আপনি কি মাত্র
ফ্রিল্যান্সিং শুরু করেছেন ? নাকি শুরু করার পর থমকে গেছেন ? নাকি সফলতার পাশাপাশি
সমস্যারও দেখা পাচ্ছেন ?
যে অবস্থানেই
থাকুন না কেন এই নিয়মগুলি সাহায্য করতে পারে। যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারাও
সমস্যায় পরেন। পাশ্চাত্যে একটি প্রবাদ আছে ব্যাক টু বেসিক। সমস্যা হলে মুল
বিষয়গুলির দিকে দৃষ্টি দেয়া, অন্যকথায় বেসিক ঠিক রাখা।
ফ্রিল্যান্সিং
এর ক্ষেত্রে তেমনি কিছু বেসিক নিয়ম রয়েছে। যদি সমস্যায় পড়েন তাহলে একবার যাচাই করে
নিন এদের সবগুলি ঠিক আছে কি-না।
.
সবসময়
নতুন কাজের চেষ্টা করুন
সবসময় হাতে কাজ রাখার মুল চাবিকাঠি হচ্ছে সবসময়ই কাজের জন্য চেষ্টা করা। এমনকি যখন হাতে পর্যাপ্ত কাজ থাকে তখনও নতুন কাজের জন্য চেষ্টা করে যাওয়া। আপনি নিশ্চয়ই জানেন চেষ্টা করলেই সবগুলি কাজ আপনি পচ্ছেন না। চেষ্টা যত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি।
সবসময় হাতে কাজ রাখার মুল চাবিকাঠি হচ্ছে সবসময়ই কাজের জন্য চেষ্টা করা। এমনকি যখন হাতে পর্যাপ্ত কাজ থাকে তখনও নতুন কাজের জন্য চেষ্টা করে যাওয়া। আপনি নিশ্চয়ই জানেন চেষ্টা করলেই সবগুলি কাজ আপনি পচ্ছেন না। চেষ্টা যত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি।
.
যোগাযোগ
রক্ষা করুন
যত বেশি সম্ভব যোগাযোগ রক্ষা করুন। যোগাযোগ যত বেশি, পরিচিতি যত বেশি কাজ পাওয়ার সুযোগ তত বেশি।
যত বেশি সম্ভব যোগাযোগ রক্ষা করুন। যোগাযোগ যত বেশি, পরিচিতি যত বেশি কাজ পাওয়ার সুযোগ তত বেশি।
.
নিজস্ব
ওয়েবসাইট তৈরী করুন
ব্লগ তৈরী খুব সহজ, সেটা নিজের কাজের সাথে সংশ্লিষ্ট না হলেও। বিনামুল্যে ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরী করা যায়। এদের মাধ্যমে দক্ষতা তুলে ধরুন।
ব্লগ তৈরী খুব সহজ, সেটা নিজের কাজের সাথে সংশ্লিষ্ট না হলেও। বিনামুল্যে ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরী করা যায়। এদের মাধ্যমে দক্ষতা তুলে ধরুন।
.
নিজের
বিশেষ বৈশিষ্ট তুলে ধরুন
কোন ক্লায়েন্টের কাছে কাজ পেতে চান, নিজেকে প্রশ্ন করুন ঠিক কি কারনে তিনি অন্যদের বদলে আপনাকে কাজ দেবেন। সেই বিষয়ে দক্ষতা অর্জণ করুন এবং বিশেষ বৈশিষ্ট হিসেবে তুলে ধরুন।
কোন ক্লায়েন্টের কাছে কাজ পেতে চান, নিজেকে প্রশ্ন করুন ঠিক কি কারনে তিনি অন্যদের বদলে আপনাকে কাজ দেবেন। সেই বিষয়ে দক্ষতা অর্জণ করুন এবং বিশেষ বৈশিষ্ট হিসেবে তুলে ধরুন।
.
নিজেই
যোগাযোগ করুন
ক্লায়েন্টের যোগাযোগ করার কথা, তিনি সময়মত যোগাযোগ করলেন না। ইতস্তত না করে নিজেই যোগাযোগ করুন।
ক্লায়েন্টের যোগাযোগ করার কথা, তিনি সময়মত যোগাযোগ করলেন না। ইতস্তত না করে নিজেই যোগাযোগ করুন।
.
সম্ভাব্য
ক্লায়েন্ট যাচাই করুন
যারা ক্লায়েন্ট হতে পারেন তাদের তথ্য সংগ্রহ করুন, সেগুলি বিশ্লেষন করুন। যেখানে সম্ভাবনা বেশি সেখানে বেশি সময় ব্যয় করুন।
যারা ক্লায়েন্ট হতে পারেন তাদের তথ্য সংগ্রহ করুন, সেগুলি বিশ্লেষন করুন। যেখানে সম্ভাবনা বেশি সেখানে বেশি সময় ব্যয় করুন।
.
মনোযোগ
দিয়ে শুনুন, প্রশ্ন করুন
ক্লায়েন্ট কি চান সেটা বোঝার চেষ্টা করুন। তিনি কিছু উল্লেখ না করলে নিজে থেকে প্রশ্ন করে জেনে নিন। এতে একদিকে কাজ উন্নত হয় অন্যদিকে আগ্রহ প্রকাশ পায়।
ক্লায়েন্ট কি চান সেটা বোঝার চেষ্টা করুন। তিনি কিছু উল্লেখ না করলে নিজে থেকে প্রশ্ন করে জেনে নিন। এতে একদিকে কাজ উন্নত হয় অন্যদিকে আগ্রহ প্রকাশ পায়।
.
আচরন
সংযত থাকুন
বিভিন্ন কারনে ক্লায়েন্টের সাথে মতপার্থক্য তৈরী হতে পারে। সবসময় নিজেকে সংযত রাখুন।
বিভিন্ন কারনে ক্লায়েন্টের সাথে মতপার্থক্য তৈরী হতে পারে। সবসময় নিজেকে সংযত রাখুন।
.
কাজের
মুল্য বিবেচনা করুন
ক্লায়েন্ট কে, নতুন না পুরনো এভাবে মুল্য নির্ধারন না করে কাজ হিসেবে মুল্য নির্ধারন করুন। অনেকেই শুরুতে কম মুল্যে কাজ করার আগ্রহ দেখান এবং পরবর্তীতে সমস্যায় পড়েন। দাম কমানোর বদলে মুল্যের বিনিময়ে আপনি কত বেশি দেবেন সেটা তুলে ধরুন।
ক্লায়েন্ট কে, নতুন না পুরনো এভাবে মুল্য নির্ধারন না করে কাজ হিসেবে মুল্য নির্ধারন করুন। অনেকেই শুরুতে কম মুল্যে কাজ করার আগ্রহ দেখান এবং পরবর্তীতে সমস্যায় পড়েন। দাম কমানোর বদলে মুল্যের বিনিময়ে আপনি কত বেশি দেবেন সেটা তুলে ধরুন।
.
না
বলতে ভয় পাবেন না
সব কাজ করতে হবে, সবসময় ক্লায়েন্টকে হ্যা বলতে হবে এটা ধরে নেবেন না। নীজের নীতির সাথে মানানসই না হলে সরাসরি না বলুন (অবশ্যই ভদ্রভাবে)।
সব কাজ করতে হবে, সবসময় ক্লায়েন্টকে হ্যা বলতে হবে এটা ধরে নেবেন না। নীজের নীতির সাথে মানানসই না হলে সরাসরি না বলুন (অবশ্যই ভদ্রভাবে)।
.
পরিকল্পনা
অনুযায়ী কাজ করুন
একদিনে কি কাজ করবেন, সপ্তাহে কি করবেন, মাসে কি করবেন এভাবে কাজের ছক তৈরী করে নিন এবং সেটা মেনে চলুন।
একদিনে কি কাজ করবেন, সপ্তাহে কি করবেন, মাসে কি করবেন এভাবে কাজের ছক তৈরী করে নিন এবং সেটা মেনে চলুন।
.
সবকিছূ
গোছানো রাখুন
কাজের জন্য যাকিছু প্রয়োজন সবকিছু সাজানো-গোছানো অবস্থায় রাখুন। বিসৃঙ্খল অবস্থান জিনিষপত্র রাখলে একদিকে কাজে দেরী হয় অন্যদিকে এর প্রভাব মনের ওপর পড়ে।
কাজের জন্য যাকিছু প্রয়োজন সবকিছু সাজানো-গোছানো অবস্থায় রাখুন। বিসৃঙ্খল অবস্থান জিনিষপত্র রাখলে একদিকে কাজে দেরী হয় অন্যদিকে এর প্রভাব মনের ওপর পড়ে।
.
পুরনো
ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক রাখুন
কাজ শেষ হলেই কারো সাথে সম্পর্ক চুকিয়ে দেবেন না। তিনি কাজে সন্তুষ্ট হলে পরবর্তীতে কাজের জন্য যোগাযোগ করবেন, পরিচিত কারো প্রয়োজনে সুপারিশ করবেন।
কাজ শেষ হলেই কারো সাথে সম্পর্ক চুকিয়ে দেবেন না। তিনি কাজে সন্তুষ্ট হলে পরবর্তীতে কাজের জন্য যোগাযোগ করবেন, পরিচিত কারো প্রয়োজনে সুপারিশ করবেন।
.
ধন্যবাদ
জানান
ধন্যবাদ জানানোর প্রচলন সব সমাজে নেই। কোন সমাজে দোকান থেকে জিনিষ কেনার পর সেটা হাতে পেয়ে দোকানীকে ধন্যবাদ জানান, দোকানী টাকা পেয়ে তাকে ধন্যবাদ জানান। এতে সুসম্পর্ক তৈরী হয়।
ধন্যবাদ জানানোর প্রচলন সব সমাজে নেই। কোন সমাজে দোকান থেকে জিনিষ কেনার পর সেটা হাতে পেয়ে দোকানীকে ধন্যবাদ জানান, দোকানী টাকা পেয়ে তাকে ধন্যবাদ জানান। এতে সুসম্পর্ক তৈরী হয়।
.
দক্ষতা
বাড়ান
যে কাজই করুন না কেন, ক্রমাগত দক্ষতা বাড়ান, পড়াশোনা করুন। এই মুহুর্তে আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকবেন না। যে কেউ আপনাকে ছাড়িয়ে যেতে পারে, আপনার কাজ তারকাছে যেতে পারে। ফ্রিল্যান্সারের জন্য সবসময় নতুন কিছু শেখা জরুরী।
যে কাজই করুন না কেন, ক্রমাগত দক্ষতা বাড়ান, পড়াশোনা করুন। এই মুহুর্তে আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকবেন না। যে কেউ আপনাকে ছাড়িয়ে যেতে পারে, আপনার কাজ তারকাছে যেতে পারে। ফ্রিল্যান্সারের জন্য সবসময় নতুন কিছু শেখা জরুরী।
.
দল
তৈরী করুন
এককভাবে ফ্রিল্যান্সার যতটা ভাল করেন দলগতভাবে তারচেয়ে ভাল করার সুযোগ থাকে। প্রয়োজনে একজন অন্যজনকে সাহায্য করতে পারেন এবং সম্মিলিতভাবে সকলেই উপকৃত হন।
এককভাবে ফ্রিল্যান্সার যতটা ভাল করেন দলগতভাবে তারচেয়ে ভাল করার সুযোগ থাকে। প্রয়োজনে একজন অন্যজনকে সাহায্য করতে পারেন এবং সম্মিলিতভাবে সকলেই উপকৃত হন।
.
নিজের
ওপর আস্থা রাখুন
যে মুহুর্ত থেকে আপনি ফ্রিল্যান্সার সেই মুহুর্ত থেকে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে ভাবুন। যে কাজ হাতে নেবেন সেটা ঠিকভাবে করার মত আত্মবিশ্বাস রাখুন। বারবার পরীক্ষা করে সেটা বাড়ান। অনুমাননির্ভর কল্পনা করবেন না। অন্যের উদাহরন অন্ধের মত অনুসরন কবেন না।
যে মুহুর্ত থেকে আপনি ফ্রিল্যান্সার সেই মুহুর্ত থেকে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে ভাবুন। যে কাজ হাতে নেবেন সেটা ঠিকভাবে করার মত আত্মবিশ্বাস রাখুন। বারবার পরীক্ষা করে সেটা বাড়ান। অনুমাননির্ভর কল্পনা করবেন না। অন্যের উদাহরন অন্ধের মত অনুসরন কবেন না।
.
নতুন
কিছু করুন
সবসময় নতুন কিছু করার চেষ্টা করুন। এই মুহুর্তে যা যথেষ্ট আগামীতে সেটা যথেষ্ট নাও হতে পারে। এমনকি এক কাজের বদলে অন্য কাজের দিকে যেতে হতে পারে।
সবসময় নতুন কিছু করার চেষ্টা করুন। এই মুহুর্তে যা যথেষ্ট আগামীতে সেটা যথেষ্ট নাও হতে পারে। এমনকি এক কাজের বদলে অন্য কাজের দিকে যেতে হতে পারে।
.
অন্যের
সুপারিশ ব্যবহার করুন
যার কাজ করেছেন তারকাছে প্রশংসাপত্র নিন, অন্যের কাছে সেটা ব্যবহার করুন।
যার কাজ করেছেন তারকাছে প্রশংসাপত্র নিন, অন্যের কাছে সেটা ব্যবহার করুন।
.
ভবিষ্যতের
কথা ভাবুন
নিজের তরফে কোন কারন ছাড়াই দীর্ঘদিন কোন কাজ না পেতে পারেন। বিশেষ সমস্যায় অর্থ প্রয়োজন হতে পারে। সবসময়ই ভবিষ্যতের কথা ভেবে কিছু সঞ্চয় করুন।
নিজের তরফে কোন কারন ছাড়াই দীর্ঘদিন কোন কাজ না পেতে পারেন। বিশেষ সমস্যায় অর্থ প্রয়োজন হতে পারে। সবসময়ই ভবিষ্যতের কথা ভেবে কিছু সঞ্চয় করুন।
এই তালিকাকে
কারো কাছে দীর্ঘ মনে হতে পারে, কারো মনে হতে পারে এর বাইরে আরো জরুরী কিছু বিষয়
থেকে গেছে। এমন বিষয় থাকলে তুলে ধরতে পারেন অন্যদের সামনে।
helpful tips.vaiya apnito valo blog likhen.domain hosting nin na.free site dia blog na likhe akta site toiri kore blog likhun.apner site a aro visitor asbe jodi ta premium site hoi.plz akta site nia nin
ReplyDeleteপরামর্শের জন্য ধন্যবাদ। আপাতত ব্লগকে পেশা হিসেবে দেখছি না এজন্য যথেস্ট সময় দেয়া সম্ভব হবে না বলে। ভবিষ্যতে অবশ্যই নিজস্ব ডোমেনে এর দেখা পাবেন।
DeleteThis trips is helpful for every freelancer who do or want to start freelancing. Vary effective post for freelancer. Thanks for share this post to us.
ReplyDelete