Wednesday, June 8, 2011

Photoshop : ইমেজ থেকে স্লাইড শো (ওয়েব গ্যালারী) কিংবা পিডিএফ তৈরী

এডবি ফটোশপের সাথে এডবি ব্রিজ নামে একটি সফটঅয়্যার দেয়া হয়। ফটোশপের বেশকিছু বিষয় নেয়া হয়েছে ব্রিজে। আপনি ব্রিজ ব্যবহার করে ফটোশপ ইমেজ (অথবা যে কোন ইমেজ) থেকে স্লাইড শো (ওয়েব গ্যালারী) তৈরী করতে পারেন, কিংবা সব যায়গায় ব্যবহারযোগ্য পিডিএফ তৈরী করতে পারেন।
কাজটি কিভাবে করবেন জেনে নিন।
.          এডবি ব্রিজ ওপেন করুন।
.          ইমেজগুলি যে ফ্লোডারে রয়েছে সেই ফোল্ডার ওপেন করুন।
.          ইমেজগুলি সিলেক্ট করুন। Ctrl-Click ব্যবহার করে নির্দিষ্ট ইমেজগুলি সিলেক্ট করা যাবে।
.          টুলবার থেকে Output – Output to Web or PDF সিলেক্ট করুন।
.          ডানদিকে Document অংশ থেকে একটি পেজ প্রিসেট সিলেক্ট করুন। পিডিএফ এর জন্য প্রিন্টযোগ্য কাগজের মাপ সিলেক্ট করতে পারেন, অথবা Web বা Photo ব্যবহার করতে পারেন।
.          একটি সাইজ ঠিক করুন। ওয়েবে ব্যবহারের জন্য সাধারনভাবে ৮০০-৬০০ সব ধরনের মনিটরের জন্য ভাল পছন্দ হতে পারে।
.          ইচ্ছে করলে পাশওয়ার্ড ব্যবহার করতে পারেন।
.          প্রতিটি ইমেজকে একটি একটি করে দেখার জন্য Layout অংশে One Photo Per Page সিলেক্ট করুন।
.          ইচ্ছে করলে প্রতিটি ইমেজের জন্য পৃথক হেডার, ফুটার, ফাইল নেম ইত্যাদি ব্যবহার করতে পারেন।
.          প্লেব্যাক অপশনে পুরো স্ক্রিন দেখা যাবে কিনা কিংবা নিজে থেকে পরবর্তী স্ক্রিনে যাবে কিনা, কত সময়ে যাবে ইত্যাদি অপশন ঠিক করে দিন।
.          ওয়েব গ্যালারী তৈরী করলে গ্যালারীর নাম, আপনার নাম, ই-মেইল ইত্যাদি তথ্য টাইপ করে দিন।
.          প্রিভিউ দেখে নিন।
.          সবকিছু ঠিক থাকলে Save বাটনে ক্লিক করে সেভ করুন।

ব্রিজ এর অন্যান্য ব্যবহার সম্পর্কে একটি টিউটোরিয়াল রয়েছে এই সাইটে।

1 comment: