Wednesday, May 4, 2011

ফটোশপ টিউটোরিয়াল : ছবির নিজস্ব ফ্রেম তৈরী

ডিজিটাল ফটোগ্রাফের চারিদিকে দৃষ্টিনন্দন ফ্রেম ব্যবহার করে তার সৌন্দর্য বাড়ানো যায় অনেকখানি। বিশেষভাবে এই কাজের জন্যই সফটঅয়্যার এবং প্লাগইন রয়েছে। কিন্তু একবার দেখেই কি বলে দেয়া যায় না সেটা কোন সফটঅয়্যার ব্যবহার করে তৈরী!
কেমন হয় যদি ফটোশপে একেবারে নিজস্ব ফ্রেম তৈরী নেয়া যায়। কাজটি কিভাবে করবেন জেনে নিন।

 
.          File – New কমান্ড দিয়ে প্রয়োজনীয় মাপের একটি RGB ডকুমেন্ট তৈরী করুন।
.          ব্যাকগ্রাউন্ড লেয়ারকে সাধারন লেয়ারে পরিনত করুন (লেয়ার প্যানেলে ডাবল-ক্লিক করে)। লেয়ারকে Edit – Fill কমান্ড ব্যবহারে ৫০% গ্রে ব্যবহার করে ফিল করুন।
.          নতুন একটি লেয়ার তৈরী করুন, সাদা ফিল করুন এবং তাকে ছোট করে (অথবা পাশে বাদ দিয়ে) ছবির মত করুন।
.          New layer আইকনে ক্লিক করে এদের ওপরে নতুন আরেকটি লেয়ার তৈরী করুন। যে কোন একটি কোনে ছবির মত একটি অংশ সিলেক্ট করুন। একে কপি করে বাকি কোনগুলিতে ব্যবহার করা হবে, কাজেই একে দুপাশ থেকে ঠিক মাঝখানে রাখুন।
.          কালার প্যালেটে ফটোশপের ডিফল্ট সাদা-কালো রং সিলেক্ট নিশ্চিত করুন।
.          মেনু থেকে Filer – Render – Cloud কমান্ড দিন।
.          Smug tool (Blur tool এর সাথে) ব্যবহার করে ইচ্ছেমত একে যান।
.          পছন্দমত একটি ডিজাইন পাওয়ার পর লেয়ার প্যানেলে রাইট-ক্লিক করে ডুপ্লিকেট করুন এবং Edit – Transform – Flip Horizontal/Vertical কমান্ড দিয়ে চার কোনে ব্যবহার করুন।
.          লেয়ারগুলিকে মার্জ করে একটি লেয়ারে পরিনত করুন (সিফট ক্লিক করে সবগুলি সিলেক্ট করার পর Ctrl-E)
.          মেনু থেকে Filter – Render – Lighting effect কমান্ড দিন এবং পছন্দমত লাইটং ইফেক্ট ব্যবহার করুন। Gloss, Material ইত্যাদি পরিবর্তন করে ধাতব বা কাঠের ফ্রেম বুঝানো সম্ভব।
.          আরো অন্যান্য ফিল্টার ব্যবহার করে নানারকম পরিবর্তন করে দেখতে পারেন।

চেষ্টা করলে আপনি নিজেই তৈরী করে নিতে পারেন উদাহরনের ছবির মত ফ্রেম।

No comments:

Post a Comment