Monday, March 4, 2013

আইকন এবং লোগো ডিজাইন : ফটোশপ বনাম ইলাষ্ট্রেটর



আইকন কিংবা লোগো ডিজাইনের জন্য ফটোশপ ব্যবহার করবেন নাকি ইলাষ্ট্রেটর ব্যবহার করবেন এটা অনেকের কাছে বড় প্রশ্ন। অন্য কথায়, বিটম্যাপ সফটঅয়্যার ব্যবহার করবেন না-কি ভেক্টর ব্যবহার করবেন। এই প্রশ্নের ওপর নির্ভর করে ডিজাইনার কোন সফটঅয়্যার শেখার দিকে বেশি দৃষ্টি দেবেন।
এককথায় এপ্রশ্নের উত্তর দেয়ার উপায় নেই।  অনেক ক্লায়েন্ট সরাসরি উল্লেখ করে দেন তিনি ভেক্টর ফরম্যাট চান, সেক্ষেত্রে ইলাষ্ট্রেটর (অথবা কোরল ড্র) ব্যবহার ছাড়া উপায় নেই। আবার অনেকে ফটোশপ উল্লেখ করে দেন।
কাজেই কোন সফটঅয়্যারে লোগো বা আইকন ডিজাইন করবেন তার প্রথম উত্তর, ক্লায়েন্ট যেভাবে চান।
এরপরও ভেক্টর এবং বিটম্যাপ দুধরনের সফটঅয়্যারেই কিছু সুবিধে-অসুবিধের বিষয় রয়েছে। ভেক্টরকে বিপম্যাপে পরিনত করা যায়, বিটম্যাপকে ভেক্টরে পরিনত করা যায় না, সেকারনে ভেক্টর সম্পর্কে বেশি আগ্রহ থাকলেও কখনো কখনো বিটম্যাপ থেকে ভাল ফল পাওয়া যায়।
ভেক্টর এবং বিটম্যাপের সুবিধে-অসুবিধে নিয়ে এই পোষ্ট।


লোগো-আইকন তৈরীতে  কেন ভেক্টর (ইলাষ্ট্রেটর) ব্যবহার করবেন;
·       সাধারনভাবে লোগো বা আইকন বিভিন্ন যায়গায় বিভিন্ন মাপে ব্যবহার করা হয়। ভেক্টর ড্রইং এর সুবিধে হচ্ছে মান ঠিক রেখে একে ইচ্ছেমত বড়-ছোট করা যায়।  কোন ডিজাইনকে বিভিন্ন যায়গায় ব্যবহারের জন্য ভেক্টর ডিজাইন সুবিধেজনক।
·       ইলাষ্ট্রেটর এর মত সফটঅয়্যার ব্যবহর করে তৈরী ডিজাইনের যে কোন অংশ (সেপ, গ্রাডিয়েন্ট, ষ্ট্রোক) যে কোন সময় পরিবর্তণ করা যায়। বিটম্যাপের মত নতুনভাবে তৈরী করতে হয় না।
·       ইলাষ্ট্রেটরে সেপ তৈরী এবং পরিবর্তণ করার পদ্ধতি ফটোশপ থেকে অনেক উন্নত। বিশেষ করে যখন নিখুত মাপের কিছু তৈরী করতে হয়।
·       টেক্সট ব্যবহারের ক্ষেত্রে ফটোশপ থেকে ইলাষ্ট্রেটর এগিয়ে। একারনে সাধারনভাবে ফটোশপে ডিজাইন করার পর ইলাষ্ট্রেটরে টেক্সট যোগ করা হয়।

লোগো-আইকন তৈরীতে কেন বিটম্যাপ (ফটোশপ) ব্যবহার করবেন
·       ইলাষ্ট্রেটর ড্রইংকে বিটম্যাপে এক্সপোর্ট করা যায় একথা বলার পরও উল্লেখ করতে হয়, ছোট আকারের নিখুত ড্রইং থেকে একই মানের বিটম্যাপ ইমেজ পাওয়া যায় না। যেমন ২৪-২৪ পিক্সেল আইকনকে যদি ১৬-১৬ পিক্সেল আনা হয় তাহলে মান নষ্ট হয়। অর্ধেক পিক্সেল বলে কিছু নেই, সেকারনে একই অনুপাতে পরিবর্তন হয় না। ছোট থেকে বড় করার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। মাপ অনুযায়ী সরাসরি ফটোশপে ডিজাইন করলে সঠিক মান বজায় থাকে।
·       প্রয়োজনে ফটোগ্রাফিক ইমেজ সরাসরি ব্যবহার করা যায়।

একজন ডিজাইনার ফটোশপ এবং ইলাষ্ট্রেটর দুই সফটঅয়্যারই ব্যবহার করবেন এটাই সংগত। একই কাজ দুভাবে করার চেষ্টা করলে খুব দ্রুতই ধারনা পাওয়া সম্ভব কখন কোনটি ব্যবহার করতে হবে।  এতে কাজের গতি যেমন বৃদ্ধি পায় এবং মান ও উন্নত হয়।

3 comments:

  1. Adobe In Design, Fireworks এর কি কাজ?

    ReplyDelete
    Replies
    1. ইন-ডিজাইন পেজমেকিং সফটঅয়্যার, টাইপ করার পর বই-পত্রিকা ইত্যাদির বাকি কাজ এখানে করা হয়। ফায়ারওয়ার্কস ইমেজ এডিটিং সফটঅয়্যার। মুলত ওয়েবের জন্য বাটন-আইকন ইত্যাদি ডিজাইন করা হয়।

      Delete