Thursday, September 1, 2011

SEO tips : গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে - ২


আগের টিউটোরিয়ালে উল্লেখ করা হয়েছে ওয়েব সাইটের ভেতরের কি কি সমস্যার কারনে গুগল আপনার সাইট নিষিদ্ধ করতে পারেন এবং আপনি কিভাবে তা এড়াতে পারেন। এবারে দেখা যাক বাইরের কি কি কারনে সাইট নিষিদ্ধ হতে পারে। আপনার অজান্তেই এমন ঘটনা ঘটতে পারে।
প্রথম কথা, আপনি যদি অন্যের সাইটের ক্ষতি করতে চান ইচ্ছাকৃত ভাবে তাহলে গুগল কি সেটা থামাতে পারে ? কিংবা অন্য কেউ যদি আপনার সাইটের ক্ষতি করতে চায় ?
গুগলের ভাষায় খারাপ প্রতিবেশির (ব্যাড নেবারহুড) সাথে থাকলে আপনিও ক্ষতিগ্রস্থ হবেন। আপনি কোন সাইটের সাথে লিংক শেয়ার করলেন। আপনার সাইটে তার লিংক, তার সাইটে আপনার লিংক। যদি তার সাইট কোন কারনে নিষিদ্ধ হয় তারসাথে লিংক থাকার কারনে আপনার সাইটও নিষিদ্ধ হবে।
মনে হতে পারে বিষয়টি সহজে এড়ানো সম্ভব। আরেকটু গভীরে দেখুন।
হয়ত কারোসাথে আপনার লিংক শেয়ারের ঘটনা ঘটেছে যখন দুজনেই গুগলের হিসেবে ভাল সাইট হিসেবে পরিচিত। পরবর্তীতে কোন একসময় অন্য সাইটটি নিষিদ্ধ হয়েছে, যা আপনার জানা নেই। আপনার কোন দায়ও নেই। তারপরও তারসাথে লিংক থাকার কারনে আপনার সাইট নিষিদ্ধ হবে।
এই সমস্যা এড়ানোর উপায়, কারো সাথে লিংক শেয়ার করার সময় শতর্ক থাকুন।
দ্বিতীয় আরেকটি কারনে আপনার সাইট নিষিদ্ধ হতে পারে। অনেকেই লিংক বিক্রি করেন অর্থের বিনিময়ে। অর্থাথ আপনি অনেকগুলি ব্যাকলিংক কিনতে পারেন অর্থ দিয়ে যার মাধ্যমে আপনার সাইটে ভিজিটর আসবে। গুগল লিংক কেনা বিষয়টি পছন্দ করে না। ফল, আপনার সাইট নিষিদ্ধ।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি বড় ব্যবসা। এজন্য বহু কোম্পানী রয়েছে, তারা বিশেষ সফটঅয়্যার ব্যবহার থেকে শুরু করে নানারকম সেবা বিক্রি করে থাকে। তাদের পদ্ধতিতে সাময়িকভাবে কাজও হয়। কিন্তু কোনএকসময় গুগল সেটা জানবে এবং আপনার সাইট নিষিদ্ধ করা হবে।
আপনার সাইট নিষিদ্ধ না করে সার্চ ইঞ্জিনে ভাল ফল পাওয়ার সহজ পদ্ধতি,
.          মানানসই এবং যুক্তসঙ্গত টাইটেল ট্যাগ ব্যবহার
.          গুরুত্বপুর্ন কিওয়ার্ড ব্যবহার করে হেডার ট্যাগ ব্যবহার
.          বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদির সঠিক ব্যবহার
.          অলট ইমেজ ট্যাগ (ইমেজের বর্ননা) ব্যবহার
.          সঠিক মেটা ট্যাগ ব্যবহার
.          ইত্যাদি
এছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিভিন্ন পদ্ধতি এই সাইটে উল্লেখ করা হয়েছে। সেগুলি নিরাপদ।


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার 
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ

No comments:

Post a Comment