Saturday, April 20, 2013

ফ্রিল্যান্সিং শেখানো ব্যবসার ভাল-মন্দ



ফ্রিল্যান্সার হওয়া একটি দির্ঘকালীন প্রক্রিয়া। সফল হওয়ার জন্য নিজের কাজ করার বিকল্প নেই। কিন্তু এজন্য যে সময় প্রয়োজন হয় তাকে অনেক কমিয়ে কাজ সহজ করতে পারেন যারা নিয়মিত কাজ করছেন তারা। তাদের অভিজ্ঞতা পরোক্ষা অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করে দ্রুত ভাল করা যায়। ভুলগুলি থেকে দুরে থাকা যায়।
বিষয়টি শিক্ষার্থী এবং শিক্ষক দুপকেবষর জন্যই উপকারী। যিনি শিখবেন তিনি যেমন নিজের পায়ে দাড়ানোর সুযোগ পান তেমনি যিনি শেখান তিনিও কিছূ অতিরিক্ত আয়ের সুযোগ পান। এমনকি কাজের সময় সহকারী হিসেবে কাজ করানোর মত কাউকে পান।

যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তারা খুব দ্রুতই বুঝে যান তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহজেই অন্যদের উপকার করতে পারেন। তারপরও অনেকে সিদ্ধান্তহীনতায় ভোগের সেটা করবেন কি-না। কারনটি সংগত, এর ভাল এবং মন্দ দিক উভয়ই আছে।

ফ্রিল্যান্সিং শেখানোর ভাল এবং মন্দ দিকগুলি তুলে ধরা হচ্ছে এখানে।

ভাল দিক
.        ফ্রিল্যান্সারদের একটি জোট তৈরী করা যায়
আপনি যখন নিয়মিত ফ্রিল্যান্সিং শেখাবেন তখন শিক্ষার্থী এবং অন্যদের মাধ্যমে নিজের পরিচিতি তৈরী হয়, তাদের সাথে সুসম্পর্ক তৈরী হয়। ফ্রিল্যান্সিং পেশা এবং বন্ধুত্ব সবক্ষেত্রেই সেটা উপকারী।
.        দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে তুলে ধরা
বলা হয় অন্যকে শেখানো নিজে শেখার একটি সেরা পদ্ধতি। শিক্ষার্থীকে শেখানোর সময় ভিন্ন ভিন্ন দৃষ্টিকোন থেকে কাজের পদ্ধতিগুলি দেখতে হয় ফলে নিজের দক্ষতা বাড়ে। অন্যদিকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে পরিচিতি বাড়ে।
.        অন্যকে সাহায্য করার সন্তুষ্টিলাভ
অন্যকে সাহায্য করার মধ্যে একধরনের আনন্দলাভ করা যায়। একারনেই ইতিহাসে বহু দাতা রয়েছেন যারা নিজেদের ধনসম্পদ অন্যদের বিলিয়ে দিয়েছেন, এমনকি নিজের সমস্যা তৈরী করে হলেও (সবাই হয়ত এই নিয়মে বিশ্বাসী নন। অন্যের ক্ষতি হলে আনন্দলাভ করার উদাহরনও অভাব নেই)।
.        অতিরিক্ত আয়ের পথ তৈরী
ফ্রিল্যান্সিং পেশায় কখনো অতিরিক্ত কাজ কখনো কাজ না পাওয়া স্বাভাবিক ঘটনা। অথ্যের বিনিময়ে অন্যকে শেখানো অতিরিক্ত আয়ের পথ হিসেবে বিবেচিত হতে পারে।
.        ফ্রিল্যান্সিং কাজকে সম্প্রসারিত করা
দ্রুত বিকাশলাভ করলেও ফ্রিল্যান্সিং এখনো অনেকের কাছে মুল পেশা হিসেবে পরিচিতিলাভ করেনি। অন্যদের ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত করে ফ্রিল্যান্সিং পেশাকেই আরো সামনের দিকে নেয়া যেতে পারে।

মন্দ দিক
.        অতিরিক্ত সময় ব্যয় করা
অনেককে নিজের কাজে এতটা সময় ব্যয় করতে হয় যে অন্যকে শেখানোর মত সময় বের করা কঠিন হয়ে দাড়ায়। বিশেষ করে সেই ফ্রিল্যান্সিং থেকে আয় এবং শেখানোর জন্য আয় এই দুইয়ের সাথে মিল করতে গেলে অনেক ফ্রিল্যান্সারই শেখানোর জন্য সময় ব্যয় করতে আগ্রহি হন না।
.        নিজের কাজ এবং কথা ঠিক রাখা
ফ্রিল্যান্সিং এবং শেখানো দুটি কাজই যখন আপনার করার কথা তখন একটির কারনে অন্যটিতে কথা রক্ষা করার ক্ষেত্রে সমস্যা তৈরী হতে পারে।
.        দ্বন্দ তৈরী হওয়া
অধিকাংশ ফ্রিল্যান্সিং কাজই ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কাজে একজনের সাথে অপরজনের দ্বন্দ হওয়া স্বাভাবিক ঘটনা। যত হাস্যকরই শোনাক, গ্রাফিক ডিজাইন, এনিমেশন ইত্যাদি কয়েকদিন শেখার পর নিজেকে শিক্ষকের চেয়ে দক্ষ মনে করা একটি সাধারন ঘটনা।
.        নিজের প্রতিদ্বন্দি তৈরী করা
ফ্রিল্যান্সার হয়ত বহু বছর ধরে নির্দিষ্ট কাজ শিখেছেন, নিজের চেষ্টা নতুন পদ্ধতি বের করেছেন। অল্প কয়েকজনকে সরাসরি শেখানোর চেয়ে অনেক সময় সেগুলি বই হিসেবে লিখে নিজের পরিচিতি এবং বেশি অর্থ আয় করা সম্ভব।
.        সুসম্পর্ক নষ্ট হওয়া
ফ্রিল্যান্সিং কাজে ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা ঠিক করে সেভাবে কাজ করতে পারেন। একজন শিক্ষার্থী হিসেবে যখন ক্লায়েন্ট তখন অনেক সময় সেই নিয়ম মানা সম্ভব হয় না। নিজের কাজে ব্যস্ত থাকার সময় যোগাযোগ করে সাহায্য চাইতে পারেন। পেশাদার হিসেবে আপনার কাছে নিজের কাজটিই বেশি গুরুত্বপুর্ন। ফলে তাকে ফিরিয়ে দিতেই হয়। এরফলে বিরূপ পরিচিতি তৈরী হতে পারে।

ফ্রিল্যান্সিং কাজের সাথে সাথে শিক্ষক হিসেবে কাজ করবেন কি-না সেটা অনেকটাই ব্যক্তির ওপর নির্ভর করে। কেউ অন্যকে শিখিয়ে আনন্দ পান, কেউ এসব থেকে দুরে থাকেন।
যদি একাজ করতেই চান তাহলে সাহায্য করার জন্য রয়েছে বহু উপকরন, ওয়েবসাইট। ইন্টারনেট ভিত্তিক সংগঠনও রয়েছে। তাদের রয়েছে পেশাদার সার্টিফিকেট দেয়ার ব্যবস্থা। যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে নিন, কিভাবে শেখানো হবে তার পরিকল্পনা করে নিন।
যদি করতেই হয় ভালভাবে করুন।

9 comments:

  1. লেখক ভাইরে খুজতেসি...কেউ কি আমাকে তার ইমেইল / যোগাযোগ এর ঠিকানা দিবেন? Plz contact : mam13113_ngc@yahoo.com

    ReplyDelete
  2. Vaia ami kivabe chitica add pabo.Doya kore amak aktu help korben?
    amar blog tikana http://beautitips2u.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. তাদের সাইটে গিয়ে ফরম পুরন করে আবেদন করুন।

      Delete
  3. form puron korechi.adsense ar moto ki auto ads asbe?

    ReplyDelete
    Replies
    1. অনুমোদন প্ওয়ার পর তাদের সাইট থেকে কোড কপি করে নিজের সাইটে ব্যবহার করতে হবে। বিজ্ঞাপন কতগুলি দেখাতে চান, কোথায় দেখাতে চান ইত্যাদি পছন্দের তথ্য তাদের সাইটে দেয়া আছে।

      Delete
  4. Replies
    1. তারা ইমেইল করে জানাবে। সাধারনত ৭ দিনের মধ্যে জানানো হয়।

      Delete
  5. Donnobad via
    please visit www.beautitips2u.blogspot.com

    ReplyDelete
  6. This site is very helpful for all blogger.

    ReplyDelete