Saturday, May 7, 2011

ফ্লাশ ওয়েবসাইট তৈরী : টেক্সট ব্যবহার

ফ্লাশে ওয়েবসাইট তৈরী করুন অথবা প্রেজেন্টেশন তৈরী করুন, সেখানে টাইটেল থেকে শুরু করে মুল লেখা পর্যন্ত নানাধরনের টেক্সট প্রয়োজন হয়। ফ্লাশে টাইটেলের মত একটি শব্দ বা বাক্য, এক লাইন কিংবা প্যারাগ্রাফ টেক্সট ব্যবহার করা যায় খুব সহজেই। এক প্যারাগ্রাফের সাথে আরেক প্যারাগ্রাফ লিংক করে ব্যবহার করা যায়, ফলে অতিরিক্ত টেক্সট পরবর্তী টেক্সট বক্সের সাথে যুক্ত থাকবে। লেখার পরিবর্তন করলে সাথেসাথে দুটি বক্সেই আপডেট হবে।
কিভাবে টেক্সট ব্যবহার করবেন জেনে নিন।


এক লাইন টেক্সট তৈরী
.          টুলবক্স থেকে টেক্সট টুল সিলেক্ট করুন।
.          ফন্ট, ফন্টের আকার, রং ইত্যাদি সিলেক্ট করুন
.          যেখানে লেখা শুরু করতে চান সেখানে ক্লিক করুন।
.          টাইপ করতে শুরু করুন।

এভাবে টাইপ করতে শুরু করলে লেখার পরিমান বৃদ্ধির সাথেসাথে তা ক্রমাগত ডানদিকে সরতে থাকবে। এমনকি ষ্টেজের (মুল এলাকার) বাইরে গেলেও নিজে থেকে পরবর্তী লাইনে যাবে না। অবশ্য পরবর্তীতে টেক্সটবক্স পরিবর্তন করা যাবে।
পরবর্তী লাইনের জন্য এন্টার কি ব্যবহার করুন।

প্যারাগ্রাফ টেক্সট
.          নির্দিষ্ট এলাকার মধ্যে রাখার জন্য টেক্সট টুল সিলেক্ট করে ড্রাগ করে নির্দিস্ট এলাকা সিলেক্ট করুন। একটি বক্স পাওয়া যাবে।
.          বক্সের মধ্যে টাইপ করুন।

টেক্সট বক্স পরিবর্তন করা
টেক্সট বক্সকে লেখার এবং ষ্টেজের সাথে মানানসই করার জন্য একে বড়ছোট করা প্রয়োজন হতে পারে। কিংবা এক যায়গা থেকে আরেক যায়গার সরানো প্রয়োজন হতে পারে।
.          সিলেকশন টুল সিলেক্ট করুন।
.          টেক্সট বক্সে ক্লিক করুন।
.          টেক্সট বক্সের চারিদিকের হ্যান্ডলার ব্যবহার করে বক্সকে বড়-ছোট করুন।
.          টেক্সট বক্সের ভেতরের যে কোন যায়গায় ক্লিক করে ড্রাগ করে বক্সকে সুবিধেজনক যায়গায় সরানো যাবে।

সিলেকশন টুল ব্যবহার করলে শুধুমাত্র বক্স পরিবর্তন হবে, ফ্রি ট্রান্সফরম টুল ব্যবহার করলে বক্সের সাথে টেক্সটও পরিবর্তন হবে।

দুটি টেক্সট বক্সকে যোগ করা
টেক্সট বক্সের আকারের থেকে যদি লেখার পরিমান বেশি হয় তাহলে পুরো লেখা দেখা যাবে না। বাকি লেখাকে আরেকটি টেক্সটবক্সের সাথে যুক্ত করে দেয়া যায়। এরফলে অতিরিক্ত লেখাগুলি পরবর্তী টেক্সট বক্সে পাওয়া যাবে।
.          সিলেকশন টুল সিলেক্ট করুন।
.          যে টেক্সটবক্সে অতিরিক্ত টেক্সট রয়েছে সেটি সিলেক্ট করুন। একটি লাল রঙের চিহ্ন দেখা যাবে।
.          লাল চিহ্নে ক্লিক করুন।
.          যে টেক্সট বক্সে সাথে লিংক করতে চান তার ওপর ক্লিক করুন।
.          ফাকা যায়গায় ক্লিক করলে একই মাপের নতুন একটি টেক্সট বক্স তৈরী হবে এবং সেখানে বাকি লেখাটুকু পাওয়া যাবে।

ষ্টাইল টেক্সট ব্যবহার
টাইটেল কিংবা অন্যান্য লেখার জন্য অনেক সময় ছবির বা বিষয়ের সাথে মিল রেখে ষ্টাইল ফন্ট ব্যবহার করা হয়।
.          টেক্সট টুল সিলেক্ট করুন।
.          যে লেখাটুকু বিশেষ ফন্ট ব্যবহার করতে চান সেটুকু সিলেক্ট করুন।
.          প্রোপার্টি থেকে পছন্দের ফন্ট সিলেক্ট করুন।

যদি এমন কোন ফন্ট ব্যবহার করেন যা অন্যের কম্পিউটারে না থাকার সম্ভাবনা রয়েছে তাহলে ফন্টকে গ্রাফিক্সে পরিনত করে নিন।
.          টেক্সট সিলেক্ট করুন
.          মেনু থেকে Modify – Break apart কমান্ড দিন।

·        ব্রেক এপার্ট কমান্ড দেয়ার পর একদিকে যেমন ফন্টের সমস্যা দুর করা যাবে, অন্যদিকে একে ড্রইং অবজেক্টের মত পরিবর্তন করা যাবে।
·        ব্রেক করার পর ফন্ট হিসেবে এডিট করা যাবে না। লেখার সবকিছু ঠিক থাকার পর এই কমান্ড ব্যবহার করুন।
·        মুল লেখার জন্য সবসময়ই সব কম্পিউটারে ব্যবহৃত হয় এমন ফন্ট ব্যবহার করুন।

ইমেইল এবং ওয়েব লিংক ব্যবহার
সাধারনত ওয়েবপেজের কোথাও ইমেইল ঠিকানা দেয়া থাকে যেখানে ক্লিক করলে সরাসরি সেই ঠিকানায় ইমেইল পাঠানো যায়।
.          ইমেইল এড্রেস লেখা টেক্সটটুকু সিলেক্ট করুন।
.          মেনু থেকে Edit – Copy (Ctrl-C) কমান্ড দিয়ে কপি করুন।
.          Advanced Character ওপেন করুন
.          Link অংশে টাইপ করুন mailto: এরপর এড্রেসটি পেষ্ট করুন।
ইমেইল এড্রেস
emailadd@mail.com হলে লেখা দেখা যাবে mailto:emailadd@mail.com
.          এন্টার চাপ দিন।

No comments:

Post a Comment