। কখনো কখনো কিছু
ব্যবহারকারীকে সামান্য কিছু টাকা দিয়ে ব্যবসা ধরে রাখে। পিটিসি-বক্স এর মত সাইটে টাকা
দিয়ে সদস্য হলে তুলনামুলক আয় বেশি। একেজনের জন্য একে সাইট সুবিধেজনক মনে হতে পারে।
পিটিসি সাইট ব্যবহার করে সহজে আয়ের দিকে যাবেন কি-না
সেটা ব্যক্তিগত বিষয়। অনেকেই মনে করেন এরথেকে কোন কাজ শিখে ফ্রিল্যান্সিং এর দিকে
যাওয়া ভাল। যদি ব্যবহার করতেই হয় তাহলে তাদের সম্পর্কে জেনে করাই ভাল।
ইন্টারনেটে বহু সাইট নানা ধরনের তথ্য দিয়ে সাহায্য করে।
যেমন www.ptc-investigation.com । যে কোন সাইট ব্যবহার
করার আগে তার সম্পর্কে ভালভাবে জেনে নিন।
পিটিসি সাইট ব্যাবহারের আগে এর সম্পর্কে যাচাই বাছাই করা উচিৎ বলে আমিও মনে করি। কিন্তু সবচেয়ে ভাল হয় এর পিছনে সময় নষ্ট না করে ভালো কোন কাজ শেখা।
ReplyDeleteptc chara r ki ki site acha ,, aktu dela valo hoy
ReplyDelete...
ja deachan ,, kub valo laga cha ,,
thanks
HERE IS SOME GOOD ONLINE MONEY EARNINGS SITES.EARN BY VIEWING ADVERTISEMENT.UNDERSTAND,CONCENTRATE AND FOCUS ON YOUR WORK,YOU WILL EARN 100-150$ PER DAY.CONFIRM YOUR PAYMENT PATH BY PAYZA ACCOUNT WHICH IS SUPPORTED BY BANGLADESHI BANK.AND REMEMBER 1 THINGS PATIENCE IS VERY IMPORTANT FOR YOUR WORK.
ReplyDeletehttp://www.clixsense.com/?6518297
http://www.neobux.com/?r=sultana123
http://www.probux.com/?r=EVA01