Thursday, September 29, 2011

গ্রাফিক ডিজাইন : রঙের নানারকম অর্থ

রং অত্যন্ত গুরুত্বপুর্ন একটি বৈশিষ্ট। শুধুমাত্র রঙের কারনে আপনি একটি জিনিষ পছন্দ করেন আরেকটি অপছন্দ করেন। গ্রাফিক ডিজাইনারের কাছে রঙ এরথেকেও শক্তিশালী অস্ত্র। ভাল ডিজাইনার সঠিক রং ব্যবহার করে ব্যক্তি, অর্থ, মানসিকতা সবকিছুই ফুটিয়ে তোলেন। যুগ যুগ ধরে পরীক্ষা করে মানুষ নির্দিষ্ট রঙের নির্দিষ্ট বৈশিষ্টগুলি শনাক্ত করেছে। গ্রাফিক ডিজাইনের সময় আপনি এই নিয়ম মেনে কাজ করতে পারেন।
এখানে প্রধান কয়েকটি রয়ের নানারকম অর্থ উল্লেখ করা হচ্ছে।


লাল : আন্তরিক, ভালবাসা, রাগ, বিপদ, উত্তেজনা, গতি, শক্তি, সামর্থ্য, দৃঢ়তা, আকাংখা, সাহস ইত্যাদি।
কমলা : উল্লাস, কমদাম, সহজতা, আগ্রহ, ক্রিয়েটিভিটি, আগ্রাসন।
হলুদ : দৃষ্টিআকর্ষন, আরামদায়ক, জীবন্ত, ভীতু, অভুক্ত, আশাবাদ, গ্রীষ্ম, বুদ্ধি, সুখ, শক্তি
সবুজ : প্রকৃতি, দীর্ঘস্থায়ীত্ব, নির্ভরযোগ্য, আরামদায়ক, ভাল, শান্ত, নিরাপদ, সততা, সজীব, আশাবাদ, বসন্তকাল
নীল : শান্তি, পেশাদারিত্ব, নির্ভরযোগ্য, সন্মান, শীতল, গভীর, স্থায়ী, সন্মান, বিশ্বাস, বিশ্বস্ত
গোলাপী : রাজকীয়, মহত্ব, আয়েশ, রহস্য, যাদু, শক্তি, কৃত্রিম, নকল,
ধুসর : জ্ঞান, সততা, প্রাচীনপন্থি, মনোযোগি, আকর্ষনহীন
বাদামী : আরামদায়ক, নিশ্চয়তা,  স্বাধারন, প্রকৃতি, নির্ভরযোগ্য
কালো : আনুষ্ঠানিকতা, শক্তি, অবৈধ, রাত, জটিলতা
সাদা : পরিস্কার, স্বচ্ছতা, খাটি, নতুন, শান্তি, নিষ্পাপ, সরল

ব্যবহারিক ক্ষেত্রে রং এর কারনে নানাধরনের অর্থ প্রকাশ করা হয়।
লাল : বিক্রির ক্ষেত্রে লাভ এবং ক্ষতি দুধরনের অর্থে ব্যবহার করা হয়।
গোলাপি : মেয়েদের পন্যে ব্যবহার করা হয়।
নীল : কমদামী পন্য বুঝাতে ব্যবহার করা হয়। বিস্বস্ততা বুঝায় বলে ব্যাংক জাতিয় প্রতিস্ঠান নীল রং ব্যবহার করে।
হলুদ : মনোযোগ আকর্ষন করার জন্য মুল্যহ্রাস ইত্যাদিতে ব্যবহার করা হয়।

অবশ্য রং ব্যবহারের সময় একথা মনে প্রয়োজন, রং নিজে কিছু বোঝায় না। রংটি কিসে ব্যবহার করা হচ্ছে সেটাই গুরুত্বপুর্ন। অনেক সময় একাধিক রংকে একসাথে ব্যবহার করে নতুন অর্থ প্রকাশ করা হয়। যেমন ম্যাকডোল্ডস ব্যবহার করে লাল এবং হলুদ।  লাল অর্থ দ্রুত, হলুদ অর্থ ক্ষুধা। দুটি একসাথে করে হয় ফাষ্ট ফুড।

No comments:

Post a Comment