Friday, April 29, 2011

ফ্লাশ এনিমেশন : এনিমেটেড মুভি ক্লিপ তৈরী ও ব্যবহার

মুভি ক্লিপ এক ধরনের সিম্বল যারমধ্যে এনিমেশন থাকে। অন্যকথায় এটা নিজেই একটি এনিমেশন যাকে অন্য এনিমেশনের সাথে সিম্বল হিসেবে ব্যবহার করা যায়। একটি উদাহরন দিয়ে দেখা যাক, আপনি একজন মানুষের হেটে যাওয়ার এনিমেশন তৈরী করছেণ। পৃথক পৃথকভাবে হাত, পা, শরীর, মাথা ইত্যাদি দিয়ে মানুষটি তৈরী। এদেরকে সঠিকভাবে বসিয়ে আপনি নিশ্চয়ই আপনি এনিমেট করতে পারেন বিভিন্ন ধরনের টুইন এবং বোন ব্যবহার করে। যদি দেখাতে চান হাটার সময় বাতাসে তার নড়ছে তাহলে ? কিংবা একটি পাখি উড়ে যাওয়ার এনিমেশন তৈরী করতে চান যেখানে পাখির অবস্থান পরিবর্তনের সময় ডানা নড়বে।
এনিমেশনের ভাষায় একে বলে সেকেন্ডারী মোশন। কাজটি আপনি যেভাবে করতে পারেন তা হচ্ছে তার চুল তৈরীর সময় কয়েকটি ফেমে এনিমেট করে তাকে মুভি ক্লিপ সিম্বল হিসেবে তৈরী করুন। এরপর তাকে মানানসই যায়গায় বসিয়ে দিলে মুল এনিমেশনের সাথে সাথে এই সিম্বলের এনিমেশনও কাজ করবে।
একটি সহজ উদাহরনের মাধ্যমে বিষয়টি দেখানো হচ্ছে।
ছবির মত দেখতে একটি আগুন তৈরী করুন। একে যোগ করে দেয়া হবে একটি রকেটের পেছনে। রকেট এবং আগুন দুটিই মুভ করার সময় আগুনের শিখাগুলি নড়বে।

আগুনের রং ব্যবহার
.          আগুন তৈরীর জন্য সুবিধেজনক সেপ তৈরী করুন।
.          তাকে গ্রাডিয়েন্ট ফিল করুন।
.          কালার প্যালেট থেকে একদিকে হলুদ এবং অন্যদিকে কমলা রং দিন।

মুভি ক্লিক সিম্বল তৈরী
.          আগুনটিকে সিলেক্ট করুন
.          মেনু থেকে কমান্ড দিন Modify – Convert to Symbol অথবা F8 চাপ দিন
.          মুভি ক্লিপ সিলেক্ট করুন এবং একটি নাম দিন।


মুভি ক্লিপ এনিমেট করা
.          স্টেজে (অথবা লাইব্রেরীতে) মুভি ক্লিপের ওপর ডাবল-ক্লিক করুন। সেটা নিজস্ব টাইমলাইনে ওপেন হবে।
.          সুবিধেজনক দুরত্বে কিফ্রেম তৈরী করুন, Insert – Timeline - Keyframe
.          প্রথম ফ্রেমে রাইটক্লিক করে সিলেক্ট করুন, Create Shape Tween
.          সিলেকশন টুল সেপের ধারে এনে সেপকে টেনে পরিবর্তন করুন।
.          প্রয়োজনে একাধিক কিফ্রেম তৈরী করে একাধিক সেপ টুইনের মাধ্যমে বাস্তবসম্মত এনিমেশন তৈরী করুন।
.          Scene 1 ক্লিক করে সিম্বল এডিট মোড থেকে  মুল সিনে যান (Ctrl-E)
.          মুভি প্লে করে দেখুন।

তৈরী হওয়া মুভি ক্লিপকে ষ্টেজে অন্যান্য সবকিছুর সাথে ব্যবহার করুন।
** বাটন তৈরীর সময় এনিমেশন ইফেক্ট ব্যবহারের জন্য মুভি ক্লিপ ব্যবহার করা যায়।

2 comments:

  1. 2D এনিমেশন তৈরি করার জন্য কোন SOFTWARE ব্যাবহার করব ?

    ReplyDelete
    Replies
    1. ফ্লাশ ব্যবহার করে হলিউডে টিভি-কার্টুন তৈরীর উদাহরন আছে। সাধারন কম্পিউটারে ব্যবহারের জন্য ফ্লাশ সুবিধেজনক। এছাড়া এনিমে ষ্টুডিও, টুন-বুম ষ্টুডিও উচুমানের সফটঅয়্যার।
      টম এন্ড জেরীর মত এনিমেশন তৈরীর সফটঅয়্যার পিসিতে ব্যবহার করা যায় না। তাদের কম্পিউটার, অপারেটিং সিষ্টেম আলাদা।

      Delete